কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

উপদেষ্টারা সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করছে : জুয়েল

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বলেছেন, হাসিনা উন্নয়নের কথা বলে আর উপদেষ্টারা সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করছে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে কুষ্টিয়ার দৌলতপুরে নিজ এলাকায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

শরীফ উদ্দিন জুয়েল বলেন, দীর্ঘ ১৭ বছর মাফিয়া ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশের মসনদে বসে বাংলাদেশের অধিকারকে যেভাবে ক্ষুণ্ন করেছিল, বাংলাদেশের মানুষের নাগরিক অধিকারকে হরণ করেছিল, বাক স্বাধীনতাকে হরণ করেছিল, সর্বোপরি আমাদের পরাধীনতার শিকলে আবদ্ধ করেছিল, সেই ১৭ বছর পর গত ৫ আগস্ট আমরা সেই শৃঙ্খলমুক্ত হতে পেরেছি। বাংলাদেশে আমরা দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি।

তিনি আরও বলেন, গত ৫ আগস্ট খুনি হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে ঠিকই কিন্তু হাসিনার দোসররা এখনো আমাদের সমাজের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। অনেকেই গিরগিটির মতো ক্ষণে ক্ষণে রঙ বদলায়। সেই মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার দোসররা এখনও কিন্তু গিরিগিটির মত রঙ পাল্টিয়ে সমাজের বিভিন্ন জায়গায় তারা বংলাদেশের বিরুদ্ধে বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। ওই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানাই।

নির্বাচন প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক বলেন, ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের ব্যবস্থা করা। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় ১৭টি বছর পার হয়ে গেছে। মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা যেমন নির্বাচনকে অনিহা প্রকাশ করেছে আজ ঠিক তেমনি হাসিনার মত ড. ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের মধ্যে কিছুটা হলেও পদধ্বনি শুনতে পাচ্ছি। হাসিনা যেমন উন্নয়নের কথা বলত, এখনও দেখতে পাচ্ছি হাসিনার সুরে সুর মিলিয়ে নির্বাচনের কথা বললে ড. ইউনূসের উপদেষ্টারা সংস্কারের কথা বলে।

অন্তর্বর্তী সরকারে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, বেশিদিন হয়নি, মাত্র সাত মাস আগে হাসিনার কী করুণ পরিণতি হয়েছিল তা আপনারা দেখেছেন। অতীত থেকে শিক্ষা নিন। বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক মৌলিক অধিকারগুলো ফেরত দিন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। তা না হলে আপনাদেরও হাসিনার মত কঠিন পরিস্থিতি অপেক্ষা করবে।

এলাকাবাসীর উদ্দেশ্যে যুবদলের এ নেতা বলেন, আমি আপনাদেরই এলাকার সন্তান, আপনাদেরই ছেলে। দীর্ঘদিন ঢাকায় বসবাস করি। সেখানে রাজনীতি করি। কিন্তু আমার নাড়ীর টান, মনের টান সব সময় দৌলতপুরের মাটিতেই ছিল এবং এখানের মাটিতেই আছে। আমি যতই ঢাকাতে রাজনীতি করি না কেন দিন শেষে আমি বলি আমি দৌলতপুরের সন্তান। আগামীতে সকল পথ চলায় আপনাদের সঙ্গে আছি, আপনাদের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনগুলোতে এক সঙ্গে চলতে চাই।

জুয়েল বলেন, আমরা এখানে দেখেছি মাফিয়া ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশে যেমন একটি সন্ত্রাসের রাজত্ব কায়েক করেছিল, বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে হরণ করেছিল, বাংলাদেশের মানুষকে সব সময় পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল, এখনো দেখতে পাচ্ছি ৫ আগস্টের পরে কিছু কিছু পরিবার তারা দৌলতপুরবাসীকে নিজেদের রাজা মনে করেন। দৌলতপুরবাসীকে তারা প্রজা মনে করেন। আমরা তাদের বিরুদ্ধে বলতে চাই, দৌলতপুরবাসী কারো অধীনে থাকবে না। দৌলতপুরবাসী সব সময় বুক ফুলিয়ে মাথা উচু করে চলবে। এর ব্যত্যয় ঘটতে দেবে না।

তিনি বলেন, কেউ যদি এ মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার মতো দৌলতপুরবাসীকে আবারও যদি পরাধীনতার শৃঙ্খললে আবদ্ধ করতে চায় আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, খুনি হাসিনা যেমন পারেনি আপনারাও কিন্তু পারবেন না। আপনাদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, দৌলতপুরবাসীকে সঙ্গে নিয়ে আমিও লড়াই করতে প্রস্তুত আছি। দৌলতপুরবাসীকে কারো কাছে মাথা নত করতে দেব না।

দৌলতপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা বিএনপির অন্যতম সদস্য আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সদস্য সচিব শহীদ সরকার মঙ্গল, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, কুষ্টিয়া জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আব্দুল মাজেদ।

ইফতার ও দোয়া মাহফিল শেষে অসহায় মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি শরীফ উদ্দিন জুয়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় মানেন রিয়ালের নতুন তারকা

জুলাই যোদ্ধাদের প্রশ্নবিদ্ধ করার গভীর ষড়যন্ত্র চলছে : মাহমুদুর রহমান 

১৫ গাড়িচালকের প্লট বাতিল 

দখলে জিয়া খাল, জলাবদ্ধতায় ডুবছে কৃষিজমি

অপারেশন ছাড়াই গলবে পিত্তথলির পাথর, জেনে নিন ঘরোয়া ৮ টোটকা

ছাত্রদলের হল কমিটি বিদ্যমান থাকবে কি না, জানালেন রাকিব

চিটাগং কিংসের সঙ্গে চুক্তি বাতিল, ৪১ কোটি টাকা দাবি বিসিবির

নিজেদের ব্যর্থতা লুকাতে বারবার ভারতকে উসকানি দেয় পাকিস্তান

হজরত ওমরের পর সৎ রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান : বুলু

ভবন ভাঙার সময় ধস, চাপা পড়ে ৩ শ্রমিকের মৃত্যু

১০

ডাকসু নির্বাচন / তৃতীয় দিনে মনোনয়নপত্র নিয়েছেন ২২ জন

১১

বড় পরাজয়ে আসর শুরু বাংলাদেশের ‘এ’ দলের

১২

জামিন পেলেন প্রিন্স মামুন

১৩

রাতে জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে ঝাঁপ কলেজ ছাত্রীর

১৪

২৪ ঘণ্টার মধ্যে ৫-১০ জেলা, ৭২ ঘণ্টায় ১৫-২০ জেলায় বন্যার শঙ্কা 

১৫

মালয়েশিয়ায় যেসব সুবিধা পাবেন বাংলাদেশি শ্রমিকরা

১৬

মুক্তির দিনেই পাইরেসির শিকার রজনীকান্তের ‘কুলি’

১৭

মুক্তির দিনেই পাইরেসির কবলে ‘ওয়ার-২’

১৮

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের চুক্তির মেয়াদ বাড়ল

১৯

আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন করতে হবে : খেলাফত মজলিস

২০
X