বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে প্রসূতি মায়ের মৃত্যু, পোস্ট অপারেটিভে দায়িত্বে অবহেলার অভিযোগ

বিসমিল্লাহ আধুনিক হাসপাতাল। ছবি : কালবেলা
বিসমিল্লাহ আধুনিক হাসপাতাল। ছবি : কালবেলা

সিরাজগঞ্জের বেলকুচিতে বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে সিজারের পর মরিয়ম খাতুন নামের এক প্রসূতি মায়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার শেরনগর এলাকায় বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে এ ঘটনা ঘটে।

মৃত মরিয়ম খাতুন উপজেলার চর জোকনালা গ্রামের সুমনের স্ত্রী।

নিহত মরিয়র খাতুনের স্বামী সুমন জানান, মঙ্গলবার সকালে তিনি তার স্ত্রীকে আলট্রাসনোগ্রাম করার জন্য বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চার অবস্থা ভালো নয় জানিয়ে দ্রুত সিজার করানোর পরামর্শ দেন। পরে দুপুর ২টার দিকে সিজার করাতে নিয়ে যান। ডা. কমল কান্তি সার্জন হিসেবে এবং বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম অ্যানেসথেশিয়া দিয়ে সিজার করেন। তার কিছুক্ষণ পর অপারেশন রুমে গিয়ে দেখি মরিয়ম অজ্ঞান হয়ে আছে। নার্সরা জানান, রোগীর এখনো জ্ঞান ফেরেনি। কিছুক্ষণ সময় লাগবে। এই বলেই ডাক্তার ও নার্স পালিয়ে যায়। পরে বুঝতে পারি আমার স্ত্রী মারা গেছে। চিকিৎসা সেবার অবহেলার কারণে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে।

বিসমিল্লাহ আধুনিক হাসপাতালের মালিক রহমান আলী জানান, সিজারটা বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম ও ডা. কমল কান্তি করেছেন। রোগী কিভাবে মারা গেছেন এটি চিকিৎসকরাই ভালো বলতে পারবেন।

এ বিষয়ে ডা. কমল কান্তি জানান, অপারেশনের পর রোগীর পোস্ট অপারেটিভের দায়িত্বরতদের অবহেলার কারণে রোগীর মৃত্যু হতে পারে। কেননা এই ক্লিনিকে নার্সিং ডিপ্লোমা করা নার্স নেই। যারা আছেন, উনারা কাজ দেখে, কাজ করে অভিজ্ঞ হয়েছেন। উনারা রোগীর সময়মত প্রেশার মাপাসহ অন্যান্য খোঁজগুলো নেননি। যে কারণে রোগীর অবস্থার অবনতি হয়ে মারা গেছেন।

আর বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম সিজারের কথা স্বীকার করে বলেন, আমরা যখন হাসপাতাল থেকে চলে আসি তখনো রোগী সুস্থ ছিল। হাসপাতালের অন্য স্টাফদের দায়িত্বে অবহেলার কারণেই এমনটা ঘটেছে।

তবে একই ক্লিনিকে পর পর বেশ কয়েকটি ঘটনা ঘটার পরও কেনো তারা এই হাসপাতালে অপারেশনে জন্য রোগীকে ভর্তি করলেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য তারা এমন সিদ্ধান্ত দিয়েছিলেন। তবে এই ক্লিনিকে ব্যবস্থাপনা মানসম্মত নয় বলেও জানান তিনি।

উপজেলার এই স্বাস্থ্য কর্মকর্তা আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা হয়েছে। আগামীকালই এই ক্লিনিক সিলগালার ব্যবস্থা করা হবে।

জেলা সিভিল সার্জন ডা. রামপদ রায় জানান, বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে। আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে গিয়ে হাসপাতালটি সিলগাল করে দেব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী জনসভায় জামায়াত আমিরের তিন শর্ত

রাজধানীর ভাষানটেকে নির্বাচনী জনসভায় তারেক রহমান

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে কাজ করবে ঢাবি-ব্র্যাক

মায়ের সঙ্গে পূজায় ইয়ালিনি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন বিএনপির জন্য

১৪ জেলায় ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যে শর্ত জুড়ে দিল রাশিয়া

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

১০

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের রজতজয়ন্তী উদযাপিত

১১

পুলিশকে কোপানোর ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

১২

একা থাকা আর একাকিত্ব অনুভব করা এক বিষয় নয়, বলছে গবেষণা

১৩

ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৮ দিনের ছুটি

১৪

‘মৃত্যুর পর জাভেদের সম্মাননা’ প্রত্যাখ্যান করলেন নায়কের স্ত্রী

১৫

তৃতীয় বারের মতো সরস্বতী পূজায় নারী পুরোহিত সমাদৃতা

১৬

বিদেশি কূটনীতিকদের সঙ্গে রোববার বৈঠকে বসছে নির্বাচন কমিশন

১৭

শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

সুখবর পেলেন বিএনপির আরও ২ নেতা

১৯

সিডনির কাছে বড় হার, ফাইনালে যাওয়া হলো না রিশাদদের

২০
X