রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৫:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

বালুমহালের টেন্ডার নিয়ে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

রাজশাহীতে বালুমহাল টেন্ডার দাখিলকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদলকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর ১টার দিকে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত যুবদলকর্মী হলেন মো. রায়হান (২৫)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে রাজশাহী জেলার চারটি বালুমহালের (চারঘাট, পবা, গোদাগাড়ী ও কাটাখালী) টেন্ডার দাখিলের সময়সীমা নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে টেন্ডার বক্স সিলগালা করার সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজির হাসানের নেতৃত্বে ১০/১৫ জন এসে টেন্ডার জমা দিতে চান।

এ সময় টেন্ডার বক্সের সামনে কাটাখালী পৌরসভা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদের নেতৃত্বে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা বলেন, সময় শেষ হয়ে গেছে এখন আর জমা দেওয়া যাবে না। এ নিয়ে উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সময় রায়হান মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নাজির হাসান বলেন, আজ আমি ডিসি অফিসে টেন্ডার ড্রপ করতে যাই। কিন্তু আমাকে তখন বাধা দেওয়া হয়। আমি পুলিশের সহায়তায় টেন্ডার জমা দিয়ে চলে এসেছি। মারামারি বা হাতাহাতির ঘটনা আমি দেখিনি।

কাটাখালী পৌরসভা ছাত্রদলের সভাপতি ফয়সাল বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। সংঘর্ষ হয়েছে শুনেছি। কিন্তু কাদের সংঘর্ষ সেটি জানি না।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ডিসি অফিসে চারটি বালুমহালের টেন্ডার ইজারা চলছিল। এ সময় ইজারাকে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের মধ্যে হাতাহাতি হয়। এতে একজন আহত হয়েছে। এ ঘটনায় থানায় একটি অভিযোগও দেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুল হয়ে ফোটে খাদ্য-অর্থের অভাব মেটাচ্ছে শাপলা

এফইজেবি’র নতুন সভাপতি মোস্তফা কামাল, সম্পাদক হাসান হাফিজ

নুরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন চিকিৎসকরা

মন খারাপ হলে আমি একা একা কাঁদি: তানজিকা আমিন

বিএনপি নেতা মিল্টনের নেতৃত্বে সন্দ্বীপে ৩১ দফার লিফলেট বিতরণ

নুরের খোঁজ নিলেন আমান উল্লাহ আমান

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, টালবাহানা চলবে না : বাবলু

সংস্কার না হলে আমাদের পরিণতিও নুরের মতো হবে : হাসনাত

জাতীয় প্রেস ক্লাবে আওয়ামীপন্থি সাংবাদিকদের পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করা হবে

২৮ বছর পর মা-বাবাকে ফিরে পেল সন্তান

১০

মানুষের ভোট মানুষকে ফিরিয়ে দিতে চাই : টুকু

১১

মাটি দিয়ে সাদাপাথর আড়ালের চেষ্টা, ৫০ হাজার ঘনফুট উদ্ধার

১২

দুই হাজার ট্রেইনি কনস্টেবল নিয়োগ দিচ্ছে পুলিশ, কোন জেলায় কতজন নেবে

১৩

ছিনতাইকারীর হাতে রক্তাক্ত সাংবাদিক, আটকের পর ছেড়ে দেয় পুলিশ

১৪

লন্ডনের রাস্তায় ভারতীয় ছাত্রীর কাণ্ড, ভিডিও ভাইরাল

১৫

চট্টগ্রামে প্রথমবারের মতো পিএমআই বাংলাদেশের আয়োজন

১৬

টানা ২ দফায় স্বর্ণের দাম কত বাড়ল?

১৭

চাকসু নির্বাচন / ডোপ টেস্ট বাধ্যতামূলক, পজিটিভ হলেই প্রার্থিতা বাতিল

১৮

এনআইডি সংশোধনের বাতিল হওয়া আবেদন পুনরায় করার সুযোগ

১৯

চায়ের দোকানদারদের মেধাবী সন্তানদের সম্মাননা দিল ‘নাম্বার ওয়ান ব্র্যান্ড’

২০
X