সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ বাংকার এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের সময় গাছ পড়ে কয়েছ আহমদ (৩৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। আহতরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৯ মার্চ) মধ্যরাতে উপজেলার ভোলাগঞ্জ বাংকার এলাকায় এ ঘটনা ঘটেছে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
নিহত শ্রমিক কয়েছ নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মমরাজ মেম্বারের পুত্র। তিনি স্থানীয় দয়ারবাজার একটি বাসায় ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, রাতে কয়েকজন শ্রমিক বাংকার এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলন করছিলেন। এসময় আকস্মিকভাবে একটি গাছ ধসে পড়লে তারা গাছের চাপায় পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ চালিয়ে ৩ জনকে উদ্ধার করেন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, অবৈধভাবে পাথর উত্তোলনের সময় গাছ পড়ে কয়েছ নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন