লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

মাদক বিক্রির প্রতিবাদ করে মামলা খেলেন ১০ যুবক

অভিযুক্ত আবুল কালাম জহির। ছবি : সংগৃহীত
অভিযুক্ত আবুল কালাম জহির। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামে মাদকদ্রব্য বিক্রির প্রতিবাদ করায় ১০ যুবকের বিরুদ্ধে মামলা করার অভিযোগ উঠেছে। তাদের ফাঁসাতে ঘটনা সাজিয়ে মামলা দায়ের করা হয় বলে জানা গেছে।

পুলিশের তালিকাভুক্ত চিহ্নিত ‘মাদক ব্যবসায়ী’ আবুল কালাম জহিরের বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা। মামলাটিতে অজ্ঞাত আরও ১৫ জনকে অভিযুক্ত করা হয়। এতে গ্রামে গ্রেপ্তার আতঙ্কও দেখা দিয়েছে।

অভিযুক্ত আবুল কালাম জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের লতিফপুর গ্রামের মুনছুর আহমেদের ছেলে। তার বিরুদ্ধে নোয়াখালীর বেগমগঞ্জ থানায় ৫টি ও সোনাইমুড়ি থানায় একটি মাদক মামলা রয়েছে। এছাড়া ২০২২ সালের ১৫ এপ্রিল ৪টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে জহির চন্দ্রগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেপ্তার হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জহির এলাকায় দীর্ঘ কয়েক বছর ধরে এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছে। এজন্য ‘বাবা জহির’ হিসেবে এলাকা তার পরিচিত রয়েছে। তার কারণে স্থানীয় যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের কারণে এলাকায় প্রায়ই মারামারির ঘটনা ঘটে। মাদক বিক্রির প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ৮ সেপ্টেম্বর জহির বাদী হয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল চন্দ্রগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ বাড়ি ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ আনা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১০ আগস্ট জহিরের বাড়িতে ভাঙচুর করে অভিযুক্তরা। এছাড়া ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনা উল্লেখ করা হয়। সেখানে তিনি নিজেকে প্রবাসী দাবি করেন। মামলাটি আদালতে আমলে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এতে গত ১৮ নভেম্বর তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রমজান আলী আদালতে ঘটনার সত্যতা পেয়েছেন বলে প্রতিবেদন দাখিল করেন।

জহিরের মামলায় অভিযুক্তরা হলেন- মো. কাউছার, মিজান মল্লিক, মো. বাবু, ইমন, মো. শিহাব, মো. সিয়াম, মো. রিজন, মো. সাইফ, মো. সবুজ, ওয়াসিম ও অজ্ঞাত ১৫ জন।

জহিরের বাড়ির বাসিন্দা আব্দুল মান্নান মনা, মো. আব্দুল হাই ও লাকি বেগমসহ কয়েকজন জানায়, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর জহিরের বাড়িতে মুখোশধারী একদল লোক হামলা চালায়। মাদক ব্যবসা নিয়ে ঘটনাটি ঘটতে পারে। ১০ আগস্ট তার বাড়িতে কোন ঘটনা ঘটেনি। ঘটনাটি পুনরায় তদন্ত করে সত্যিকার অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মামলায় অভিযুক্ত মিজান মল্লিক, মো. সবুজ ও মো. সিয়াম জানায়, মাদক বেচাকেনার প্রতিবাদ করায় জহির তাদের হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়িয়েছে। মামলার ভয়ে তারা এখন বাড়িছাড়া। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেছেন তারা।

আবুল কালাম জহির বলেন, অভিযুক্তরা আমার কাছে চাঁদা চেয়েছে। চাঁদা না দেওয়ায় দল বেঁধে মুখোশ পরে আমার বাড়িতে হামলা করে। আমার কয়েকজন লোক তাদেরকে আসার সময় দেখেছে। আমি ১২ বছর এলাকায় থাকি না। সৌদি ছিলাম, এখন চট্টগ্রাম থাকি। লক্ষ্মীপুরে কোনো থানায় আমার বিরুদ্ধে মাদক মামলা নেই। নোয়াখালীর মামলাগুলোতে অজ্ঞাত হিসেবে আমাকে জড়ানো হয়েছে।

ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. রমজান আলী বলেন, তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি। তবে সাক্ষীরা ভয়ে সাক্ষ্য দেয়নি। বাদী জহিরের বিরুদ্ধে মাদক মামলা বা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে কিছু জানা নেই। জহির নিজেকে প্রবাসী বলে দাবি করেছেন। তবে কোন দেশে ছিলেন তা জানাতে পারেননি এ কর্মকর্তা।

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, জহিরের বিষয়ে আপাতত কোনো তথ্য নেই। খোঁজ নিয়ে জানতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভীকে কারাগারে পাঠানোর আদেশ

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

বিমানে ব্যাপক পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা, ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অস্বীকার পাকিস্তানের

পাকিস্তানে আরেকটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত

‘৯ মাসেও গণহত্যাকারী দল নিষিদ্ধ হলো না কেন’

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা / নিহত ৪ জনের দুজন ছিলেন মসজিদের ইমাম

১০

রাতে শিবির মাঠে নামায় পাল্টে গেল দৃশ্যপট

১১

যমুনার সামনে রাতভর যা যা হলো

১২

কয়টি রাফায়েল আছে ভারতের, একেকটির দাম কত?

১৩

ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত-পাকিস্তান সীমান্তে

১৪

ভারত-পাকিস্তান যুদ্ধে নাক গলাতে চায় না যুক্তরাষ্ট্র

১৫

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি ড. মাসুদের

১৬

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

১৭

জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা

১৮

আগুনে ঘি ঢালা নয়, শান্তি চাই : এরদোয়ান

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X