বগুড়া ব্যুরো
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় শেখ হাসিনা-কাদেরসহ ১৮১ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সংগঠনটির ১৮১ নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। গত ৪ আগস্ট বগুড়ায় ছাত্র-জনতার মিছিলে হামলা চালিয়ে মারধর, পেট্রলবোমা ও ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণসহ গুলি ছুড়ে আহত করে হত্যাচেষ্টার অভিযোগে এই মামলা করা হয়।

গত ১৬ মার্চ রাতে বগুড়া সদর থানায় এই মামলা করেন বগুড়ার গাবতলী উপজেলার দোয়ারপাড়ার ইউসুফের ছেলে জাকিরুল ইসলাম। ওইদিন মামলা হলেও পুলিশ বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপু, সাবেক এমপি জেলা জাতীয় পার্টির সভাপতি শরিফুল ইসলাম জিন্নাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং জাতীয় পার্টির নেতাকর্মীসহ ১৮১ জনের নাম উল্লেখ করে বগুড়ার সদর থানায় এই মামলা রেকর্ড করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২শ থেকে আড়াইশ জনকে আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আরও আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগ নেতা মুঞ্জুরুল আলম মোহন, শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান সফিক, সাধারণ সম্পাদক মাহফুজ ইসলাম রাজ, শাজাহানপুর উপজেলার সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু, জেলা ছাত্রলীগ সভাপতি সজিব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, অসীম কুমার, আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান দুলু, আল রাজি জুয়েল, আবু জাফর, বিউটি বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, রেজ্জাকুল ইসলাম রিজু, হোসাইন শরিফ সঞ্চয়, এসএম রুপম, রেজাউল করিম চঞ্চল, বেলাল হোসেন, শহিদুল ইসলাম, এনামুল হক রানা, নয়ন অধিকারী, নুরুজাজামান, রোমেনা আজিজ রিংকি, শাহজাহান চৌধুরী, এডোনিস বাবু তালুকদার, আনোয়ার হোসেন রানা, রাজু মণ্ডল, আব্দুল লতিফ পশারী ববি, মৌসুমী আক্তার ভাবনা, শামীমা আক্তার সুমি, ছালেকুর রহমান, কামরুল মোর্শেদ আপেল, সাজু আহমেদসহ ১৮১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ আগস্ট দুপুর ১২টার দিকে দেশব্যাপী বৈষম্যবিরোধী শেখ হাসিনার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র-জনতা ও এজাহারকারী জাকিরুলসহ অন্য মিছিকারীরা মিছিল নিয়ে সাতমাথায় যাওয়ার সময় মিছিলটি বগুড়া শহরের জলেশ্বরীতলায় ইয়াকুবিয়া স্কুলের মোড়ে পৌঁছলে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে আসামিরা মিছিলের ওপর হামলা চালায়। এসময় আসামিরা মিছিলকারীদের হত্যার উদ্দেশ্যে মারধর, পেট্রলবোমা ও ইট-পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণসহ গুলি ছোড়ে। ছররা গুলিতে এজাহারকারী জাকিরুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে লাগে ও মিছিলকারীরা আহত হন। আহত জাকিরুল স্থানীয় ক্লিনিকে চিকিৎসা গ্রহণ করেন এবং চিকিৎসা শেষে ওই আসামিদের বিরুদ্ধে গত ১৬ মার্চ বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ করলে থানায় এই মামলা রেকর্ড করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজয়ী হয়ে যা বললেন রিয়াজুল

সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা

এবার সহযোগিতা চাইলেন আমজনতার তারেক

গোপালগঞ্জে শতাধিক আ.লীগ কর্মীর বিএনপিতে যোগদান

বিশ্বকাপ বাছাইয়ে কবে নামছে বাংলাদেশ, কারা প্রতিপক্ষ—জানাল আইসিসি

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যার সিসিটিভি ফুটেজে যা দেখা গেল

শীর্ষ ৩ পদে কত ভোট পেয়ে জিতল ছাত্রশিবির সমর্থিত প্যানেল

জকসু নির্বাচনে শীর্ষ তিন পদেই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জয়

জুলাইয়ে বীরত্ব : সম্মাননা পেল ১২শ আহত, শহীদ পরিবার ও সাংবাদিক

১০

পাকিস্তানের আকাশসীমায় অসুস্থ হওয়া বিমানের যাত্রীর মৃত্যু, তদন্তের মুখে পাইলট

১১

ফারহানের ফিফটিতে লঙ্কান দুর্গে পাকিস্তানের দাপুটে জয়

১২

আয় ও সম্পদ নিয়ে অপপ্রচার, মুখ খুললেন নাহিদ ইসলাম

১৩

৪৮৯ উপজেলায় বিজিবি মোতায়েন থাকবে

১৪

ব্যবসায়ীকে গুলি করে হত্যায় মামলা, বিচারের দাবিতে মানববন্ধন

১৫

কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল আবছারকে কারাদণ্ড

১৬

‘সন্ধ্যার পর শিক্ষার্থীরা বাড়ির বাইরে থাকতে পারবে না’

১৭

এবার আর্থিক সহায়তা চাইলেন হান্নান মাসউদ

১৮

‘জুলাই বার্তাবীর’ সম্মাননা পেলেন কালবেলার আমজাদ

১৯

দুই বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠা, একসঙ্গেই মৃত্যু

২০
X