সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ২৭ মার্চ ২০২৫, ০২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

জেলেশূন্য মেঘনার অভয়াশ্রম

জেলে শূন্য মেঘনার অভয়াশ্রম। ছবি : কালবেলা
জেলে শূন্য মেঘনার অভয়াশ্রম। ছবি : কালবেলা

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকাসহ সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার। নিষিদ্ধ সময়ে জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের তত্ত্বাবধানে টাস্কফোর্স দিন ও রাতে অভিযান অব্যাহত রেখেছে।

বিশেষ করে মৎস্য বিভাগের ১০টি স্পিডবোট নদীসংলগ্ন খালে অবস্থান নিয়েছে। যার ফলে বিগত বছরের তুলনায় এ বছর অনেকটাই জেলে শূন্য অভয়াশ্রম এলাকা। দুই মাসের অভিযান সফল হলে ধারাবাহিক ইলিশ উৎপাদন বাড়ার সম্ভাবনা জানিয়েছে মৎস্য বিভাগ।

জেলার মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় রয়েছে প্রায় ৪৩ হাজার জেলে। আর এসব জেলেরা মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করে। সরকারি নিষেধাজ্ঞার কারণে অনেক জেলেই এখন বেকার হয়ে পড়েছে। তবে সরকারের পক্ষ থেকে প্রত্যেক জেলেকে ৪ মাসের জন্য ১৬০ কেজি চাল খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা উপকূলীয় সদর উপজেলার আনন্দ বাজার, টিলাবাড়ি ও পুরাণ বাজার এলাকা ঘুরে দেখা গেছে নদী অনেকটা জেলে শূন্য। এর কারণ হিসেবে জানাগেল সদর ও হাইমচর উপজেলার নদী সংযুক্ত খালে মৎস্য বিভাগের পক্ষ থেকে স্পীড বোট অবস্থান করে। দিন ও রাতে এই দুই উপজেলায় ১০টি স্পিডবোট দিয়ে মৎস্য কর্মকর্তারা নিয়মিত দায়িত্ব পালন করছেন।

সদর উপজেলার আনন্দ বাজার এলাকার জেলে মানিক খান, হযরত আলী বকাউল, বিল্লার দর্জি ও ইদ্রিস আলী প্রধানীয়া বলেন, জাটকা রক্ষায় এখন আমরাই মৎস্য বিভাগ ও প্রশাসনকে সহযোগিতা করি। আমরা জাটকা ধরা থেকে বিরত আছি এবং কেউ আমাদের এলাকায় জাটকা ধরতে এলে প্রশাসনকে তাৎক্ষণিক জানাই।

তারা আরও বলেন, বিগত বছরের তুলনায় এ বছর মৎস্য বিভাগ, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের অভিযান কঠোর হওয়ায় জাটকা ধরতে নামছে না জেলেরা। কারণ শুধু নিষিদ্ধ কারেন্টজালই নয়, যে কোনো জাল নদীতে ফেলা হলে প্রশাসন নিয়ে যাচ্ছে।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, অভয়াশ্রমের ইতোমধ্যে অর্ধেক সময় অতিবাহিত হচ্ছে। এই সময়ে আমরা দিন ও রাতে নদীতে অবস্থান করছি। বিভিন্ন খালের মুখে আমাদের অবস্থান থাকায় জেলেরা নামতে পারছে না। যার ফলে ২৪ ঘণ্টাই আমরা নদী জাল ও জেলে শূন্য রেখেছি।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্যাহ বলেন, জাটকা রক্ষার জন্য দেশের পাঁচটি অভয়াশ্রমের মধ্যে চাঁদপুরের পদ্মা-মেঘনা অন্যতম। কারণ হচ্ছে সবগুলো অভয়াশ্রমের যে পরিমাণ জাটকা এর মধ্যে অর্ধেকই হচ্ছে চাঁদপুরে। সদর ও হাইমচর মেঘনায় এসব জাটকার বিচরণ বেশি থাকে। যে কারণে মৎস্য বিভাগ এ বছর ১০টি স্পিডবোট দিয়ে অভিযান পরিচালনা করছে। যাতে করে কোনো জেলে জাল ও নৌকা নিয়ে নামতে না পারে। মৎস্য বিভাগ ২৪ ঘণ্টা নদী পাহারায় আছেন।

তিনি আরও বলেন, আমাদের এই কঠোর অবস্থান ও জাটকা রক্ষা করার ফলে ইলিশের উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১০

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১১

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

১২

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

১৩

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

১৪

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

১৫

চাকসুতে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলের দাবি

১৬

ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৭

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন

১৮

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

১৯

রাকসুতে প্রথম দিনে ৫ জনের মনোনয়ন সংগ্রহ 

২০
X