নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ০৬:০৯ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৭:০৫ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় জমিতে হাঁস যাওয়া নিয়ে দুপক্ষের টেঁটাযুদ্ধ, আহত অর্ধশত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুপক্ষের সংঘর্ষ। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফসলি জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে পূর্বশত্রুতার জেরে দুপক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ উভয়পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছেন।

শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামে আরাফাত উল্লাহ্‌র বিলাতী ও রেনু মিয়ার চিড়ার গোষ্ঠীর মধ্যে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চাতলপাড় ইউনিয়নের ঘুজিয়াখাইল গ্রামের আরাফাত উল্লাহ্‌র বিলাতী ও রেনু মিয়ার চিড়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একমাস পূর্বে জমিতে হাঁসের ধান খাওয়া নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও হয়েছে।

ঘটনার দিন শুক্রবার জুম্মার নামজের পর পূর্ব শত্রুতার রেশ ধরে ফুটবল হারানোকে কেন্দ্র করে পূর্বপাড়ার চিড়ার গোষ্ঠীর সামসু মিয়ার সঙ্গে বিলাতী গোষ্ঠীর জমসেদ মিয়া ও তার ছেলেদের বাগবিতণ্ডা হয়। বিষয়টি দুই গোষ্ঠীর লোকজনদের মাঝে ছড়িয়ে পড়লে উভয়পক্ষ সংঘর্ষে জড়ালে দফায় দফায় হামলা-পাল্টা হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এ সংষর্ষে নারী ও শিশুসহ প্রায় অর্ধশত লোক আহত হয়।

এ বিষয়ে চাতলপাড় ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল ইসলাম পাঠান বলেন, বিলাতী ও চিড়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। একমাস আগেও জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষ হয়েছিল। এ নিয়ে বেশ কয়েকবার গ্রামে সালিশও হয়েছে, কিন্তু কোনো পক্ষই বিরোধ মেটায়নি।

সংঘর্ষের বিষয়ে ঘুজিয়া খাইল পূর্ব পাড়ার বিলাতী গোষ্ঠীর আরাফাত উল্লাহ্‌ বলেন, জমির ফসল নিয়ে একমাস আগে আমার গোষ্ঠীর আয়দর আলীকে রেনু মিয়ার লোকজন মারধর করেছিল। এ ঘটনায় আমরা মামলা করেছিলাম। বৃহস্পতিবার তারা ওই মামলায় জামিন নেয়। এসবের ধারবাহিকতায় শুক্রবার অতর্কিতভাবে আমাদের ওপর হামলা করেছে।

চিড়ার গোষ্ঠীর রেনু মিয়া বলেন, প্রথম রোজার দিন জমিতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে পূর্বপাড়ার সাদেক মিয়ার সঙ্গে আয়দর আলীর ঝগড়া হয়। পরে তারা আমাদের বিরুদ্ধে মামলা করে। আমরাও মামলার প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু বিরোধ না বাড়ানোর মানসিকতা নিয়ে আমরা শেষ পর্যন্ত এসবে যাইনি। বিষয়টি নিয়ে গ্রামে একাধিকবার সালিশও হয়েছিল, কিন্তু সমাধান হয়নি। শুক্রবার মসজিদের মধ্যে ফুটবল হারানো নিয়ে সামসু মিয়ার সঙ্গে জমসেদ মিয়া ও তার ছেলেদের তর্ক হয়। পরে জমসেদ মিয়ার লোকজন আমাদের ওপর হামলা করে।

নাসিরনগর থানার ওসি মো. খায়রুল আলম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় একমাস আগে জমিতে হাঁস যাওয়া নিয়ে ঘুজিয়াখাইল গ্রামের বিলাতী ও চিড়ার গোষ্ঠীর দুপক্ষে সংঘর্ষ হয়েছিল। এরই রেশ ধরে আজ ফের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে পিছিয়ে গেল তারেক রহমানের রাজশাহী সফর

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার : অর্থসচিব

প্রধান উপদেষ্টা / গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

দেশ ছাড়েননি বুলবুল, তিনি এখন মিরপুরে

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

একটি মানবিক প্রতিবেদন বদলে দিল নূরজাহানের জীবন

জানুয়ারির ২৪ দিনে যে ৭ ব্যাংকে আসেনি রেমিট্যান্স

১০

কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

১১

বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি

১২

দাঁড়িপাল্লায় ভোট দিলে সতিনের ঘর হবে: ফরহাদ আজাদ

১৩

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

১৪

কোলন ক্যানসার নিয়ন্ত্রণের ৫ উপায়

১৫

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

১৬

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

১৭

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

১৮

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

১৯

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

২০
X