সিলেট ব্যুরো
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ১২:২৬ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১২:৫৪ এএম
অনলাইন সংস্করণ

সুনামগঞ্জে নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ৫

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সুনামগঞ্জের জামালগঞ্জের বৌলাই নদীতে যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌ-ডুবিতে তিনজন শিশু ও দুজন নারীসহ ৫ জনের নিহত হয়েছে।

শনিবার (২৯ মার্চ) রাত ১০ টার দিকে মধ্যনগর থেকে আসার পথে উপজেলার বেহেলী ইউনিয়নের মদনাকান্দি ও হেরারকান্দির মধ্যবর্তী বৌলাই নদীতে এ দুর্ঘটনা ঘটে। সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- জামালগঞ্জের বেহেলী ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের তাপন চক্রবর্তীর স্ত্রী বিউটি চক্রবর্তী (৪০), নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার হাতনি গ্রামের নিরদ সরকারের স্ত্রী কল্পনা রানী সরকার (৫০), হাতনি গ্রামের নিরেন সরকারের মেয়ে জয়িতা সরকার (৬), নেত্রকোণার কলমাকান্দা উপজেলার ভাটিপাড়া গ্রামের সুজিত সরকারের মেয়ে গঙ্গাঁ রানী সরকার (৮)। অপর এক নিহত শিশুর পরিচয় এখনও জানা যায়নি।

আহত শিশু সৌরভ সরকারকে (৬) উদ্ধার করে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জেলার মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিনচালিত নৌকাটিতে ৭০ জন যাত্রী এবং মালামাল নিয়ে জামালগঞ্জ উপজেলা শহরে আসার পথে বৌলাই নদীতে নৌকাটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচ যাত্রী নিহত এবং একজন আহতের খবর পাওয়া গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মধ্যনগর উপজেলা থেকে একটি ইঞ্জিন চালিত নৌকায় ৭০ জন যাত্রী এবং মালামাল নিয়ে জামালগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীরা। পথিমধ্যে বৌলাই নদীতে অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাটি ডুবে যায়। এতে ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে জামালগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে রওয়ানা দিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য দেবাশীষ তালুকদার জানান, পাশের মধ্যনগর উপজেলা সদরে শনিবার হাটবার ছিল। ওখানে বাজার সওদা করে ট্রলারে করে ফিরছিলেন ৫০-৬০ জন যাত্রী। ট্রলারে মালামালও বোঝাই ছিল। ট্রলারটি মদনাকান্দি-দুর্গাপুরের কাছাকাছি নোয়াপাড়া এলাকায় গিয়ে ডুবে যায়। এ সময় অন্যান্য যাত্রীরা পাড়ে ওঠলেও দুই নারী ও তিন শিশু ডুবে মারা যায়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসেন কালবেলাকে বলেন, নৌকাতে অতিরিক্ত যাত্রী থাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছে। মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ পুলিশ সুপার তোফায়েল আহমেদ খান কালবেলাকে বলেন, মধ্যনগর থেকে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাডুবে ৫ জন নিহত হয়েছে। এর মধ্যে দুজন মহিলা ও তিনজন শিশু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডে কেয়ার সুবিধাসহ চাকরি দিচ্ছে ব্র্যাক

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

১৬ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

টানা ৫ দিন বৃষ্টির আভাস

ভোজ্যতেল আমদানির খরচ বাড়াল সরকার

সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় প্রেভেইল ফাউন্ডেশনের উদ্যোগ 

‘যারা ফ্যাসিস্ট তাদের আমরা আইনের আওতায় আনব’

কর কর্মকর্তা মাসুদুর রহমানকে বরখাস্ত

১০

নুরের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল  

১১

হংকংকে বিদায় করে সুপার ফোরে এক পা লঙ্কানদের

১২

প্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিভিন্ন দূতাবাসে বদলি

১৩

মতামত ছাড়া বিভাগের প্রস্তাবনা, ঐকমত্য কমিশনকে লিগ্যাল নোটিশ 

১৪

আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা

১৫

তিন জেলার ডিসিকে প্রত্যাহার

১৬

শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্গাপূজার ছুটি কবে থেকে শুরু

১৭

ডাকসুর ভোট এবার ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন

১৮

আরও বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ

১৯

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে রিয়াল শিবিরে সুসংবাদ

২০
X