কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

আগে ছিলেন আ.লীগ নেতা, বিএনপিতে পেলেন সদস্যসচিবের পদ

সদস্যসচিবের পদ পাওয়া লাল বৃত্তের ভেতরে সামিউল্লাহ। ছবি : সংগৃহীত
সদস্যসচিবের পদ পাওয়া লাল বৃত্তের ভেতরে সামিউল্লাহ। ছবি : সংগৃহীত

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে খোরশেদ আলম জমিদারকে আহ্বায়ক ও সামিউল্লাহকে সদস্যসচিব করা হয়েছে। গত ২০ মার্চ দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী ও সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সামিউল্লাহকে তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্যসচিবের পদ দেখে ক্ষোভে ফেটে পড়েন নেতাকর্মীরা।

তেঘরিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বলেন, সামিউল্লাহ আওয়ামী লীগের লোক ছিলেন। তার সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সঙ্গে ওঠাবসা ছিল। এমনকি বিপু সামিউল্লাহর বাসায় বেড়াতে আসতেন। সে আওয়ামী লীগের বিভিন্ন অনুষ্ঠানে অর্থ দিয়ে সহায়তা করতেন।

এ ছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের পক্ষে তিনি নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আওয়ামী লীগের নানা কর্মসূচিতে অংশ নিতেন তিনি।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হঠাৎ বিএনপির লোক বনে যান সামিউল্লাহ। নতুন কমিটিতে সামিউল্লাহ নাম দেখে বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক যুবদল নেতা বলেন, ‘মাঠে লড়াই-সংগ্রাম করি আমরা। হঠাৎ কেউ এসে সাধারণ সম্পাদক পদ পেলে তা মেনে নেওয়া যায় না। ৫ আগস্টের পরে জন্ম নেওয়া কোনো নেতা তেঘরিয়া ইউনিয়নে রাজনীতি করতে পারবেন না। যিনি আওয়ামী লীগের এমপি, উপজেলা চেয়ারম্যানকে জয়ী করতে মাঠে-ময়দানে নৌকা ও আনারসের জন্য ভোট ডাকাতি করতে পারেন, তিনি কীভাবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হন। দীর্ঘ পৌনে ১৬ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের নেতাকর্মীরা রাজনীতি করেছেন।

সেখানে আওয়ামী লীগের সঙ্গে মিশে গিয়ে বিএনপির নেতাকর্মীদের ক্ষতিসাধন করা ব্যক্তিকে যদি সাধারণ সম্পাদক করা হয়, তাহলে বিষয়টি উচিত হয়নি। সাধারণ সম্পাদক করার জন্য কি বিএনপির লোকের অভাব হয়েছে?’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সামিউল্লাহ বলেন, ‘আমি দীর্ঘদিন বিএনপির রাজনীতি সঙ্গে জড়িত ছিলাম। আমি কখনোই আওয়ামী লীগ করিনি। একটা এমপি যদি আমার বাসায় আসে তাহলে অবশ্যই তাকে সম্মান করতে হবে। বিপু যখন আমার বাসায় আসেন তখন তার সঙ্গে ছবি তোলা হয়। কিছু কুচক্রীমহল এই ছবি দিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অপরদিকে সাধারণ সম্পাদক মুয়াদ্দেদ আলী বাবুকে একাধিকবার ফোন দিলেও তিনি সাড়া দেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরির নামে প্রতারণা, আমেরিকা প্রবাসী আটক 

শর্ত না মানলে ধ্বংস হবে গাজা সিটি : ইসরায়েল

নতুন করিডোর প্রকল্প শুরু করতে চায় চীন-পাকিস্তান

থানা হাজতে যুবকের মৃত্যু, এএসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার

চবিতে নিলস-সিইউ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা শনিবার

জাতীয় সংখ্যালঘু সম্মেলন হয়নি, কারণ জানাল পুলিশ

বাদশার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি মেয়র শাহাদাতের 

ঘুমাতে যাওয়ার কত আগে রাতের খাবার খাওয়া উচিত জেনে নিন

ফ্যাসিবাদের পুনরুত্থান ছাত্রসমাজ রুখে দেবে : আ স ম রব

চমেকে ১০ চর্ম রোগ নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ 

১০

বিভাজন তৈরির অপচেষ্টা চালানো হয়েছে : মাওলানা হালিম

১১

আপনার শখের গাছের জন্য প্রাকৃতিক টনিক

১২

শিগগির শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট : পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী 

১৩

ইউক্রেনের আরও ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার

১৪

মিষ্টিমুখে অস্বাস্থ্যকর চিত্র, জরিমানা এক লাখ

১৫

‘মব’ করে তিন কিশোরকে বেঁধে বেধড়ক পিটুনি, নিহত ১

১৬

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থা স্থিতিশীল, দেখতে গেলেন ডা. রফিক

১৭

আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপলের জরুরি সতর্কতা

১৮

এশিয়া কাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

১৯

দেশকে বাঁচাতে পরিবেশ রক্ষা করতে হবে : মঈন খান

২০
X