আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৫২ পিএম
অনলাইন সংস্করণ

শর্ত ভঙ্গ করায় যাত্রাপালা বন্ধ করল প্রশাসন

শর্ত ভঙ্গ করায় যাত্রাপালা বন্ধ করল জেলা প্রশাসন। ছবি : কালবেলা
শর্ত ভঙ্গ করায় যাত্রাপালা বন্ধ করল জেলা প্রশাসন। ছবি : কালবেলা

জয়পুরহাটের আক্কেলপুরে দোলপূর্ণিমার মেলায় শর্ত ভঙ্গ করে অশ্লীল নৃত্য প্রদর্শন করায় অবেশেষে অনুমতি বাতিল করে মেলা ও যাত্রাপালা বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দোলপূর্ণিমা উপলক্ষে গত ১৩ মার্চ শুরু হওয়া ৫০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী গোপীনাথ মেলা ১৩ দিনব্যাপী অনুষ্ঠিত হয়। তবে এবার রমজান মাস হওয়ায় যাত্রাপালা, পুতুল নাচসহ বিনোদনের কোনো অনুমোদন ছিল না। গত ১ এপ্রিল থেকে অশ্লীলতামুক্ত শিল্পকলা একাডেমি অনুমোদিত ও হারিয়ে যাওয়া গ্রামীণ যাত্রাপালা করার শর্তে এবার চৈতালী অপেরা নামের একটি যাত্রাপালার অনুমোদন দেয় জেলা প্রশাসন। ১ ও ২ এপ্রিল রাত ১১টা থেকে শুরু হয় যাত্রাপালা।

যাত্রার শুরুতে অশ্লীলতা না থাকলেও রাত যত গভীর হয় ওই যাত্রাপালায় অশ্লীল নৃত্য প্রদর্শন ততই বেড়ে যায়। প্রদর্শিত অশ্লীল নৃত্যের ভিডিও রাতেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনুমতির শর্ত ভঙ্গ করে অশ্লীল নৃত্য প্রদর্শন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

গোপীনাথপুরের বাসিন্দা শাহজান বলেন, গোপীনাথের মেলাটি ৫শ বছরের পুরোনো ও ঐতিহ্যবাহী। গত কয়েক বছর ধরে মেলায় পুতুল নাচ ও যাত্রাপালাসহ বিনোদন বন্ধ ছিল। এবার প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে অশ্লীলতামুক্ত গ্রামীণ যাত্রাপালার নামে অশ্লীল নৃত্য প্রদর্শন করা হচ্ছিল। এতে যুব সমাজের নৈতিকতা ধ্বংসের দিকে যাচ্ছে। যাত্রার নামে এসব অপসংস্কৃতি বন্ধ করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই।

মেলা কমিটির সভাপতি ও গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, যাত্রার নামে অশ্লীলতার অভিযোগে মেলা বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। এর আগে অনুমতি না নিয়ে দুটি পুতুল নাচে (ছায়াবাজি) অশ্লীল নৃত্য প্রদর্শন করায় তা ভেঙে গুঁড়িয়ে দেয় স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার।

জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, মেলায় অশ্লীলতা পরিহার করে সুস্থ ধারার হারিয়ে যাওয়া গ্রামীণ যাত্রাপালা করার অনুমোদন দেওয়া হয়েছিল। আয়োজকরা সেসব শর্ত ভঙ্গ করে অশ্লীল নৃত্য প্রদর্শন করায় মেলা ও যাত্রাপালা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি নিয়ে অধ্যাদেশ জারি

জুলাই অভ্যুত্থানের পর আমার ইনকাম কমেছে : হাসনাত আব্দুল্লাহ

শরীয়তপুরে পুড়িয়ে হত্যাচেষ্টা / বাদী হয়ে বাবার মামলা, তৃতীয় দিনেও অধরা দুর্বৃত্তরা

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর ‘টিকটক’, কনস্টেবল প্রত্যাহার

‘আমরা থানা পুড়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’, বৈষম্যবিরোধী নেতার হুমকি

মাহমুদউল্লাহর ঝড়ো ক্যামিওতে রংপুরের দারুণ জয়

যে কারণে বাতিল হলো হামিদুর রহমান আজাদের মনোনয়ন

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

শৈত্যপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের একমাত্র মাধ্যম নির্বাচন : কবির আহমেদ

১০

সাকিবকে পিছনে ফেলে নতুন উচ্চতায় মুস্তাফিজ

১১

অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

১২

খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর করেছেন গোলাম হাফিজ কেনেডি

১৩

ওসমান হাদি ৫ বছর বাঁচলে দেশ হতো জনতার : মাসুমা হাদি

১৪

চাঁদা না দেওয়ায় এক শীর্ষ ব্যবসায়ীর বাড়িতে গুলি

১৫

খালেদা জিয়ার মৃত্যু পরিকল্পিত হত্যাকাণ্ড : রিজভী

১৬

ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎ ‎

১৭

গণভোটে ‌‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‌‘না’ দিলে কী পাবেন না

১৮

শরিফ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল

১৯

সিন্ডিকেটের থাবায় এলপি গ্যাসের দামে আগুন

২০
X