চুয়াডাঙ্গার জীবননগরে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোছা. লাভলী খাতুনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ আগষ্ট) রাতে ঢাকার ডেমরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
লাভলী খাতুন জীবননগর উপজেলার বাঁকা গ্রামের মো. মাসুদ রানার স্ত্রী।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, ‘দীর্ঘ ১০ বছরের বেশি সময় তিনি পলাতক ছিলেন। মাদক মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ডসহ ১৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ হয়।’
তিনি আরও বলেন, ‘আসামির বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।’
মন্তব্য করুন