চট্টগ্রামের মিরসরাইয়ে বাসের ধাক্কায় বিবি হাবাধন (৭৮) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা বাসচালক নাজমুলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট উত্তর বাজারে ওই ঘটনা ঘটে।
বিবি হাবাধন ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামের বাসিন্দা।
অভিযুক্ত চালক নাজমুল চাঁদপুর জেলার কচুয়া থানার দুর্গাপুর ইউনিয়নের সাছার গ্রামের বাসিন্দা। তার সঙ্গে থাকা বাসের সুপারভাইজার ও সহকারী পালিয়ে গেছেন।
বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন জানান, রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় গুরত্বর আহত হওয়া ওই বৃদ্ধাকে হাসপাতালে আনার পথে তিনি মারা যান। পরে পরিবারের লোকজন এসে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।
ঘটনাটি নিশ্চিত করে জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল সরকার বলেন, ‘বারইয়ারহাটে বাসের ধাক্কায় এক বৃদ্ধা নিহতের ঘটনা ঘটেছে। বাস ও বাসের চালক পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।’
মন্তব্য করুন