নরসিংদীর শিবপুরে বিস্কুট দেওয়ার কথা বলে ডেকে নিয়ে পাঁচ বছর বয়সের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ ওঠেছে। এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলা হয়েছে।
শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বুধবার (২৩ আগস্ট) রাতে রিফাত মোল্লা (১৮) এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে এই মামলা করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত রিফাত পলাতক রয়েছেন। রিফাত মোল্লা উপজেলার যোশর ইউনিয়নের মোজাম্মেল মোল্লার ছেলে।
অভিযোগের বিবরণী থেকে জানা যায়, রিফাতের বাড়ি আর শিশুটির নানার বাড়ীর পাশাপাশি হওয়ায় তাদের বাড়িতে যাতায়ত ছিল সেই শিশুর। গতকাল বিকল পাঁচটার দিকে শিশুটিকে একা পেয়ে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে ঘরের ভিতরে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করে রিফাত। এ সময় শিশুটি কান্নাকাটি শুনে শিশুর নানী ও মামী ডাকাডাকি করলে দরজা খুলতে বললে সে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়।
পরে আশপাশের লোকজন শিশুকে উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে থেকে নরসিংদী সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে ওই শিশু সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় রাতে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে রিফাতকে আসামি করে থানায় মামলা করেন।
শিবপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মামুনুর রশিদ বলেন, ঘটনার পর থেকে আসামি গা ঢাকা দিয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মন্তব্য করুন