বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩৩
সিলেট ব্যুরো
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিন মামলায় আসামি ১৮০০

সিলেট কোতোয়ালি মডেল থানা। ছবি : সংগৃহীত
সিলেট কোতোয়ালি মডেল থানা। ছবি : সংগৃহীত

সিলেটে ফিলিস্তিনের পক্ষে মিছিল থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৩টি মামলা হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কোতোয়ালি মডেল থানায় সর্বশেষ মামলাটি করেন বাটার আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাসিম বিল্লাহ।

এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৮০০-৯০০ জনকে। এ নিয়ে কোতোয়ালি থানায় তিন মামলায় মোট আসামির সংখ্যা দাঁড়াল প্রায় ১৮০০ জনে। এসব মামলায় ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, গাজায় ইজরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে গত সোমবার সকাল থেকে বিক্ষোভে নামেন সিলেটের মানুষ। দুপুরের দিকে নগরীর মীরবক্সটুলা, জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা ও আম্বরখানাসহ বিভিন্ন এলাকায় রেস্টুরেন্ট, সুপারশপ, আবাসিক হোটেল, জুতার শো রুম, ডিপার্টমেন্টাল স্টোরসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ইজরায়েলি পণ্য থাকার অভিযোগে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এতে প্রায় শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ সময় হোটেল রয়েল মার্ক, কেএফসি, ডোমিনোজ পিজ্জা, পিজ্জাহাট, বাটা জুতার চারটি শো রুম, ইউনিমার্ট সুপারশপ, আলপাইন রেস্টুরেন্টসহ ১৩টি প্রতিষ্ঠানে ব্যাপক লুটপাট চালানো হয়।

ফেসবুকে বাটা থেকে লুট করা জুতা বিক্রির বিজ্ঞাপন দেন অনেকেই। পুলিশ ঘটনার পরপরই তৎপর হয়ে উঠে। ফেসবুকে জুতা বিক্রির বিজ্ঞাপন, বিভিন্ন গণমাধ্যমের ভিডিও ও ছবি দেখে শনাক্ত করে ২৩ জনকে গ্রেপ্তারে সক্ষম হয়। ঘটনার পরদিন মঙ্গলবার মীরবক্সটুলার হোটেল রয়েল মার্কের ম্যানেজার অপারেশন্স আবদুল মতিন সরকার বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি মামলা করেন। এতে তিনি অভিযোগ করেন, তার হোটেলের ক্যাশ থেকে ১ লাখ ৮০ হাজার টাকাসহ কম্পিউটার ও অন্যান্য মূল্যবান কাগজপত্র লুট করা হয় এবং হোটেলের নিচতলা ভাঙচুর করে প্রায় ২০-২৫ লাখ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা।

এরপর বুধবার বিকেলে ক্ষতিগ্রস্ত ডোমিনোজ পিজ্জার এক্সিকিউটিভ আল-আমিন বাদি হয়ে ৭০০-৮০০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করেন। এতে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখ করেন প্রায় ৭৭ লাখ টাকা। ওই রাতেই বাটার আঞ্চলিক ব্যবস্থাপক মোস্তাসিম বিল্লাহ বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় তৃতীয় মামলাটি করেন। ওই মামলায় অজ্ঞাত আসামির সংখ্যা ৮০০-৯০০। বাটার ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ কোটি ১৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক কালবেলাকে বলেন, গাজায় ইজরায়েলি হামলার প্রতিবাদে সিলেটের সর্বস্তরের নাগরিক বিক্ষোভ সমাবেশে সমবেত হয়। এই সুযোগে কিছু দুষ্কৃতকারী কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ইজরায়েলি তকমা দিয়ে হামলা ও লুটপাট চালায়। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ তৎপর হয়ে ওঠে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কড়া পাহারা এবং নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ, তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন ফুটেজ দেখে বহু অপরাধী শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে এবং লুট করা মালামাল উদ্ধারে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। কোতোয়ালি থানায় এ পর্যন্ত ৩টি মামলা হয়েছে। তিন মামলায় আসামির সংখ্যা ১৭০০ থেকে ১৮০০ জন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজ্যতেলে পুষ্টিমান নিশ্চিত করতে হবে

পে-কমিশনের প্রস্তাবে কোন গ্রেডে বেতন কত?

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

শাহজালাল মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

১০

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

১১

তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

১২

‘আইনশৃঙ্খলা উন্নয়নে মব নিয়ন্ত্রণ জরুরি’

১৩

আইসিসির ২৪ ঘণ্টার আলটিমেটাম, রাতেই বিসিবি-উপদেষ্টার বৈঠক 

১৪

গ্রিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনা জানালেন ট্রাম্প

১৫

সিলেটকে কাঁদিয়ে ফাইনালে রাজশাহী

১৬

তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের বৈঠক

১৭

‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ / সিলেটি দামানের আগমনে উৎসবের আমেজ

১৮

নবম স্কেলে সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তানের জন্য যে সুবিধা

১৯

ডিআরইউ নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

২০
X