থানচি (বান্দরবান)প্রতিনিধি
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নদীতে ফুল ভাসিয়ে পাহাড়ে বর্ষবরণ শুরু

ফুল বিজুর মধ্য দিয়ে থানচিতে বৈসাবি উৎসব শুরু। ছবি : কালবেলা
ফুল বিজুর মধ্য দিয়ে থানচিতে বৈসাবি উৎসব শুরু। ছবি : কালবেলা

ফুল বিজুর মধ্য দিয়ে থানচিতে বৈসাবি উৎসব শুরু হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে পহেলা বৈশাখ এক নিয়মে পালন করলেও পাহাড়ে পালন করা হয় ভিন্নভাবে। চার দিনব্যাপী ব্যাপক উৎসবে পাহাড় তখন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে।

শনিবার (১২ এপ্রিল) ভোরে সূর্য ওঠার আগে থানচিতে সাঙ্গু নদীসহ আশপাশের বিভিন্ন খাল ও ছড়ায় গঙ্গাদেবীর উদ্দেশ্যে বাহারী রঙের ফুল দিয়ে প্রার্থনা করে বৈসাবি উৎসবের আনুষ্ঠানিকতা শুরু করে চাকমা সম্প্রদায়, যেটি ফুল বিজু নামেও পরিচিত। এর আগের সকাল থেকে পুরো এলাকাজুড়ে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রা করেন তারা।

এবারে উপজেলাজুড়ে ভরত পাড়া, রায়মোহন পাড়া, কমলাবাগান পাড়া, জ্ঞানলাল পাড়া ও ব্রহ্মদক্ত পাড়াসহ ৫টি গ্রামে তরুণ-তরুণীদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দিনটিকে উদযাপন করা হয়েছে।

চাকমা লোকরীতির বিশ্বাস, পুরাতন বছরের দুঃখ-গ্লানি ও পাপাচার থেকে মুক্তির জন্য গঙ্গা দেবতার উদ্দেশে ফুল ভাসিয়ে পুরাতন বছরকে বিদায় জানালে নতুন বছর সুখ-শান্তি ও সমৃদ্ধির বার্তা দেবে। তাই ফুল বিজুর দিন ভোর থেকে বাড়ির পাশের নদী ও খালে গিয়ে প্রার্থনারত হয়ে পুরাতন বছরকে বিদায় জানায় চাকমা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নর-নারী। তবে এখন ফুল বিজু শুধু চাকমা সম্প্রদায়ের অনুষ্ঠানে সীমাবদ্ধ নেই। মারমা, ত্রিপুরা ও স্থানীয় বাঙালিরাও অংশ নিচ্ছেন ফুলবিজুতে।

ফুল ভাসানো শেষে তরুণ-তরুণীরা মেতে ওঠেন আনন্দ উৎসবে। নদীতে স্নান শেষে বাড়ি গিয়ে বয়োজ্যেষ্ঠদের প্রণাম করে ছোটরা। ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন ও সাজসজ্জা শেষে প্রস্তুতি চলে অতিথি অ্যাপায়নের। চাকমা পল্লীগুলোতে চলছে বিভিন্ন গ্রামীণ খেলাধুলাও। কিন্তু এবারে সম্পূর্ণ ব্যতিক্রমভাবে পালন করেছেন তারা দিনটিকে। নিজ নিজ গ্রামে ছাড়াও আনুষ্ঠানিকতাভাবে পালন করেছেন দিনটিকে।

চাকমা সমাজের যুবনেতা রনিজ চাকমা, কিরন জ্যোতি চাকমাসহ অনেকে বলেন, গত বছরে আমরা উৎসবটি গ্রাম পর্যায়ে করেছি, তবে এবারে বড় আকারে করতে যাচ্ছি। এ বছরে আবারও নতুনরূপে আনন্দ রূপ নিয়েছে। আগামী বছরে উৎসবটি উপজেলাজুড়ে আরও বিশাল আকারে আয়োজন করার চিন্তাভাবনা আছে। পুরোনো সব গ্লানি মুছে দিতে গঙ্গা মায়ের উদ্দেশ্যে আমরা ফুল ভাসিয়ে উৎসবটি পালন করে থাকি। আগামীকাল রোববার থেকে যে যার গ্রামে পালন করা হবে মূল বিঝু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানায় ককটেল নিক্ষেপ, ৩ পুলিশ আহত

বাংলাদেশ-ভারত ম্যাচের আগে মধ্যরাতে হামজার পোস্ট

‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট, ঢাবির ডেপুটি রেজিস্ট্রারকে থানায় সোপর্দ

ইতালিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় ভুক্তভোগীদের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’: জাতিসংঘ

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিশ্চিত যে ৩২ দলের

‘হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেদিন কার্যকর হবে, সেদিন আমি আনন্দিত হবো’

সাবেক এমপি হারুনের বক্তব্যের প্রতিবাদ জাতীয় হিন্দু মহাজোটের

সড়ক অবরোধের অভিযোগে দুই ছাত্রলীগ নেতা আটক

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

১০

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

১১

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

১২

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

১৩

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

১৪

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

১৬

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

১৭

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

১৮

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

১৯

প্রত্যর্পণ চুক্তিতে আছে যত ফাঁকফোকর

২০
X