কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শোভাযাত্রায় ডিসি-এসপির সঙ্গে মামলার আসামি আ.লীগ নেতা

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে অংশ নিয়েছেন হত্যাচেষ্টা মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেম (লাল দাগ চিহ্নিত)। ছবি : সংগৃহীত
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে অংশ নিয়েছেন হত্যাচেষ্টা মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেম (লাল দাগ চিহ্নিত)। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় বর্ষবরণের শোভাযাত্রায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে অংশ নিয়েছেন হত্যাচেষ্টা মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেম। শোভাযাত্রায় ব্যানার ধরে সামনের সারিতে দেখা গেছে তাকে। এতে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। সামনের সারিতে ব্যানার ধরে অবস্থান নেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সামনের সারিতে তাদেরই পাশে দাঁড়িয়ে শোভাযাত্রায় অংশ নেন কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক মোকাররম হোসেন মোয়াজ্জেম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয় জেলাজুড়ে। গ্রেপ্তারের দাবি ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের থেকে। প্রশাসনকে দায়ী করে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে বলেও জানান তারা।

জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়া সদর প্রতিনিধি সাজেদুর রহমান বিপুল বলেন, জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা অংশ নিয়েছিলেন শুনেছি। এ সংক্রান্ত ছবিও দেখেছি। বিষয়টি খুবই দুঃখজনক। মনে হচ্ছে প্রশাসনের কর্মকর্তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। অবিলম্বে আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেমকে গ্রেপ্তারের দাবি জানাই।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বী বলেন, কুষ্টিয়া প্রশাসন যে আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে তারই বহিঃপ্রকাশ জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতার অংশগ্রহণ।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার আসামির অংশগ্রহণের বিষয়টি দুঃখজনক। আমি মনে করি স্থানীয় প্রশাসন আরও দায়িত্বশীলতার পরিচয় দেবে।

আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেম বলেন, আমার বিরুদ্ধে একটি মামলা ছিল। ওই মামলায় আমি জামিনে আছি।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের দাবি, মোকাররম হোসেন মোয়াজ্জেমের অংশগ্রহণের বিষয়টি তার জানা নেই।

উল্লেখ্য, মোকাররম হোসেন মোয়াজ্জেম ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তামজিন হোসেন জনি নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৪২ নম্বর আসামি। মামলার প্রধান আসামি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি

অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরের সংস্কার নিয়ে যা জানা গেল

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের মৃত্যুদণ্ড

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ শিশু তামিমের

নির্বাচন উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা

চানখাঁরপুলে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা, জেনে নিন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বিস্ফোরণ

ক্রাচে ভর দিয়ে পার্টিতে হৃতিক, কী হয়েছে নায়কের পায়ে

গাজার রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল, তবে...

১০

ভয় দেখিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে : আমান

১১

ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১২

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ৫০ নেতাকর্মী

১৩

‘রাজাসাব’ ফ্লপ হতেই প্রভাস ভক্তদের রোষানলে নির্মাতা

১৪

গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে হামলা ও আগুন

১৫

যে কারণে পিছিয়ে গেল তারেক রহমানের রাজশাহী সফর

১৬

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার : অর্থসচিব

১৭

প্রধান উপদেষ্টা / গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল

১৮

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

১৯

দেশ ছাড়েননি বুলবুল, তিনি এখন মিরপুরে

২০
X