কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শোভাযাত্রায় ডিসি-এসপির সঙ্গে মামলার আসামি আ.লীগ নেতা

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে অংশ নিয়েছেন হত্যাচেষ্টা মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেম (লাল দাগ চিহ্নিত)। ছবি : সংগৃহীত
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে অংশ নিয়েছেন হত্যাচেষ্টা মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেম (লাল দাগ চিহ্নিত)। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় বর্ষবরণের শোভাযাত্রায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে অংশ নিয়েছেন হত্যাচেষ্টা মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেম। শোভাযাত্রায় ব্যানার ধরে সামনের সারিতে দেখা গেছে তাকে। এতে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। সামনের সারিতে ব্যানার ধরে অবস্থান নেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সামনের সারিতে তাদেরই পাশে দাঁড়িয়ে শোভাযাত্রায় অংশ নেন কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক মোকাররম হোসেন মোয়াজ্জেম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয় জেলাজুড়ে। গ্রেপ্তারের দাবি ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের থেকে। প্রশাসনকে দায়ী করে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে বলেও জানান তারা।

জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়া সদর প্রতিনিধি সাজেদুর রহমান বিপুল বলেন, জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা অংশ নিয়েছিলেন শুনেছি। এ সংক্রান্ত ছবিও দেখেছি। বিষয়টি খুবই দুঃখজনক। মনে হচ্ছে প্রশাসনের কর্মকর্তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। অবিলম্বে আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেমকে গ্রেপ্তারের দাবি জানাই।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বী বলেন, কুষ্টিয়া প্রশাসন যে আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে তারই বহিঃপ্রকাশ জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতার অংশগ্রহণ।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার আসামির অংশগ্রহণের বিষয়টি দুঃখজনক। আমি মনে করি স্থানীয় প্রশাসন আরও দায়িত্বশীলতার পরিচয় দেবে।

আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেম বলেন, আমার বিরুদ্ধে একটি মামলা ছিল। ওই মামলায় আমি জামিনে আছি।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের দাবি, মোকাররম হোসেন মোয়াজ্জেমের অংশগ্রহণের বিষয়টি তার জানা নেই।

উল্লেখ্য, মোকাররম হোসেন মোয়াজ্জেম ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তামজিন হোসেন জনি নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৪২ নম্বর আসামি। মামলার প্রধান আসামি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব পুরুষ দিবস

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

একটানে জালে উঠল ২০০ মণ ইলিশ

এত বড় তারকা হয়েও হামজার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই : পাপ্পু

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন যেভাবে

বিএনপিসহ ৬টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠক চলছে

নিউইয়র্কে ফ্ল্যাট, হীরাখচিত মুকুট ও ব্যক্তিগত বিমান, মিথিলা কি পাবেন সেই স্বপ্নের চাবি?

বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

গাজীপুরে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

ডিআরইউ ক্রিকেটে কালবেলার বিশাল জয়, ম্যান অব দ্যা ম্যাচ শেখ হারুন

১০

মেজর জলিল ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম রাজবন্দি : রাশেদ প্রধান

১১

মডেল-অভিনেত্রী জিনা লিমার রহস্যময় মৃত্যু

১২

খাসোগি হত্যার বিষয়ে কিছুই জানতেন না সৌদি যুবরাজ : ট্রাম্প

১৩

তারেক রহমানকে নিয়ে ‘সংকট সংগ্রামে সাফল্য’ শীর্ষক তথ্যচিত্র মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার

১৪

তারেক রহমানের জন্মদিনে ছাত্রদলের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণের নির্দেশ

১৫

নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন : প্রধান উপদেষ্টা

১৬

‘আশুলিয়ায় ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেন ওসি সায়েদ ও এএসআই বিশ্বজিৎ’

১৭

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনতে গ্রামীণফোন ও বিএসসিএলের চুক্তি

১৮

গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১৯

বিপিএল: বিশ্বকাপজয়ী মারকুটে ব্যাটারকে দলে ভেড়ানোর ইঙ্গিত ঢাকার

২০
X