কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শোভাযাত্রায় ডিসি-এসপির সঙ্গে মামলার আসামি আ.লীগ নেতা

জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে অংশ নিয়েছেন হত্যাচেষ্টা মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেম (লাল দাগ চিহ্নিত)। ছবি : সংগৃহীত
জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে অংশ নিয়েছেন হত্যাচেষ্টা মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেম (লাল দাগ চিহ্নিত)। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ায় বর্ষবরণের শোভাযাত্রায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে অংশ নিয়েছেন হত্যাচেষ্টা মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেম। শোভাযাত্রায় ব্যানার ধরে সামনের সারিতে দেখা গেছে তাকে। এতে জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়। সামনের সারিতে ব্যানার ধরে অবস্থান নেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমানসহ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সামনের সারিতে তাদেরই পাশে দাঁড়িয়ে শোভাযাত্রায় অংশ নেন কুষ্টিয়া পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের পরিচালক মোকাররম হোসেন মোয়াজ্জেম।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয় জেলাজুড়ে। গ্রেপ্তারের দাবি ওঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের থেকে। প্রশাসনকে দায়ী করে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে বলেও জানান তারা।

জাতীয় নাগরিক কমিটি কুষ্টিয়া সদর প্রতিনিধি সাজেদুর রহমান বিপুল বলেন, জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা অংশ নিয়েছিলেন শুনেছি। এ সংক্রান্ত ছবিও দেখেছি। বিষয়টি খুবই দুঃখজনক। মনে হচ্ছে প্রশাসনের কর্মকর্তারা আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন। অবিলম্বে আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেমকে গ্রেপ্তারের দাবি জানাই।

কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বী বলেন, কুষ্টিয়া প্রশাসন যে আওয়ামী লীগকে পুনর্বাসনে কাজ করছে তারই বহিঃপ্রকাশ জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভযাত্রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলার আসামি ও আওয়ামী লীগ নেতার অংশগ্রহণ।

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, জেলা প্রশাসনের আনন্দ শোভাযাত্রায় ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার আসামির অংশগ্রহণের বিষয়টি দুঃখজনক। আমি মনে করি স্থানীয় প্রশাসন আরও দায়িত্বশীলতার পরিচয় দেবে।

আওয়ামী লীগ নেতা মোকাররম হোসেন মোয়াজ্জেম বলেন, আমার বিরুদ্ধে একটি মামলা ছিল। ওই মামলায় আমি জামিনে আছি।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের দাবি, মোকাররম হোসেন মোয়াজ্জেমের অংশগ্রহণের বিষয়টি তার জানা নেই।

উল্লেখ্য, মোকাররম হোসেন মোয়াজ্জেম ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তামজিন হোসেন জনি নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ৪২ নম্বর আসামি। মামলার প্রধান আসামি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুস্তাফিজের আইপিএল না খেলা নিয়ে মিকি আর্থারের প্রতিক্রিয়া

রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

ধূমপানের ক্ষতি পুষিয়ে তুলতে সাহায্য করে যে ৫ খাবার

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া 

কলা খাওয়ার সঠিক সময় কখন? জেনে নিন

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন তামিম

খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয় : রহমাতুল্লাহ

পেয়ারা খোসাসহ খাওয়া ভালো নাকি খোসা ছাড়িয়ে, যা বলছেন পুষ্টিবিদ

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ কাজ

১০

গরম পানিতে অজু করলে কি সওয়াব কমে যায়? যা বলছে ইসলাম

১১

ফিরছেন মির্জাপুরের মুন্না ত্রিপাঠি

১২

খেলার অনুষ্ঠানে টাকা দেওয়ায় জামায়াতের প্রার্থীকে শোকজ

১৩

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ছে আরেক দেশ

১৪

মুন্সীগঞ্জ থেকে শুটার ইয়াসিন গ্রেপ্তার

১৫

২৪ ঘণ্টার মধ্যে মুছাব্বিরের খুনিদের গ্রেপ্তার না করলে কঠোর কর্মসূচি : স্বেচ্ছাসেবক দল

১৬

ইতিহাস থেকে জামায়াতকে শিক্ষা নেওয়া উচিত : হুম্মাম কাদের 

১৭

নবম পে-স্কেল নিয়ে কমিশনের ৩ প্রস্তাব, সর্বনিম্ন বেতন যত

১৮

হাই তোলার সময় যা করতে বলেছেন নবীজি (সা.)

১৯

ক্রিকেটারদের ভারতে যাওয়া নিয়ে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

২০
X