নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৫৪ এএম
অনলাইন সংস্করণ

সংঘবদ্ধ ধর্ষণ মামলা তুলে নিতে যুবদল নেতার হুমকি

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংঘবদ্ধ ধর্ষণ মামলা তুলে নিতে ভুক্তভোগী ও তার ছেলেকে খুন করে লাশ গুমের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী উপজেলা যুবদলের সদস্যসচিব আবু কাউছার আহমেদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে আবু কাউছার আহমেদের দাবি, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতা রবি চেয়ারম্যান এ ষড়যন্ত্র করছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ এপ্রিল বিধবা ওই নারী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে মুসা মিয়া, কামাল মিয়া ও হৃদয় মিয়া তাকে ধর্ষণ করে। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে মুসা মিয়া, কামাল মিয়া ও হৃদয় মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে নবীনগর থানাকে তদন্তের নির্দেশ দেন।

ভুক্তভোগীর অভিযোগ, মামলা দায়েরের পর থেকেই মূল অভিযুক্তরা এবং নবীনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আবু কাউছার আহমেদ আমাকে ও ছেলেকে মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দিচ্ছেন। এমনকি আমাদের খুন করে লাশ গুম করার হুমকিও দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রাণের ভয়ে আমি বর্তমানে বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছি। এ হুমকির ঘটনায় গত ১৪ এপ্রিল রাতে আবু কাউছার আহমেদের বিরুদ্ধে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

হুমকির অভিযোগ প্রসঙ্গে নবীনগর উপজেলা যুবদলের সদস্যসচিব আবু কাউছার আহমেদ বলেন, আমার বিরুদ্ধে খুন করে লাশ গুম করার হুমকির যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। এটি রাজনৈতিক প্রতিহিংসা। বাঙ্গরা বাজারের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল আউয়াল রবি আমাকে হেয়প্রতিপন্ন করার জন্য তার আশ্রিত ভুক্তভোগী নারীকে ব্যবহার করে আমার বিরুদ্ধে এসব রটাচ্ছে।

তিনি আরও বলেন, ধর্ষণে অভিযুক্ত মুসা মিয়া, কামাল মিয়া বা হৃদয় মিয়া এদের কারো সঙ্গেই আমার ব্যক্তিগত বা রাজনৈতিক কোনো সম্পর্ক নেই।

সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম অভিযুক্ত মুসা মিয়া তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। ওই নারী আমাকে হয়রানি করার জন্যই এ অভিযোগ করেছে।

নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, সংঘবদ্ধ ধর্ষণ এবং হুমকির অভিযোগ দুটি বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। আদালত কর্তৃক নির্দেশিত সংঘবদ্ধ ধর্ষণ মামলার তদন্ত এবং হুমকির বিষয়ে করা লিখিত অভিযোগের তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সাক্ষাৎ

এমি অ্যাওয়ার্ডস ২০২৫ / যাদের হাতে উঠল টেলিভিশনের সর্বোচ্চ মর্যাদার পুরস্কার

কাতারে ইসরায়েলি হামলা নিয়ে প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প 

স্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচার, বাধ্যতামূলক অবসরে ডিআইজি

রাকসু হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৯ জন জয়ী

হংকংকে হারিয়ে সুপার ফোরে চোখ শ্রীলঙ্কার

বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার পরিস্থিতি কী

গোয়ালন্দে ওসির পর এবার ইউএনও বদলি

ব্যারিস্টার হতে চান নুসরাত ফারিয়া

নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল হলেন সবিতা ভাণ্ডারি 

১০

দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে

১১

ম্রুণাল ঠাকুরের আবেগঘন বার্তা 

১২

হাত মেলাতে এসেছিল পাকিস্তান দল, মুখের ওপর দরজা বন্ধ করেন বুমরাহরা

১৩

ভারতের কাছে পাত্তা না পাওয়া পাকিস্তানকে ধুয়ে দিলেন শোয়েব আখতার

১৪

ভূমি মন্ত্রণালয়ে চাকরি

১৫

ভারতীয়কে গলা কেটে হত্যা, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের 

১৬

খুলনায় হোটেল কক্ষে মিলল যুবকের মরদেহ

১৭

কুড়াল দিয়ে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

১৮

জরাজীর্ণ এই দোকানে ৪ পুরুষের ‘বরিশাল দধি ঘর’

১৯

ইনজুরিতে সাকিব, করাতে হবে অস্ত্রোপচার

২০
X