শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

আক্তারুলের দুটি কিডনিই নষ্ট, প্রতিস্থাপনে প্রয়োজন অর্থ

মো. আক্তারুল ইসলাম। ছবি : সংগৃহীত
মো. আক্তারুল ইসলাম। ছবি : সংগৃহীত

দুইটি কিডনি নষ্ট হয়ে যাওয়ায় মৃত্যুর সঙ্গে লড়ছেন ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের মিয়াকুন্ডু গ্রামের আহমেদ মোল্যার ছেলে আক্তারুল ইসলামের (২৩)। কিডনি নষ্ট হয়ে যাওয়ায় সপ্তাহে ২ দিন ডায়ালাইসিস করাতে হচ্ছে।

ডায়ালাইসিস না করা গেলে অসুস্থতা বেড়ে গিয়ে হাত-পা ফুলে হাঁটা-চলা বন্ধ হয়ে যায়। গত ৪ বছর ধরে ডায়ালাইসিস করাতে গিয়ে তার বাবার সব জমি বিক্রি করে নিঃস্ব হয়ে পড়েছেন। পরিবারে উপার্জন অক্ষম বৃদ্ধ বাবা ও দিনমজুর ভাইয়ের সংসারে এখন আর মিলছে না অর্থ। এখন মানুষের সহায়তায় চিকিৎসা করাতে হয়। বর্তমানে খুবই দুর্দশার মধ্যে দিন পার করছেন আক্তারুল। ২০২০ সালে এই কিডনি রোগে আক্রান্ত হন তিনি। ২০২৪ সালে ঝিনাইদহ কেসি কলেজ থেকে আক্তারুল ইসলাম পদার্থ বিজ্ঞান বিভাগে স্নাতক শেষ করেছেন। শারিরীক অসুস্থতা ও অর্থের অভাবে স্নাতকোত্তর ভর্তি হতে পারেননি তিনি।

তার ৪ বছরের ছোট্ট একটা ফুটফুটে মেয়ে রয়েছে। আক্তারুলের স্ত্রী তার একটি কিডনি স্বামীকে দান করার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যুর প্রহর গুনছেন তিনি। ফলে চিকিৎসার জন্য সাহায্যের আকুতি জানিয়েছেন আক্তারুল ও তার পরিবার।

আক্তারুল ইসলাম জানান, পৈতৃক সম্পত্তি বিক্রির পর অন্যদের সহযোগিতা ও ঋণ করে চিকিৎসা চালাচ্ছেন। তার স্ত্রী নিজের একটি কিডনি দান করতে চেয়েছেন। তার স্ত্রীর সঙ্গে কিডনি ম্যাচ করেছে।

তিনি আরও জানান, গত ৫ মাস ধরে স্ত্রীর সঙ্গে কিডনি ‘ম্যাচ’ সংক্রান্ত বিভিন্ন টেস্ট সম্পন্ন করেছেন ও আইনগত প্রস্তুতিও নেওয়া হয়েছে। তবে কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় অর্থ ব্যয়ের সামর্থ্য না থাকায় সবকিছু অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সমাজের মানবিক বোধ সম্পন্ন বিত্তশালী ও সহানুভূতিশীল মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে পাশে না দাঁড়ালে কোনো কিছুই সম্ভব হবে না।

আক্তারুল বলেন, প্রয়োজনীয় অর্থ জোগাড় হলে আমার অপারেশন করবেন শ্যামলী সিকেডি হাসপাতালের চিকিৎসক ডা. কামরুল ইসলাম। বাংলাদেশে সবচেয়ে বেশি কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন তিনি। সমাজের সবাই মিলে আর্থিকভাবে সহযোগিতা করলে নতুন করে জীবন ফিরে পাবো আমি।

ফুরসন্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদার বলেন, ব্যক্তিভাবে আক্তারুল ইসলামকে চিনি। সে দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে সহযোগিতা করা হয়েছে। তবে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

সাহায্য পাঠানোর মাধ্যম- মো. আক্তারুল ইসলাম (নিজে), বিকাশ, নগদ, রকেট (০১৯৮০৫৮৭৩২৬-পার্সোনাল), ব্যাংক অ্যাকাউন্ট, ইসলামী ব্যাংক- অ/প-২০৫০১৭৫০২০৪১০৯২১৭.

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদি হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

হাদির মৃত্যুর ঘটনায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ওসমান হাদির মৃত্যুতে নাহিদ ইসলামের আবেগঘন প্রতিক্রিয়া

প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা-ভাঙচুর

ওসমান হাদিকে ‘বাংলার বীর’ হিসেবে স্বীকৃতির দাবি

হাদির মৃত্যুতে এনসিপির শোক

আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম

ওসমান হাদি কখন মারা যান, জানালেন ডা. আহাদ

রাতে নিরাপত্তার স্বার্থে ওসমান হাদির পরিবারকে কথা না বলার নির্দেশ

ওসমান হাদির মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

১০

ওসমান হাদির মরদেহ দেশে ফিরবে যখন

১১

ওসমান হাদির সন্তান ও পরিবারের দায়িত্ব নেবে সরকার : প্রধান উপদেষ্টা

১২

ওসমান হাদির মৃত্যুতে তারেক রহমানের প্রতিক্রিয়া

১৩

হাদির মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গভীর শোক

১৪

হাদির মৃত্যুতে যে ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা

১৫

ওসমান হাদির মৃত্যুতে ভিপি সাদিক কায়েমের প্রতিক্রিয়া

১৬

শুক্রবার সারাদেশে বাদ জুমা বিশেষ দোয়া ও কফিন মিছিল

১৭

ভোট নিয়ে টকশোতে পাল্টাপাল্টি ধাওয়া, চেয়ার ভাঙচুর

১৮

‘হাদির খুনিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে’

১৯

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের আনন্দ র‍্যালি

২০
X