পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১০:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘বুড়িমারী এক্সপ্রেস’ চালুর দাবিতে রেলপথ অবরোধ

‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধ করে আলোচনা সভা করে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ। ছবি : কালবেলা
‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবিতে রেলপথ অবরোধ করে আলোচনা সভা করে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ। ছবি : কালবেলা

লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে আন্তঃনগর ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবিতে পাঁচ দিন ধরে টানা রেলপথ অবরোধ করেন এ অঞ্চলের যাত্রীরা। তবে সাময়িক সময়ের জন্য অবরোধ স্থগিত করলেও দাবিতে অনঢ় তারা।

সম্প্রতি রেলওয়ে বিভাগ লালমনিরহাট-বুড়িমারী রুটে চলাচলকারী চার জোড়া যাত্রীবাহী ট্রেন বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের মানুষ।

স্থানীয়রা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এ সমস্যার সমাধান না হলে আগামী সোমবার থেকে রেলপথ ও সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি দেওয়া হবে।

গত বছরের আগস্ট মাস থেকে বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি আন্তঃনগর ট্রেনটি চালুর দাবিতে স্থানীয় রাজনৈতিক কর্মী ও এলাকাবাসী সাত থেকে আটবার বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। সে সময় লালমনিরহাট রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় বিভাগ ও রাজশাহী রেলওয়ে পশ্চিমাঞ্চলীয় সদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্তত পাঁচবার দিন-তারিখ উল্লেখ করে ট্রেনটি চালুর প্রতিশ্রুতি দিলেও পরবর্তী সময়ে অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে আবারও অবরোধের পথে নামেন স্থানীয়রা।

গত ২১ এপ্রিল থেকে অবরোধের ফলে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে চলাচলকারী চারটি ট্রেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে লালমনিরহাট রেলওয়ে বিভাগ। বন্ধ হওয়া ট্রেনগুলো হলো বুড়িমারী থেকে প্রতিদিন সকাল ৬টায় ছেড়ে যাওয়া পার্বতীপুরগামী লোকাল ট্রেন, বেলা ১১টায় পার্বতীপুর থেকে বুড়িমারী আসা ‘বুড়িমারী কমিউটার’, বিকেল ৪টায় বগুড়ার সান্তাহার থেকে আসা আন্তঃনগর ‘করতোয়া এক্সপ্রেস’ এবং সন্ধ্যা ৬টায় বিরল থেকে ‘বিরল কমিউটার’ কানেক্টিং বুড়িমারী এক্সপ্রেসের শাটল ট্রেন।

পাটগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার নুর আলম কালবেলাকে জানান, অবরোধের কারণে পাঁচ দিন ধরে চারটি ট্রেনের চলাচল বন্ধ রয়েছে। আন্তঃনগর ট্রেনের সরাসরি চলাচল নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।

এ বিষয়ে রেলওয়ে বিভাগের রাজশাহী ও লালমনিরহাটের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে পাটগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে আলোচনা সভা করে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ।

পরিষদের আহ্বায়ক এটিজে সিদ্দিকী কাকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ প্রধান, আমিনুল হক, শিক্ষক প্রতিনিধি ওয়ালিউর রহমান সোহেল, কলেজ শিক্ষক শওকত হায়াত প্রধান বাবু, সমাজকর্মী জাহাঙ্গীর কবির শামীম, পাটগ্রাম বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি আলীনূর লাইজু, পাটগ্রাম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি আব্দুল আকবার বিন আফসার ও পৌর মহিলা দলের আহ্বায়ক সিদরাতুল মুনতাহা মিতু প্রমুখ।

প্রসঙ্গত, গত বছরের ১২ মার্চ আন্তঃনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি উদ্বোধনের দিনে সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে মাত্র একদিনের জন্য যাত্রা করেছিল। ট্রেনটি চালুর জন্য গত এক যুগে অন্তত ১০ বার প্রতিশ্রুতি দেওয়া হয়।

বর্তমানে ট্রেনটি লালমনিরহাট থেকে ঢাকা রুটে চলাচল করছে। ফলে বুড়িমারী থেকে এ ট্রেনের যাত্রীদের একটি শাটল ট্রেনের মাধ্যমে লালমনিরহাট যেতে হয়, যা জেলার চার উপজেলার যাত্রীদের সময় নষ্ট ও হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপসারণের দাবিতে সড়ক অবরোধ, ভয়ে পালালেন স্বাস্থ্য কর্মকর্তা

সিভাসুতে তিন কর্মকর্তার পদাবনতি

দেশের শত্রুরাই পিআর নির্বাচনের বিরোধিতা করতে পারে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা, দুটিতে লড়বেন ফয়জুল করীম

দুই সন্তানসহ গৃহবধূকে গলা কেটে হত্যা, দেবর নিখোঁজ

ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউশনের গর্বিত মুখ বাংলাদেশের নাসিম

বরিশালে এনসিপির পদযাত্র‍ায় ২০ সহস্রাধিক জনতার জমায়াতের প্রস্তুতি

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নতুন করে লেখালেন স্টার্ক

মালয়েশিয়ায় প্রবেশের সময় ৯৬ বাংলাদেশি আটক

চেয়ারে শহীদদের স্বজনেরা, মেঝেতে বসেন ৫ উপদেষ্টা

১০

শ্যামলীতে ছিনতাইকারীদের একজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

১১

নারীদের বীরত্বপূর্ণ অবদানে জুলাই উইমেন্স ডে উদযাপন

১২

এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

১৩

মাকে জীবনের জন্য হুমকি দাবি, বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে 

১৪

চরমোনাইর দরবারে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

১৫

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল 

১৬

বাড়ির পেছনে পড়ে ছিল শিশুর বস্তাবন্দি মরদেহ

১৭

আশুলিয়া কলেজ প্রশাসনের ভুলে বিপাকে ১৮৬ এইচএসসি পরীক্ষার্থী

১৮

উপদেষ্টা শারমিন মুরশিদ পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত : হেফাজতে ইসলাম

১৯

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না : মোস্তফা জামান

২০
X