শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৪৭ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় শক্তি প্রদর্শনে কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, আটক ৩

কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার রানীর দিঘীর পাড়ে কিশোর গ্যাংয়ের অস্ত্র হাতে মহড়া। ছবি : সংগৃহীত
কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকার রানীর দিঘীর পাড়ে কিশোর গ্যাংয়ের অস্ত্র হাতে মহড়া। ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীতে ছুটির দিনে প্রকাশ্যে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে কিশোর গ্যাং সদস্যরা। এতে শহরজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নগরীর রানীর দিঘির পাড়, তালপুকুরপাড় ও আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের সদস্যরা মহড়া দেয়। এ সময় সড়কের দুপাশে সাধারণ মানুষ আতঙ্কিত ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজাবাদ কলোনির (বস্তি) রতন ও সাইফুল তাদের নেতা। তারা দুজনই বখাটে। শহরজুড়ে বস্তিবাসী বখাটেদের নিয়েই তারা কিশোর গ্যাং গড়ে তুলেছে। চুরি ছিনতাই তাদের নিত্যদিনের কাজ। সবাই কমবেশি নেশাগ্রস্ত। এসব কিশোররা এখনও স্থানীয় রাজনৈতিক শক্ত শেলটার পায়নি। পাত্তা পেতে শেল্টারের খোঁজেই তারা এমন মহড়া দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঘটনার পরপরই অভিযান শুরু করেছে পুলিশ। শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় কেন্দ্র ছিল। কান্দিরপাড় এলাকা পার হয়ে রানীর দিঘির দক্ষিণপাড়ে এক থেকে দেড়শ কিশোরকে দেশীয় অস্ত্র হাতে ছোটাছুটি করতে দেখা যায়। তাদের সামনে অন্তত ১৫-২০টি মোটরসাইকেল বিকট আওয়াজ তুলে সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভিক্টোরিয়া কলেজের বাইরে রানীর দিঘিরপাড়ে বিভিন্ন জেলা থেকে সন্তানদের নিয়ে পরীক্ষা দিতে আসা অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়েন।

রানীর দিঘির পাড়ের বাসিন্দা টিপু জানান, এমন আলামত এর আগে তারা দেখেনি। কিশোররা শুধু মহড়া দিয়েছে। কাউকে ধাওয়া বা মারামারি করেনি। তবে হঠাৎ কেন এমন করলো তা তিনি জানেন না বলে জানান।

নগরীর তালপুকুরপাড় এলাকার বাসিন্দারা জানান, বিকেলে এক থেকে দেড়শ কিশোর ছেনি, রামদা ও চাপাতি হাতে এলাকায় আসে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে গোটা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। তারা সড়ক প্রদক্ষিণ করে চলে যায়।

বিকেল সাড়ে ৪টার দিকে আদালতপাড়া এলাকায় কিশোর গ্যাং তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দেয়। এ সময় সড়কে চলাচলরত যানবাহনের চালকরা ভয়ে সড়কের পাশে অবস্থান নেয়।

নগরীতে কুড়িটির মতো কিশোর গ্যাংয়ের সন্ধান আগ থেকেই রয়েছে। আধিপত্য বজায় রাখতে প্রায়ই শক্তির মহড়া দেয় তারা। নিজেদের মধ্যে মারামারিও করে। এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের বেশির ভাগ নিম্ন আয়ের পরিবারের সন্তান। অভিভাবকদের শাসন না মেনে বখাটে হয়ে তারা কিশোর গ্যাং গড়ে তুলে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধে জড়িয়ে পড়ছে। এরা মাদক কেনাবেচার সঙ্গেও জড়িত। ভারতীয় পণ্য চোরাচালানের বহনকারীও।

এরা আগে আওয়ামী লীগের মেয়র বাহার কন্যা তাহসিন বাহার সূচীর স্বামী রনির নেতৃত্বে ছিল কিশোর গ্যাং। বর্তমানে কেউ এখনও তাদের প্রশ্রয় না দেওয়ায় তারা এমন শক্তিমত্তা প্রদর্শন করছে বলে ধারণা রাজনৈতিক নেতাদের। মাঝে মাঝে পুলিশের অভিযানে ধরা পড়লেও জামিনে বেরিয়ে এসে তারা আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এদের বিবাদে নগরে বেশ কয়েকটি হত্যাকাণ্ডেরও ঘটনা ঘটেছে।

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের মহড়ার খবর পেয়ে পুলিশ অভিযানে নেমেছে। দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে। অভিযান চলছে। পরে আরও বিস্তারিত জানানো যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১০

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১১

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১২

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৩

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৪

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৫

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৬

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৭

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৮

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৯

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

২০
X