দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ০৮:১৮ এএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তের আগুনে কৃষকের ২০০ মণ ধান পুড়ে ছাই

পুড়ে যাওয়া ধানের পাশে নির্বাক দুই ভাই। ছবি : কালবেলা
পুড়ে যাওয়া ধানের পাশে নির্বাক দুই ভাই। ছবি : কালবেলা

সুনামগঞ্জের দিরাইয়ে ঘরে তোলার জন্য কেটে রাখা কৃষকের ৪ একর জমির ধান দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার রনভূমি গ্রামের পাশে বরাম হাওরের লাউয়ের বন্দ নামক স্থানে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল হান্নান রনভূমি গ্রামের বাসিন্দা। জানা গেছে, কৃষক আব্দুল হান্নানের নিজের চাষাবাদের জমি নেই। তাই জমির ধানের একটি অংশ মালিককে দেয়ার বার্ষিক চুক্তিতে ৪ একর বোরো জমিতে আবাদ করেছিলেন। ধান পাকলে শ্রমিক নিয়ে কেটে বরাম হাওরের লাউয়ের বন্দ এলাকার একটি পতিত জায়গার ওপরে ধান মাড়াইয়ের অপেক্ষায় স্তূপ করে রাখা হয়।

ভুক্তভোগী কৃষকের ছেলে ফজল উদ্দিন ও ছাদ উদ্দিন জানান, ৪-৫ দিন আগে ৪ একর জমির কাটা ধান মাড়াই করার জন্য স্তূপ করে রেখেছিলেন। ৪-৫ দিন ধরে নিয়মিত সারারাত দুই ভাই পাহারায় থাকতেন। শুক্রবার দিবাগত গভীর রাতে রনভূমি গ্রামের আলিফ উদ্দিন, আশিক মিয়া, ছত্তার, পাবেল, রুবেলসহ ১৫-২০ জন ধারালো অস্ত্রের মুখে দুই ভাইকে জিম্মি করে হাত-পা বেঁধে পেট্রোল দিয়ে ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয়। সকালে একদল কৃষি শ্রমিক হাওরে কাজে গিয়ে ঘটনা দেখে ফজল উদ্দিন ও ছাদ উদ্দিনের বাঁধন খুলে দেন। গ্রামের লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করেন। তবে এরই মধ্যে প্রায় ২০০ মণ ধান পুড়ে ছাই হয় বলে দাবি করেন তারা।

পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে জানান ভুক্তভোগী ফজল উদ্দিন ও ছাদ উদ্দিন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযোগের বিষয়ে আশিক মিয়া বলেন, নিজেদের জমিতে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা নিয়ে তাদের সঙ্গে আমাদের বিরোধ ছিল। কিছুদিন আগে হামলা চালিয়ে আগ্নেয়াস্ত্র দিয়ে আমাদের কয়েকজন লোককে গুলিবিদ্ধ করে আহত করেছে। এ ঘটনায় আব্দুল হান্নানের ছেলে তমিজ উদ্দিনসহ দুইজন জেলহাজতে ও কয়েকজন আসামি পলাতক রয়েছে।

তিনি আরও বলেন, ধান পোড়ানোর ঘটনার সঙ্গে আমাদের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে আমরা কিছুই জানি না। ফাঁসানোর উদ্দেশ্যে পরিকল্পিতাবে নিজেরাই এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবি করেন।

এদিকে ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (দিরাই সার্কেল) মো. শরিফুল হক ও ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি বলেন, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ও ‘সি’ ইউনিটের আসনবিন্যাস প্রকাশ

বিএনপির প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের মিডিয়া ম্যানেজার হলেন আম্মার অসীম

খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন কামনায় শীতবস্ত্র বিতরণ

গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতেই থাকবেন তারেক রহমান

পরিবার নিয়ে পূর্বাচলের অভ্যর্থনা পরিদর্শনে নজরুল ইসলাম আজাদ

নিজের নামে যুদ্ধজাহাজ তৈরির ঘোষণা ট্রাম্পের

মুগ্ধতায় শেহতাজ

ঘুষ প্রদানে শীর্ষে নোয়াখালী জেলার মানুষ : বিবিএস

চট্টগ্রাম-৩ আসনে মনোনয়ন নিলেন বিএনপি নেতা মিল্টন ভুঁইয়া

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ : আনু মোহাম্মদ

১০

বাংলাদেশে ফ্যাসিবাদকে আর ফিরতে দেওয়া হবে না : মঞ্জু

১১

ওসমান হাদিকে নিয়ে বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন নিলুফার মনি

১২

ক্রাউন সিমেন্টে পিএলসির নগদ লভ্যাংশ অনুমোদন

১৩

নরসিংদী-৩ আসনে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেলেন মনজুর এলাহী

১৪

তারেক রহমানের সফরসঙ্গী যারা

১৫

গোবিপ্রবিসাসের নেতৃত্বে রাসেল-নাঈম

১৬

ওসমান হাদি হত্যায় মোটরসাইকেল চালকের সহযোগী গ্রেপ্তার

১৭

সড়কে ঝরল অন্তঃসত্ত্বা নারীসহ ২ জনের প্রাণ

১৮

কম ঘুমে শরীরের বড় ক্ষতি হতে পারে, জানালেন বিশেষজ্ঞ

১৯

এসিআই মোটরসে প্রোডাক্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

২০
X