গোপালগঞ্জে রাতে হঠাৎ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৫৬ সেকেন্ডের ঝটিকা মিছিল হয়েছে। মিছিলে নেতৃত্ব দেন সদর উপজেলা ছাত্রলীগ শাখার সাবেক সহ-সভাপতি এস এম মাহমুদ হাসান।
বুধবার (৩০ এপ্রিল) রাতে শহরের কালীবাড়ী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চৌরঙ্গী গিয়ে শেষ হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে হঠাৎ ১০/১২ জনের একটি দল শহরের কালীবাড়ী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চৌরঙ্গী গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানান, শহরের কালিবাড়ী থেকে চৌরঙ্গী গিয়ে ৫৬ সেকেন্ডের মিছিল দিয়ে সটকে পড়ে তারা। তাদের ধরতে পুলিশে অভিযান চলছে।
এ বিষয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান কালবেলাকে জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১০/১২ জনের একটি দল রাতে ৫৬ সেকেন্ড মিছিল করে সটকে পড়ে। তাদের ধরতে পুলিশের ৪টিম কাজ করছে।
মন্তব্য করুন