ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৩:৫২ পিএম
আপডেট : ০১ মে ২০২৫, ০৪:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্রনাথের সেই বিরল প্রজাতির ‘উদয়পদ্ম’ ফুটেছে টাঙ্গাইলে

হিমচাঁপা। ছবি : কালবেলা
হিমচাঁপা। ছবি : কালবেলা

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেই ফুলের নাম দিয়েছিলেন উদয়পদ্ম, এবার সেই বিরল প্রজাতির উদয়পদ্মের দেখা মিলেছে টাঙ্গাইলে। টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার নওয়াব শাহী জামে মসজিদের উত্তর পাশে সম্প্রতি ফুটেছে এই উদয়পদ্ম। বাংলায় এই ফুলের আরেক নাম হিমচাঁপা। বৈজ্ঞানিক নাম ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা।

উদয়পদ্ম সাদা ডিম আকৃতির একটি ফুল। এ গাছের পাতা অনেকটা কাঁঠাল পাতার মতো। ফুলটির মাঝের অনেকগুলো পুংকেশর আর ডিম্বাশয় ঘিরে আছে কয়েকটি পাপড়ি। তাই এই ব্যূহ ভেদ করে সহজে পরাগের কাছে ভিড়তে পারে না পোকামাকড়। এ ছাড়া এই উদয়পদ্ম দেখতে যেমন সুন্দর তেমনি সুঘ্রাণ ছড়ায় চারপাশ।

কীভাবে এই বিরল প্রজাতির ফুলটি ধনবাড়ি নওয়াব শাহি জামে মসজিদে এলো বা চারা কবে রোপণ করা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে নওয়াব শাহি জামে মসজিদের পেশ ইমাম ইদ্রিস হোসাইন বলেন, আমি যোগদানে আগে থেকেই গাছটি এখানে ছিল। গাছটি কবে, কখন রোপণ করা হয়েছে সে বিষয়ে আমার জানা নেই, তবে গাছটির বয়স আনুমানিক প্রায় ১০০ বছরের উপরে হবে।

বাংলাদেশে ২০১২ সালের বণ্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-৪ অনুযায়ী উদয়পদ্মের এই প্রজাতিটি সংরক্ষিত। উদয়পদ্ম বা হিমচাঁপা খুব ধীরে বর্ধনশীল একটি গাছ। আর এর বিবর্তন প্রক্রিয়া থেকে ধারণা করা হয় এটি একটি আদিম উদ্ভিদ। ওয়াশিংটনভিত্তিক বৃক্ষ ও বাগানবিষয়ক অনলাইন কেয়াহেইস এস্টেটের তথ্য অনুযায়ী, বিবর্তনের ইতিহাস অনুসারে সবচেয়ে প্রাচীন উদ্ভিদগুলোর একটি ম্যাগনোলিয়া। জীবাশ্ম নমুনা থেকে দেখা যায়, প্রায় একশ মিলিয়ন বছর আগে ইউরোপ, উত্তর আমেরিকা ও এশিয়ায় এ উদ্ভিদ ছিল।

এই গাছগুলোর সর্বোচ্চ উচ্চতা হয় ১৮ থেকে ৩০ মিটার। এটি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের জাতীয় ফুল। উদয়পদ্ম গ্রীষ্ম ও উপগ্রীষ্মমণ্ডলীয় এশিয়া, মেক্সিকো, পশ্চিম ভারতীয় দীপপুঞ্জ এবং মালয়েশিয়াতেও পাওয়া যায়। এটি মাঝারি আকারের একটি সপুষ্পক বৃক্ষ। ফুলের রঙ, সুগন্ধি এবং ধীরে বৃদ্ধির কারণে এই গাছটি নগরের ল্যান্ডস্কেপিং সজ্জার জন্য খুবই উপযোগী।

উদয়পদ্ম সম্পর্কে কয়েকটি সূত্রে আরও জানা গেছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই উদয়পদ্মের নাম দেওয়ার পাশাপাশি তিনি তার কাব্যগ্রন্থে ম্যাগনোলিয়া বা উদয়পদ্মের কথাও অনেকবার উল্লেখ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ওভারের নাটকীয়তায় ১ রানের রুদ্ধশ্বাস জয় পেল বাংলাদেশ

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

আজ মহাষষ্ঠী, চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি

ছয় ভেন্যুতে মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশে এসেছিলেন ওয়াংচুক, ভারতীয় পুলিশের চাঞ্চল্যকর দাবি

২৮ সেপ্টেম্বর : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

আমেরিকা থেকে আরও গম কেনার চুক্তি করছে বাংলাদেশ : খাদ্য উপদেষ্টা

অনৈতিক প্রস্তাবে যে কারণে রাজি হয়েছিলেন সাইফ

নাতনির বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে প্রাণ গেল দাদির

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১০

দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় শামিল হতে প্রবাসীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার

১১

আরএফএল গ্রুপে চাকরির সুযোগ, রয়েছে নানা সুবিধা

১২

ব্যাটারিচালিত রিকশা নিয়ে দ্বন্দ্ব, থমথমে সিলেট নগরী

১৩

হজের খরচ কমছে, প্যাকেজ ঘোষণা আজ

১৪

সমাবেশে প্রাণহানির ঘটনায় থালাপতি বিজয়ের প্রতিক্রিয়া

১৫

আজ থেকে নির্বাচনী সংলাপ শুরু

১৬

২৮ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

নির্বাচন প্রলম্বিত করলে স্বৈরাচার ফেরার রাস্তা তৈরি হবে : ডা. জাহিদ 

১৮

রাজধানীতে আজ কোথায় কী

১৯

২৮ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

২০
X