কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৭:৪৩ পিএম
আপডেট : ০১ মে ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ওয়ার্ড সম্মেলনে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ১০

কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষ বাধে। ছবি : কালবেলা
কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপির সম্মেলনে দু’পক্ষের সংঘর্ষ বাধে। ছবি : কালবেলা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নে ৬টি ওয়ার্ড বিএনপির সম্মেলনে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ মে) ইউনিয়নের কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও মড়হ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এদিন ৪, ৫ ও ৬নং ওয়ার্ড সম্মেলন কান্দিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সম্মেলন মড়হ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন চলাকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

আহতদের মধ্যে মামুনুর রশিদ (৪৮), মো. সেলিম (৩৭), ফজলে রাব্বি (১৮) ও হুমায়ুন কবির বাবলুকে (৪০) মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সংঘর্ষের ঘটনায় ৪, ৫, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে সম্মেলন স্থগিত করা হয়েছে। অপরদিকে ৬নং ওয়ার্ডে সভাপতি পদে আজাদ হোসেন ও সাধারণ সম্পাদক পদে ইয়াছিন আলী নির্বাচিত হয়েছেন।

ঘটনায় আহত বিএনপি নেতারা বলেন, উৎসমুখর পরিবেশে সম্মেলন চলাকালে ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আবুল খায়েরের নেতৃত্বে হামলা চালানো হয়। আমরা আবুল খায়েরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করার দাবি জানাচ্ছি।

উপজেলা বিএনপি নেতা ও সম্মেলনের সমন্বয় টিমের সদস্য ইউসুফ ভূঁইয়া বলেন, আমাদের নেতা তারেক রহমানের সর্বত্র গণতন্ত্র ও ভোটের সংস্কৃতি পুনরুদ্ধারে দলীয় সম্মেলনের নির্দেশনা দিয়েছেন। নির্দেশ অনুযায়ী লক্ষণপুর ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে হামলার ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আগামী দিনে এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম শওকত হোসেন শিহাব, যুগ্ম-আহ্বায়ক মাসুদুল আলম বাচ্চুসহ বিএনপির নেতারা।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে কালবেলাকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মন্ত্রণালয়ের ৩ সচিবকে বদলি

নতুন ধর্ম সচিব কামাল উদ্দিন

খুলনায় শিশু হত্যায় জড়িত ফয়সালের বাড়িতে অগ্নিসংযোগ

শিশু মিমের চিকিৎসার দায়িত্ব নিলেন শিমুল বিশ্বাস

পুয়ের্তো রিকো ম্যাচের আগে দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দাবিতে ঢাকার ডিসিকে জামায়াতসহ ৭ দলের স্মারকলিপি

ট্রুডোর সঙ্গে প্রমোদতরীতে ঘনিষ্ঠ কেটি পেরি

রাবিতে ফারুক হত্যা মামলার সব আসামি বেকসুর খালাস

সড়ক দুর্ঘটনায় আহত বাবাকে বাঁচাতে চান হাবিপ্রবির সালমা

রাতের অন্ধকারে ভোট চাই না : সিইসি

১০

খাওয়ার পর বসে থাকার অভ্যাস ধূমপানের মতোই বিপজ্জনক

১১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লাইভ চলাকালে ফেসবুক পেজে সাইবার হামলা

১২

পাকিস্তানের ৫৮ সেনা নিহত, দাবি আফগানিস্তানের

১৩

‘পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদের বিচারের ক্ষমতা রয়েছে ট্রাইব্যুনালের’

১৪

দু-তিন দিন ধরে ফ্ল্যাট বন্ধ, পুলিশ এসে উদ্ধার করল পাঁচটি মৃতদেহ

১৫

‘বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে সেফ এক্সিট দরকার’

১৬

২০২৭ বিশ্বকাপ সরাসরি খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

১৭

আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ ব্যবহার করছে না তো!

১৮

আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

১৯

বাড়িভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কর্মসূচি দিলেন শিক্ষকরা

২০
X