দিনাজপুরের বিরল সীমান্তে পতাকা বৈঠকের পর দুই বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিনিময়ে ভারতীয় দুই নাগরিককে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২ মে) রাত ৮টার পর বিজিবি-বিএসএফর কমান্ডার পর্যায়ের বৈঠকে বিষয়টি মীমাংসা করা হয়। এ সময় দুই দেশের নাগরিকদের হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশি দুই নাগরিক হলেন মো. এনামুল হক ও তার ছেলে মো. মাসুদ। হস্তান্তরের পর তাদের বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়।
অন্যদিকে ভারতীয় দুই নাগরিক হলেন অভিনাথ টুডু ও ফিলিপ সরেন। পতাকা বৈঠকের পর বিএসএফ তাদের সীমান্তে দুজনকে নিয়ে যায়।
এর আগে শুক্রবার দুপুরে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের কারুলিয়াপাড়া সীমান্তে দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার জেরে ভারতীয় দুই নাগরিককে আটক করে গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সীমান্ত এলাকায় ধানমাড়াইয়ের কাজ করছিলেন স্থানীয় কৃষক এনামুল হোসেন ও তার ছেলে মাসুদ। এ সময় ৩২০ নম্বর মেইন পিলারের কাছাকাছি থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।
এর প্রতিবাদে নো ম্যানস ল্যান্ডে অবস্থানরত অভিনাথ টুডু ও ফিলিপ সরেন নামের দুই ভারতীয়কে আটক করে বিক্ষুব্ধ গ্রামবাসী। পরে তাদের বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম বলেছেন, বাংলাদেশি দুই নাগরিককে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে দুই ভারতীয় নাগরিককে ধরে নিয়ে আসে গ্রামবাসী।
এর আগে চলতি বছরের ২৪ জানুয়ারি এই উপজেলার সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি এক কিশোরকে ধরে নেওয়ার প্রতিবাদে এক ভারতীয় কৃষককে ধরে আনে বিরলবাসী।
মন্তব্য করুন