চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মাওলানা রইস হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

চট্টগ্রামে মাওলানা রইস হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের। ছবি : কালবেলা
চট্টগ্রামে মাওলানা রইস হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের। ছবি : কালবেলা

সুন্নি আলেম মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত। অবরোধকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে মুরাদপুর এলাকায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ।

সোমবার (০৫ মে) সকালে কর্মসূচির অংশ হিসেবে নগরীর মুরাদপুর, অক্সিজেন মোড়, সল্টগোলা ক্রসিংসহ বিভিন্ন স্থানে সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক অবরোধ করার ঘণ্টাখানেক পর সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে অবরোধকারীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেন। অবরোধকারীরা সরতে না চাইলে পুলিশের সঙ্গে বাদানুবাদ হয়। পরবর্তীতে পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ছুড়ে অবরোধকারী ব্যক্তিদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনীর একটি দল। এ সময় ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ। অবরোধকারী ব্যক্তিরা সরে যাওয়ার পর সড়কে যান চলাচল শুরু হয়।

আহলে সুন্নাত ওয়াল জামা’আতে মিডিয়া সেলের প্রধান ফরিদুল ইসলাম অভিযোগ করেন, পুলিশের সঙ্গে কিছু লাঠিয়াল বাহিনী ছিল। তারাই অতি উৎসাহী হয়ে আগে হামলা করেছে। আহলে সুন্নাত ওয়াল জামা’আতের পক্ষ থেকে আগে হামলা করা হয়নি।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি ঘটনাস্থলে উপস্থিত থাকা নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান।

নগরের মুরাদপুর এলাকায় সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সড়ক অবরোধ শুরু হয়। আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। এতে সিডিএ অ্যাভিনিউ এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সড়ক অবরোধের কারণে নগরীর বিভিন্ন স্থানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া যাত্রীরা।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার একটি মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে শিশু বলাৎকারের অভিযোগে গাছে বেঁধে মারধর করে একদল লোক। পরে সকাল ১০টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ভোরেই কারাগারে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে চট্টগ্রামে টানা কর্মসূচি দিয়ে আসছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় চট্টগ্রামকে রোল মডেল বানাতে চান মেয়র 

‘এই ২০০০ টাকা দিয়ে কাফনের কাপড় কিনে দিও মা’

৪০ মণের ‘সান্ডা’ কিনলে ‘পান্ডা’ ফ্রি

তারুণ্যের সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সজিবের যোগদান 

রংপুরের সাবেক মেয়র মোস্তফাকে গ্রেপ্তারে আলটিমেটাম

অস্ত্রের মুখে ট্রাকসহ ১৭ গরু নিয়ে গেল ডাকাতরা

দলের প্রতি অন্ধ হয়ে নিজেকে বন্ধক দিবেন না : সারজিস

স্বাস্থ্য পরামর্শ / জরায়ুমুখের ক্যান্সার: একটি নীরব ঘাতক

মিরপুরে বাসায় ঢুকে দম্পতিকে কুপিয়ে হত্যা

লিটনদের কাঁপানো হাসান আলীর মায়ের ব্যাগ ছিনতাই

১০

ট্রাকের সঙ্গে সংঘর্ষ, মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

১১

হার দিয়ে পাকিস্তান সিরিজ শুরু বাংলাদেশের

১২

ঢাবিতে ‘বাংলা সাহিত্যে ফারসির প্রভাব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

১৩

শিশু ধর্ষণে প্রতিবেশীর যাবজ্জীবন কারাদণ্ড

১৪

নির্বাচনকে সংস্কারের মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার : নয়ন

১৫

সেনা অভিযানে সন্ত্রাসী লিটন গ্রেপ্তার 

১৬

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না : বিমান বাহিনী প্রধান

১৭

মর্গে রাখা লাশের দুই চোখ ‘খেয়ে ফেলেছে ইঁদুর’

১৮

সামরিক উপস্থিতি নিয়ে মার্কিন প্রতিবেদন ‘নাকচ’ করল চীন

১৯

জবির সংগীত বিভাগের নতুন চেয়ারম্যান ড. অণিমা রায়

২০
X