চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

মাওলানা রইস হত্যার বিচার দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ

চট্টগ্রামে মাওলানা রইস হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের। ছবি : কালবেলা
চট্টগ্রামে মাওলানা রইস হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের। ছবি : কালবেলা

সুন্নি আলেম মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত। অবরোধকারীদের সরাতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে মুরাদপুর এলাকায় সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ।

সোমবার (০৫ মে) সকালে কর্মসূচির অংশ হিসেবে নগরীর মুরাদপুর, অক্সিজেন মোড়, সল্টগোলা ক্রসিংসহ বিভিন্ন স্থানে সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক অবরোধ করার ঘণ্টাখানেক পর সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে অবরোধকারীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেন। অবরোধকারীরা সরতে না চাইলে পুলিশের সঙ্গে বাদানুবাদ হয়। পরবর্তীতে পুলিশকে লক্ষ্য করে অবরোধকারীরা ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এ সময় পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারগ্যাস ছুড়ে অবরোধকারী ব্যক্তিদের ছত্রভঙ্গ করে দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় সেনাবাহিনীর একটি দল। এ সময় ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ। অবরোধকারী ব্যক্তিরা সরে যাওয়ার পর সড়কে যান চলাচল শুরু হয়।

আহলে সুন্নাত ওয়াল জামা’আতে মিডিয়া সেলের প্রধান ফরিদুল ইসলাম অভিযোগ করেন, পুলিশের সঙ্গে কিছু লাঠিয়াল বাহিনী ছিল। তারাই অতি উৎসাহী হয়ে আগে হামলা করেছে। আহলে সুন্নাত ওয়াল জামা’আতের পক্ষ থেকে আগে হামলা করা হয়নি।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি ঘটনাস্থলে উপস্থিত থাকা নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান।

নগরের মুরাদপুর এলাকায় সোমবার সকাল সাড়ে নয়টার দিকে সড়ক অবরোধ শুরু হয়। আহলে সুন্নাত ওয়াল জামা’আতের নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন। এতে সিডিএ অ্যাভিনিউ এবং এর সঙ্গে যুক্ত বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে সড়ক অবরোধের কারণে নগরীর বিভিন্ন স্থানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বের হওয়া যাত্রীরা।

প্রসঙ্গত, গত ২৭ এপ্রিল গাজীপুর সিটি করপোরেশনের হায়দারাবাদ এলাকার একটি মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে শিশু বলাৎকারের অভিযোগে গাছে বেঁধে মারধর করে একদল লোক। পরে সকাল ১০টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরদিন ভোরেই কারাগারে তিনি মারা যান। এ ঘটনার পর থেকে চট্টগ্রামে টানা কর্মসূচি দিয়ে আসছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লবণ নাকি চিনি ,কোনটি হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে?

হল ত্যাগের নির্দেশ, ঢাবিশিক্ষার্থীদের প্রতি তাসনিম জুমার যে অনুরোধ

ভূমিকম্প আতঙ্কে হল ছেড়ে খোলা আকাশের নিচে অবস্থান ইডেন শিক্ষার্থীদের

৭ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকা আলিয়া মাদ্রাসায় সংঘর্ষ, আহত অনেক

ক্যাম্প ন্যুতে বার্সার রাজকীয় প্রত্যাবর্তন

জনগণকে নিয়ে এলাকার কল্যাণে কাজ করব : রবিন 

দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ৭৬ ক্লাবকে নিয়ে কোয়াবের চা-চক্রের আয়োজন

ভূমিকম্প আতঙ্কে ঢাবি ভিসির বাসভবনের সামনে শুয়ে পড়েছেন শিক্ষার্থীরা

এবার নিজেদের মাঠে নাস্তানাবুদ লিভারপুল

১০

ভূমিকম্পে নিহতদের সম্পর্কে যা বলেছেন নবীজি (সা.)

১১

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোরআন বিতরণ 

১২

ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিন বন্ধ ঘোষণা, হল ত্যাগের নির্দেশ

১৩

সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৬ শ্রমিক দগ্ধ

১৪

বাংলাদেশ সমাজকর্ম শিক্ষক সমিতির আত্মপ্রকাশ 

১৫

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন ও ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্য চুক্তি

১৬

ভূমিকম্পে নিহত রাফিকে শেষ দেখা দেখলেন মুর্মূষু মা

১৭

নরসিংদীতে ফের ভূমিকম্প, বাড়ছে আতঙ্ক

১৮

বাংলাদেশ গড়তে তারেক রহমানের বিকল্প নেই : দুলু

১৯

এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা, ৩২ ভবনে এখনো মানুষের বাস

২০
X