চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালি সমুদ্র উপকূলের কেওড়া বাগান থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
সোমবার (০৫ মে) গভীর রাতে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত নির্মল দাশ (৪৮) সোনাইছড়ি ইউনিয়নের রজন্দ্র দাশের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নির্মল দাশ প্রায় সময় শরীরে জ্বালাপোড়া করার কারণে সাগরে গোসল করতে যায়। কিন্তু সে গত বৃহস্পতিবার (১ মে) সমুদ্রে গোসল করতে গিয়ে আর বাড়িতে ফিরেনি। পরে অনেক খোঁজাখুঁজি পরেও সন্ধান না পেয়ে রোববার থানায় একটি অভিযোগ দায়ের করে পরিবার। এরপর রাতে মুরাদপুর ইউনিয়নের সমুদ্র উপকূলে কয়েকজন জেলে গভীর রাতে কয়েকজন জেলে মাছ ধরতে গেলে কেওড়া বাগানে একটি লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ কল দেয়। পরে নৌপুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
এ বিষয়ে কুমিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ওয়ালি উদ্দিন বলেন, স্থানীয়রা কেওড়া বাগানে একটি লাশ দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবায় ফোন করেন। পরে লাশ উদ্ধার করে তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, কী কারণে মারা গেছে এই বিষয়টি এখনই বলতে পারছি না। ময়নাতদন্তের পরে বিষয়টি বিস্তারিত জানা যাবে।
মন্তব্য করুন