সাভার প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৯:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পরিবারের বাধায় স্থগিত জুলাই শহীদ শ্রাবণের মরদেহ উত্তোলন

সংবাদ সম্মেলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। ছবি : কালবেলা

সাভারে আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ শিক্ষার্থী শ্রাবণ গাজীর মরদেহ উত্তোলনে বাধা দেয় তার পরিবার। ফলে মরদেহ উত্তোলন কার্যক্রম স্থগিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন সিআইডি টিম।

মঙ্গলবার (৬ মে) দুপুরে আদালতের নির্দেশে আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে সিআইডির একটি দল ময়নাতদন্তের জন্য সাভারের ডেইরি ফার্ম আবাসিক এলাকার কবরস্থান থেকে শহীদ শ্রাবণের মরদেহ উত্তোলনে যান।

কিন্তু খবর পেয়ে দ্রুত কবরস্থানে পৌঁছান শ্রাবণের স্বজনরা। তারা ধর্মীয় ও পারিবারিক অনুভূতির কথা জানিয়ে মরদেহ উত্তোলনে বাধা দেন। একপর্যায়ে সিআইডি ও ম্যাজিস্ট্রেটের দল মরদেহ উত্তোলন না করেই ফিরে যান।

ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার সাংবাদিকদের বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী সকল প্রস্তুতি নিয়ে আমরা এসেছিলাম। তবে শহীদের পরিবারের সদস্যরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তারা দীর্ঘদিন পর সন্তানের মরদেহ উত্তোলন করতে চান না। তাদের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে আমরা ফিরে গিয়েছি। আদালতকে এ বিষয়টি অবগত করা হবে।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলছেন, শহীদ শ্রাবণ গাজীর পরিবার যা করেছে তা একান্তই তাদের ব্যক্তিগত এবং ধর্মীয় সিদ্ধান্ত। অন্যদিকে, অনেকে মনে করছেন, ন্যায়বিচারের স্বার্থে তদন্ত প্রক্রিয়া চলা উচিত।

উল্লেখ্য, মো. শ্রাবণ গাজী (২০) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশুলিয়ার ডেইরি ফার্ম এলাকার মো. মান্নান গাজী ও শাহনাজ বেগম দম্পতির একমাত্র ছেলে। দুই ভাই-বোনের মধ্যে শ্রাবণ ছিল বড়। মালয়েশিয়ার টুঙ্কু আব্দুল রহমান ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন শ্রাবণ। তিনি গত ১৬ জুলাই দেশে আসেন।

ঘটনার দিন গত ৫ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসাবে ছাত্র-জনতার যেই পদযাত্রা শুরু হয়, সেই পদযাত্রার অগ্রভাগে ছিলেন শ্রাবণ। পদযাত্রাটি সাভারে পৌঁছানোর পর হঠাৎ একটি গুলি এসে শ্রাবণের মাথায় লাগলে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন। পরে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মান্নান গাজী বাদী হয়ে গত ২২ আগস্ট আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামপুরায় বাসে আগুন

যুবদলের পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

আসামি ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে হত্যা, যুবক গ্রেপ্তার

এবার ‘রাজসাক্ষী’ হয়ে আরেক পুলিশ সদস্যের জবানবন্দি

দুই ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৮ নেতাকর্মী কারাগারে

নবায়নযোগ্য জ্বালানির দাবিতে নৌবহর কর্মসূচি

সময় টিভির চেয়ারম্যান মোরশেদুল ইসলামের পদত্যাগ

ইতালি নেওয়ার লোভ দেখিয়ে লিবিয়ায় নিয়ে তিন বাংলাদেশিকে গুলি করে হত্যা

জানা গেল বিপিএল নিলামের নতুন তারিখ

রোজা শুরু হতে আর কত দিন বাকি? জেনে নিন

১০

ঝিনাইদহ আইনজীবী সমিতি / বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিএনপি-জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ

১১

আবারও বিপিএল নিলাম নিয়ে অনিশ্চয়তা

১২

মুক্তিযোদ্ধার মরদেহ নিয়ে দেড় ঘণ্টা অপেক্ষা, ক্ষুব্ধ পরিবার

১৩

ভিসা নিয়ে বাংলাদেশিদের সুখবর দিল ভারত

১৪

ইন্ডিয়ার কাছে প্রত্যাশা শেখ হাসিনাকে ফেরত দেবে : দুলু

১৫

পাকিস্তানি সেনাদের সঙ্গে ব্যাপক গোলাগুলি, নিহত ২৩

১৬

ঘুষ না দেওয়ায় প্রথম হয়েও চাকরিবঞ্চিত যুবকের মামলা, অতঃপর...

১৭

চা পানের এই ৭ ভুল ক্ষতি করছে আপনার পাকস্থলী ও লিভারের

১৮

খাদ্য নিরাপত্তা / কৃষি উৎপাদনে দেশি-বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ

১৯

দেশের বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম

২০
X