চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলস্টেশন এলাকায় তেলবাহী একটি ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর আমনুরা থেকে রহনপুর রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা পনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আমনুরা স্টেশন মাস্টার হাবিবুল হাসান।
ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনায় স্টেশনে আটকা পড়েছে রহনপুর ঈশ্বরদীগামী কমিউটার ট্রেন। তবে বাইপাস রেলপথ থাকায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
আমনুরা রেলস্টেশনের স্টেশন মাস্টার হাবিবুল হাসান কালবেলাকে জানান, ফার্নেস ওয়েল নিয়ে খুলনা থেকে ছেড়ে আসা ট্রেনটির ৫টি বগি সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে স্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। দুর্ঘটনার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে।
মন্তব্য করুন