বরগুনা প্রতিনিধি
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জামিনে এসে বাদীর ওপর হত্যা মামলার আসামির হামলা

আহত নান্টু হাওলাদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। ছবি : কালবেলা
আহত নান্টু হাওলাদারকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। ছবি : কালবেলা

বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়া এলাকায় তাজেম আলী হত্যা মামলার প্রধান আসামি জামিনে বেরিয়ে মামলা তুলে নিতে বাদীপক্ষকে হুমকি ও রাজি না হওয়ায় হামলা করেছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে পৌরশহরের সদর রোডের একটি ব্যাংকের নিচে এ হামলার ঘটনা ঘটে।

বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৮ সালে বাড়ির পাশে মসজিদে নামাজ শেষে বাড়িতে ফেরার পথে ভুক্তভোগী নান্টুর বাবা তাজেম আলীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। পরে এ ঘটনায় বরগুনা থানায় একটি হত্যা মামলা করে নিহত তাজেম আলীর স্ত্রী পিয়ারা বেগম। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন আছে।

অভিযোগ রয়েছে, প্রায় আট মাস হাইকোর্ট থেকে তাজেল আলী হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফোরকান জামিনে মুক্ত হয়ে নিহতের ছেলে নান্টুসহ তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে আসছিল। সর্বশেষ ২৫ এপ্রিল বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালান তিনি। এরপরে স্থানীয়দের পরামর্শে ২৯ এপ্রিল থানায় জিডি করেন নান্টু।

ভুক্তভোগী নান্টু হাওলাদার কালবেলাকে বলেন, আমাদের পরিবারের ওপর দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে যাচ্ছেন প্রধান আসামি ফোরকান হাওলাদার (৫০) ও তার স্ত্রী তাজিনুর বেগম।

প্রত্যক্ষদর্শী হাকিম হাওলাদার বলেন, আমরা খবর পাই ফোরকান ও তার স্ত্রী লোকজন নিয়ে নান্টুকে হত্যার উদ্দেশ্যে খুঁজছে। এরপর নান্টুকে পেয়ে মারধর শুরু করলে আমি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্ষা করে। তখন তারা প্রকাশ্যে হুমকি দিয়ে যায়, মামলা তুলে না নিলে নান্টুর পরিণতি ওর বাবার মতো হবে বলে জানায়।

অটোরিকশাচালক খোকন বলেন, আমরা চায়ের দোকানে চা খাওয়ার উদ্দেশ্যে গেলে হঠাৎ করে দেখি নান্টুর ওপরে হামলা চালাচ্ছে। এ সময় আমি বাধা দিলে আমার ওপরেও হামলা চালায় ফোরকান ও তার স্ত্রী। তাদের সঙ্গে আরও অনেক লোকজন ছিল।

বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও অভিযুক্ত ফোরকানের বিরুদ্ধে ভুক্তভোগী নান্টুকে হত্যার হুমকি-ধামকি দেওয়ায় আরও একটি সাধারণ ডায়েরি করা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিমসহ বিসিবির নির্বাচন থেকে আরও সরে দাঁড়ালেন যারা

মো. বিল্লাল হোসেনের প্রথম গ্রন্থ ‘শৈশবের দুঃস্বপ্ন’ প্রকাশিত

ভিন্নরূপে ঐশ্বরিয়া

এই ৩ ফলের রসে স্বাভাবিকভাবে বাড়বে সন্তানের উচ্চতা

হিন্দু সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকার আনোয়ারুজ্জামান আনোয়ারের

বরিশালের স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান বৌদ্ধ সম্প্রদায়ের

ডাকযোগে আবেদন করুন মেট্রোরেলে

ইলিশ চুরির অভিযোগে হাত-পা বেঁধে ২ শিশুকে নির্যাতন

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর বিএনপি : আমিনুল হক

১০

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

১১

শক্তিশালী বৃষ্টিবলয়ের প্রভাব কয়দিন থাকবে, জানা গেল

১২

সরকারি চাকরিজীবীরা কবে থেকে পে-স্কেল পাবেন, জানালেন অর্থ উপদেষ্টা

১৩

দুর্গম পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৮ জনকে উদ্ধার

১৪

জানালা খুলে ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

১৫

১৫ বছর ধরে আলাদা থাকছেন গোবিন্দ-সুনীতা

১৬

বাজেট পাসে ব্যর্থ সিনেট / যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

১৭

ঢাকাসহ ৮ জেলায় ভারী বৃষ্টির শঙ্কা

১৮

খাগড়াছড়ির সেই কিশোরীর ‘ধর্ষণের আলামত পাননি’ চিকিৎসক

১৯

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২০
X