ঢাকা থেকে চট্টগ্রামগামী মেইল ট্রেন টু-ডাউন থেকে পড়ে আজির নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট বান্নাঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজির জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া গ্রামের এ.কে.এম হামিদুল ইসলামের ছেলে।
নাঙ্গলকোট রেলস্টেশন মাস্টার মো. জামাল হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার সময় সংবাদ পাই বান্নাঘর এক যুবকের মরদেহ পড়ে আছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
লাকসাম রেলওয়ে (জিআরপি) থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, সকাল সাড়ে ৮টার দিকে জানতে পারি, ট্রেনের দরজা থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে লাকসাম জিআরপি থানায় রাখা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন