ফেনীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছেন জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়া দুর্জয় মিয়া নামে এক যুবক। শনিবার (১০ মে) ভোরে ফেনীতে একটি সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
নিহত দুর্জয় মিয়া (২২) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধুনগর গ্রামের ইসমাঈল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের ভৈরবের জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ছিলেন দুর্জয় মিয়া। চার ভাই ও এক বোনের মধ্যে দুর্জয় ছিলেন তৃতীয়। গত বছরের ১৯ জুলাই ভৈরবে আন্দোলনের সময় পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। অর্থাভাবে চিকিৎসা করতে পারেনি তার পরিবার।
আরও জানা গেছে, জীবিকার তাগিদে দুর্জয় পেশা হিসেবে ট্রাকচালকের সহকারী হিসেবে কাজে যোগ দেন। অবশেষে এ ট্রাকই কেড়ে নিল তার প্রাণ। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।
শ্রীনগর ইউপি চেয়ারম্যান মো.হারুন অর রশিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রণী সৈনিক ছিলেন দুর্জয়। জীবিকার তাগিদে ট্রাকের সহকারী হিসেবে কাজ করতেন। শনিবার ভোরে ফেনী এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। তার মৃত্যুতে পুরো এলাকার সকল মানুষ শোকে স্তব্ধ।
মন্তব্য করুন