আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর গরু ‘কোরবানি’ করে এলাকাবাসীকে বিরিয়ানি খাইয়েছেন নেত্রকোনার ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী।
রোববার (১১ মে) বিকেলে নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা গ্রামের নিজের প্রতিষ্ঠিত মাদ্রাসার প্রাঙ্গণে এ আয়োজন করেন তিনি।
রফিকুল ইসলাম মাদানী বলেন, আমরা জীবিত থাকব আর আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করবে, তা হতে পারে না। সরকার আওয়ামী লীগের বিচার করতে ও আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে জাতির কাছে দ্বায়বদ্ধ। এ কথা বলেই তিনি ক্ষমতায় বসেছেন। আর সরকার কী করবে না করবে সেটা পরের কথা, আমরা আওয়ামী লীগকে দাঁড়াতে দেব কিনা সেটাই কথা।
তিনি বলেন, পতিত স্বৈরাচার সরকার এ দেশের মজলুম মানুষের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়েছিল। আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছে। তাদের এ দেশে আর পুনর্বাসিত হওয়া সম্ভব নয়। আওয়ামী লীগ ও ফ্যাসিস্টদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত সম্পন্ন হওয়া উচিত। তারা দেশের স্বাধীনতা, ইসলাম ও মানুষের অধিকারকে হরণ করেছে।
মন্তব্য করুন