গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

পরিত্যক্ত প্লাস্টিকের বোতলে তৈরি পরিবেশবান্ধব বাড়ি

প্লাস্টিকের বোতল দিয়ে নির্মাণাধীন ‘বোতল বাড়ি’র সামনে মালিক আব্দুল হাকিম। ছবি : কালবেলা
প্লাস্টিকের বোতল দিয়ে নির্মাণাধীন ‘বোতল বাড়ি’র সামনে মালিক আব্দুল হাকিম। ছবি : কালবেলা

পরিত্যক্ত প্লাস্টিকের বোতল দিয়ে দৃষ্টিনন্দন পরিবেশবান্ধব বাড়ি নির্মাণ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালক আব্দুল হাকিম। গাইবান্ধার সুন্দরগঞ্জের ছাপরহাটি খানপাড়া প্রত্যন্ত গ্রামে নির্মাণকাজ চলছে বাড়িটির। ৩ কক্ষ বিশিষ্ট বাড়িটির ছাদ ঢালাইসহ কাজ কিছুটা বাকি রয়েছে। এরই মধ্যে এলাকায় তার এমন কাজ বেশ সাড়া ফেলেছে।

তার বাড়িটি পরিচিতি পেয়েছে ‘বোতল বাড়ি’ নামে। আশপাশের অনেক মানুষ প্রতিদিনই বাড়িটি দেখতে আসছে।

আব্দুল হাকিম জানান, পরিবেশ দূষণকারী প্লাস্টিকের বোতলে বালু ভর্তি করে পরিবেশবান্ধব এই বাড়ি তৈরি করা হচ্ছে। ইটের বদলে সারি সারি প্লাস্টিকের বোতলে সিমেন্টের গাঁথুনি দিয়ে নির্মাণ করা হচ্ছে বাড়ির দেয়াল। শখ করে এলাকাবাসী বাড়িটির নাম দিয়েছেন বোতল বাড়ি।

শুরুর দিকে বোতল দিয়ে বাড়ি নির্মাণের এমন পদ্ধতি দেখে অনেকে হাসি-তামাশা করেছেন। এখন বাড়িটি নিয়ে গর্ব করছেন এলাকাবাসী। বিভিন্ন সময় পরিত্যক্ত বোতল সংগ্ৰহ করে বস্তায় ভরে অটোতে করে এনে বাড়িতে মজুত করতেন। বাড়ি নির্মাণে এমন পরিত্যক্ত বোতল ব্যবহারের বিরোধিতা করেছিলেন অনেকে। তার পাশে থেকে সবসময় উৎসাহ জুগিয়েছেন সহধর্মিণী আঞ্জুমারা বেগম। এখন নির্মিত বাড়ি দেখে সবাই খুবই খুশি।

আব্দুল হাকিম বলেন, দীর্ঘদিনের ইচ্ছা ছিল ব্যতিক্রম কিছু করার। আমি ইউটিউব থেকে রংপুরের রাজমিস্ত্রি বাদশা মিয়ার বোতলের বাড়ি দেখেছি। ভাঙাড়ির দোকান থেকে পরিত্যক্ত বিভিন্ন বোতল সংগ্রহ করি। এরপর সিমেন্ট-বালু ম্যানেজ করে কাজ শুরু করি। প্রথমে অনেকে পাগল বলত, কিন্তু যখন বাড়ি নির্মাণ শুরু করলাম তখন সবাই বেশ খুশি। প্রতিনিয়ত বাড়িটি দেখার জন্য দূর-দূরান্ত থেকে অনেকে আসে।

তিনি বলেন, ভাইদের টাকা আছে, তারা ইট-সিমেন্ট দিয়ে বাড়ি তৈরি করে। আমার টাকা নেই তেমন, কিন্তু তাদের থেকে ব্যতিক্রমী বাড়ি করার লক্ষ্য স্থির করি। সে অনুযায়ী কাজও শুরু করি। এজন্য আমারও ভালো লাগে। বাড়িটির নির্মাণকাজ শেষ হলে দেখতে সুন্দর লাগবে, টেকসই ও মজবুত হবে। ইটের চেয়ে এই বাড়ি নির্মাণে ব্যয় কিছুটা হলেও কম হবে। এক মাসের মধ্যে তিন কক্ষের বাড়িটির নির্মাণকাজ শেষ হবে। আনন্দ নিয়ে ঘরের কাজ করছি।

আমির আলী নামে স্থানীয় একজন বলেন, আমাদের জেলার সাত উপজেলার মানুষসহ রংপুরের পীরগঞ্জ, মিঠাপুকুরের মানুষ দেখতে আসছেন। বেশকিছু ইউটিউবার, সাংবাদিকও ছবি তুলে, ভিডিও করে নিয়ে যাচ্ছেন। খানপাড়া এখন প্লাস্টিকের বোতল বাড়ি নামে চেনে মানুষ। তার এই কাজে আমরা অনেক খুশি।

রাজমিস্ত্রি বাদশা মিয়া বলেন, প্রথমে ইউটিউব দেখে লালমনিরহাটে আমার নিজের বোতলের বাড়ি নির্মাণ করি। পরে এখানে বোতলের বাড়ি নির্মাণ করার জন্য ডাকা হয়। আমি বাড়ির নির্মাণকাজ করছি। আশা করছি ইটের চেয়ে বোতলের বাড়ি মজবুত ও টেকসই হবে। আমি নিজেও বোতলের তৈরি বাড়িতে থাকি। বাড়ির সুবিধা হলো— ঠান্ডার দিন গরম দেবে, আর গরমের দিন ঘর শীতল রাখে।

উপজেলা প্রকৌশলী সিদ্দিকুর রহমান কালবেলাকে বলেন, শুনেছি পরিত্যক্ত বোতল দিয়ে বাড়ি তৈরি হচ্ছে। আমি এখনো সেটা পরিদর্শন করিনি। পরিদর্শন করে বলতে পারব, কতটা মজবুত, টেকসই ও পরিবেশবান্ধব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুষ নেওয়ার সংবাদ প্রকাশ / সাংবাদিককে গালি দিয়ে ভূমি কর্মকর্তা ফেসবুক পোস্ট

কুয়াশা নিয়ে যে তথ্য জানাল আবহাওয়া অফিস

নির্ধারিত সময়ের আগে অফিসে প্রবেশ, নারী কর্মীকে চাকরিচ্যুত করল কোম্পানি

শহীদ শিহাবের কবর জিয়ারতে জেলা এনসিপির নতুন কমিটির নেতারা

২-৪টা আসনের জন্য কারও সঙ্গে জোট করব না : নুর

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

বাংলাদেশে খালেদা জিয়ার বিকল্প কেউ নেই : কায়কোবাদ

গণতন্ত্র উত্তরণে খালেদা জিয়ার বেঁচে থাকা জরুরি : অমিত

চিকিৎসায় অবিশ্বাস্য সাফল্য, ৩ দিনেই ক্যানসার থেকে সুস্থ হলেন নারী

‘টাইম টু টাইম’ শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ রাখছেন ডা. জুবাইদা

১০

বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অফ কমিটমেন্টে’ বিশ্বাসী : রিজভী

১১

বছরের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হবে : গণশিক্ষা উপদেষ্টা

১২

মির্জা আব্বাসের আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ভিপি সাদিক কায়েম

১৩

‘দেশের অগ্রযাত্রায় প্রবাসী তরুণদের জ্ঞান-প্রযুক্তিগত দক্ষতাকে যুক্ত করতে হবে’

১৪

বাংলাদেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক চায় ভারত : প্রণয় ভার্মা

১৫

চায়ের দোকানে বিমান হামলা, নিহত ১৮

১৬

ববি ছাত্রদলের নেতৃত্বে মোশাররফ-শান্ত-মিজান

১৭

ব্রিজ উদ্বোধনের আগেই প্যান্ডেল ভাঙচুর

১৮

কুলদীপ–প্রসিধের চার উইকেট, জয়সওয়ালের শতকে সিরিজ ভারতের

১৯

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা : পররাষ্ট্র উপদেষ্টা

২০
X