মেহেরপুরের গাংনীতে পরিত্যক্ত অবস্থায় ৪ কেজি গাঁজা ও ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ডিবি।
রোববার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার চেংগাড়ায় একটি আমবাগানের সামনে থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযানে মেহেরপুর জেলা গোয়েন্দা শাখার এসআই শাহিনুর রহমান নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন এএসআই মাসুদ রানা, কনস্টেবল আশরাফুল ইসলাম ও মামুন মিয়া।
উদ্ধার করা মাদক সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় বাদামি রঙের কসটেপ মোড়ানো ছিল।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় মাদক জব্দ করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।’
মন্তব্য করুন