লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় হঠাৎ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়েছে ২ শতাধিক ঘর-বাড়ি। রাস্তায় পড়ে আছে গাছপালা। বুধবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঝড় আঘাত হানে।
প্রাথমিকভাবে জানা গেছে, ঝড়ে প্রায় দুইশতাধিক ঘরবাড়ি ও অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উপড়ে গেছে কয়েকশ বড় গাছ। ঝোড়ো বাতাসে আম, লিচু, ভুট্টা, গম ও ধান বাদামসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে অনেক স্থানে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো কালীগঞ্জ এলাকা।
জানা গেছে উপজেলার ৪টি ইউনিয়নের ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। প্রায় এক ঘণ্টা স্থায়ী ঝড়ে মহাসড়কে গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। বিশেষ করে কাকিনা চাপারহাট আঞ্চলিক সড়কে গাছ উপড়ে পড়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
তুষভান্ডার এলাকার শিমুল মিয়া জানান, রাত সাড়ে ১০টার দিকে প্রথমে হালকা বাতাস শুরু হয়। এরপর হঠাৎ করেই প্রবল গতির ঝড় হয়। মুহূর্তের মধ্যে আমার বাড়ির আশপাশে ঘরের ছাউনি উড়ে যায় এবং গাছপালা উপড়ে পড়ে। উপজেলার তুষভান্ডার ভোটমারী ও কাকিনা মদাতি ইউনিয়নের কয়েকটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষকরা জানান, ঝড়ে ভুট্টা ও পাট এবং পাকা ধান ক্ষেতের মারাত্মক ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। এ সময় তিনি জানান, তুষভান্ডার, মদাতী, কাকিনা ভোটমারীসহ বিভিন্ন ইউনিয়নে বেশ কিছু ঘরবাড়ি এবং উঠতি ফসলের ক্ষতি হয়েছে। জনপ্রতিনিধিদের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকা অনুযায়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থ ও মানবিক সহায়তা প্রদান করা হবে। ঝড়ে কয়েকজন আহত হলেও নিহতের কোনো খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন