মিনহাজ তুহিন, চট্টগ্রাম
প্রকাশ : ১৫ মে ২০২৫, ১১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

একসঙ্গে সমাবর্তন নিলেন একই পরিবারের পাঁচজন

একসঙ্গে চবির সমাবর্তন নেওয়া একই পরিবারের পাঁচ সদস্য। ছবি : কালবেলা
একসঙ্গে চবির সমাবর্তন নেওয়া একই পরিবারের পাঁচ সদস্য। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী শাহ মোহাম্মদ শিহাব। দীর্ঘ ৯ বছর পর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে অংশ নিয়েছেন তিনি। তাই তো সাড়ে ২২ হাজার সমাবর্তীর মতো তিনিও বেশ উচ্ছ্বসিত। যদিও তার এই উচ্ছ্বাসের পেছনে আরেকটি ভিন্ন কারণও রয়েছে। আর সেটি হলো একই সমাবর্তনে ডিগ্রি নিয়েছেন তাদের পাঁচ ভাইবোনের চারজন ও এক ভাইয়ের স্ত্রী।

চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশী এলাকার বাসিন্দা শাহ নুরুল হক ও সরোয়ার জাহান দম্পতির পাঁচ সন্তান। তাদের মধ্যেই বড় ছেলে ছাড়া বাকি চারজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষার পাঠ চুকিয়েছেন। সর্বশেষ পঞ্চম সমাবর্তনে তারা একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি নিয়েছেন।

শাহ মোহাম্মদ শিহাব ছাড়া একই সমাবর্তনে ডিগ্রি নেওয়া তার পরিবারের অপর চার সদস্য হলেন- শিহাবের মেজ ভাই গণিত বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের শাহ মোহাম্মদ সালাহ উদ্দিন, তার স্ত্রী বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের আফসা আজাদ তৃষা, বড় বোন লোক প্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের কামরুজ্জাহান ও ছোট বোন মার্কেটিং বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের তানজিনা আক্তার। তবে তাদের আরেক ভাই শাহ মোহাম্মদ সায়িদ সরওয়ারও গ্র্যাজুয়েট। তিনি নগরীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারে স্নাতক করেছেন।

বুধবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এতে আনুষ্ঠানিকভাবে প্রায় ২২ হাজার ৬০০ শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সমাবর্তনের দিনটিকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ছিল বিশেষ উচ্ছ্বাস ও আবেগ। একসঙ্গে একই সমাবর্তনে ডিগ্রি নেওয়ার সুযোগ শিহাবের পরিবারের জন্য ছিল এক অভূতপূর্ব অভিজ্ঞতা।

শাহ মোহাম্মদ শিহাব বলেন, ‘একই সময়ে, একই জায়গায়, পরিবারের পাঁচজন সদস্য মিলে ডিগ্রি নেওয়া-এইটা এক অদ্ভুত অনুভূতি। সমাবর্তন তো সবার জন্যই আনন্দের, তবে এটা আমাদের পুরো পরিবারের জন্যই একটা বিশেষ আনন্দের মুহূর্ত ছিল। চার ভাইবোন ছাড়াও ভাবী, কাজিনরাও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো, ফলে সমাবর্তনকে ঘিরে আমাদের পরিবারের মধ্যে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছিল।

এদিকে একই সমাবর্তনে পরিবারের পাঁচ সদস্য ডিগ্রি পাওয়ায় বেশ আনন্দিত শিহাবদের বাবা শাহ নুরুল হক। তিনি কালবেলাকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার চার ছেলে-মেয়ে ও পুত্রবধূ পড়াশোনা করেছে। পঞ্চম সমাবর্তনে তারা একই সঙ্গে ডিগ্রি নিয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। এর জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।

তিনি আরও বলেন, আমার সন্তানেরা যখন জন্মগ্রহণ করে, তখনই আমি চিন্তা করেছি আমার সন্তানদের আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। তখন থেকে আমি তাদেরকে সেভাবে গড়ে তুলেছি। এখন তারা প্রত্যেকেই গ্র্যাজুয়েট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১০

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১১

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১২

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৩

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৪

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৫

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৬

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৭

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৮

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৯

বিজয় থালাপতি এখন বিপাকে

২০
X