সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৫, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

হাসিনাকে দেশে ফিরিয়ে বিচার নিশ্চিতের দাবি যুবদল নেতা শহিদুলের

সাভারের বিরুলিয়ায় আমিন মোহাম্মদ মাঠে এক বিশাল আলোচনা সভায় কথা বলেন হাজী মো. শহিদুল ইসলাম। ছবি : কালবেলা
সাভারের বিরুলিয়ায় আমিন মোহাম্মদ মাঠে এক বিশাল আলোচনা সভায় কথা বলেন হাজী মো. শহিদুল ইসলাম। ছবি : কালবেলা

বিগত আওয়ামী শাসনামলে যে দমন-পীড়ন চালানো হয়েছে, তার বিচারের জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. শহিদুল ইসলাম।

শুক্রবার (১৬ মে) বিকেলে সাভারের বিরুলিয়ায় আমিন মোহাম্মদ মাঠে এক বিশাল আলোচনা সভায় তিনি এ দাবি জানান। তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই আলোচনা সভার আয়োজন করে সাভার থানা যুবদল।

আলোচনা সভার শুরুতে বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে সভাস্থলে হাজির হন নেতাকর্মীরা। সভা পরিণত হয় জনসমুদ্রে।

প্রধান অতিথির বক্তব্যে হাজী শহিদুল ইসলাম বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে হাজার হাজার বিএনপি নেতা-কর্মী বিনা অপরাধে জেল-জুলুম, নির্যাতনের শিকার হয়েছেন। শহীদ জিয়ার সৈনিকদের শুধু বিএনপি করার অপরাধে বছরের পর বছর পরিবার-পরিজন ছেড়ে পালিয়ে থাকতে হয়েছে। বহু আলেমকে ফাঁসিতে ঝোলানো হয়েছে রাজনৈতিক প্রতিহিংসা থেকে।

তিনি বলেন, হাসিনা সরকারের দুঃশাসনের বিচার একদিন হবেই। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে এসব ঘৃণ্য অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে। দেশনায়ক তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন এবং দল ও দেশকে রক্ষা করতে বড় ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকতে হবে। একই সঙ্গে কোনো গোষ্ঠী যেন অস্থিতিশীলতা সৃষ্টি করতে না করে, সে দিকেও নজর রাখতে হবে।

সভায় সভাপতিত্ব করেন যুবদল নেতা মঞ্জু মোল্লা এবং সঞ্চালনা করেন মো. মফিজুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন যুবদল নেতা শহিদুল ইসলাম, যুবদল নেতা মো. আব্দুল লতিফ, মো. আশরাফুল ইসলাম, মো. ফারুক হোসেন, মোহাম্মদ মাহফুজুল ইসলাম, মোহাম্মদ আয়নাল হক, মো. পারভেজ আহমেদসহ বিরুলিয়া ইউনিয়ন, কাওন্দিয়া ইউনিয়ন, সাভার ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র মেরামতের আন্দোলনে রাজপথে থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

ইরানে ডজনের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

সময়ের ভুল মূল্যায়নেই কি হাতছাড়া হলো বাংলাদেশের জয়?

ইরানের পক্ষে লন্ডনে বিশাল বিক্ষোভ

‘জোর যার মুল্লুক তার’ এ রাজনীতি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে : হান্নান মাসুদ

লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলার হুমকি

নির্বাচনের দিকে পুরোদমে হাঁটছে ইসি, নিচ্ছে যেসব প্রস্তুতি

চাঁদাবাজির সময় তাঁতি দল নেতাকে গণপিটুনি

ইসরায়েলের হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানী নিহত

ইরানের ভাঙন চেয়েছিল ইসরায়েল, উল্টো জুড়ে যাচ্ছে

১০

এবার আল আকসায় হামলার পরিকল্পনা ইসরায়েলের?

১১

খালেদা জিয়া সর্বপ্রথম সংস্কারের প্রস্তাব দিয়েছেন : আসাদুজ্জামান রিপন

১২

ইরান-ইসরায়েল যুদ্ধ নিয়ে হেফাজতে ইসলামের বিবৃতি

১৩

ঢাকা কলেজ এইচএসসি- ’৯৬ ব্যাচের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৪

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার, মানতে হবে যেসব নির্দেশনা

১৫

ম্যাথুজের মতো সম্মানের সঙ্গে বিদায় চান শান্ত

১৬

৩১ দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ : এস এম জিলানী

১৭

পেসাররা আরেকটু ভালো করতে পারত : শান্ত

১৮

রাজশাহীতে সিসিএসের উদ্যোগে মতবিনিময় সভা

১৯

আমি আশ্বাস দিতে আসিনি, কাজ করতে এসেছি : চসিক মেয়র

২০
X