যশোর প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১২:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রাইমারি পাস না করেও অপারেশন করেন ‘ডাক্তার’ রশিদা

রশিদা বেগম। ছবি : কালবেলা
রশিদা বেগম। ছবি : কালবেলা

যশোরের মনিরামপুরে নিজ বাড়িতেই ‘অপারেশন থিয়েটার’ গড়ে তুলেছেন কথিত ডাক্তার রশিদা বেগম। ৫ম শ্রেণি পাস না করেও নিজেকে ‘সার্জারি ডাক্তার’ পরিচয় দিয়ে প্রায় ২০ পর ধরে পাইলস, টিউমারসহ নানা জটিল রোগের অপারেশন করছেন মৃত চাঁদসী মো. আব্দুর রশিদের স্ত্রী রশিদা বেগম। নিজেকে প্যারামেডিকেল ডাক্তার পরিচয় দিয়ে মনিরামপুর, কেশবপুর, সাতক্ষীরা, বরিশাল অঞ্চলে তিনি এ চিকিৎসা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, রশিদা বেগম উপজেলার হাজরাকাটি বেলতলায় নিজের বাড়িতে গড়ে তুলেছেন অপারেশন থিয়েটার। সার্জারি ডাক্তার না হয়েও চিকিৎসার নামে ধারাল ব্লেড ও কাঁচি দিয়ে চলছে অপারেশন। শুধু তাই নয়, রোগী আসতে না পারলে নিজেই কাপড় কাটার কাঁচি হাতে চলে যান রোগীর বাড়িতে। রোগীর বাড়িতে বসেই করেন জটিল অপারেশন।

ভুক্তভোগীরা বলেন, এই ভুয়া চিকিৎসকের অপারেশনের ফলে অনেক রোগী মারাত্মক ইনফেকশনে আক্রান্ত হয়েছেন। কেউ কেউ পচন ধরা ক্ষতের শিকার হয়েছেন। আবার অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে রোগীর মৃত্যুও হয়েছে।

সরেজমিনে রশিদা বেগমের বাড়িতে গেলে দেখা যায়, ঘরে মধ্যে রোগী দেখছেন রাশিদা খাতুন। খাটের নিচে, ওপরে ও চেয়ারের ওপর গজ ও রক্ত মাখা তুলা পড়ে রয়েছে। অন্য আরও একটি ঘরের মেঝেতে পড়ে আছে ওষুধের প্যাকেট। ঘরের দেয়ালে ঝুলছে সিরিঞ্জ।

এদিকে রশিদা বেগম অপচিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণে কেশবপুর উপজেলার চাঁদড়া গ্রামের আছিয়া বেগম নামে এক রোগীর মৃত্যু হয়েছে। গত ২৭ এপ্রিল রশিদা খাতুনের বিরুদ্ধে যশোর স্বাস্থ্য বিভাগের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এলাকাবাসী। কয়েকবার স্বাস্থ্য বিভাগ অভিযান পরিচালনা করার উদ্যোগ নিলে রশিদা খাতুন বাড়ি থেকে পালিয়ে যান।

অতিরিক্ত রক্তক্ষরণে মৃত আছিয়া বেগমের ছেলে আনিচুর রহমান বলেন, আমার মাকে রশিদা বেগমকে দেখাই। দেখে বলেন, জটিল সমস্যা। অপারেশন করতে হবে। পরে রশিদা বেগম বাড়িতেই অপারেশন করেন। বাড়িতে আনলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে আমার মা মারা যান।

আরেক ভুক্তভোগী বলেন, আমার বাড়িতে এসে রশিদা বেগম পাইলস অপারেশন করেন। কীভাবে অপারেশন করেছে জানতে চাইলে বলেন, প্রথমে অবশ করে নেন। তারপর কাপড় কাটা কাঁচি দিয়ে কেটে দেন। এ অপারেশনের কারণে আমার জীবন থেকে ভালো খাবার বন্ধ হয়ে গেছে এবং মলদ্বারের বামপাশ নষ্ট হয়ে গেছে।

অভিযাগের বিষয়ে রশিদা বেগম বলেন, আমার স্বামী প্যারামেডিকেল ডাক্তার ছিলেন। তার কাছ থেকে হাতে কলমে কাজ শেখা। তার মৃত্যুর পরে আমি চিকিৎসা দিচ্ছি। আমি সার্জারি ডাক্তার না হয়ে অপারেশন করেছি। এটা আমার ভুল হয়েছে।

রোগীর মৃত্যু বিষয়ে তিনি বলেন, অপারেশনের পর তো আর কোনো দ্বায় দায়িত্ব আমার থাকে না। অপারেশন পর্যন্ত আমার দায়িত্ব।

যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদেক রাসেল বলেন, ভুয়া ডাক্তার রশিদা বেগমকে হাতেনাতে ধরার জন্য কয়েকবার অভিযান চালিয়েছি। কিন্তু তিনি বাড়ি থেকে বারবার পালিয়ে গেছেন। তাকে আটকের জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশজুড়ে টানা বজ্রবৃষ্টির শঙ্কা

ভারত-পাকিস্তান নিয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন পরিকল্পনা

অনলাইন প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বিমানবন্দর থেকে আটক কাদের মির্জার ঘনিষ্ঠ সহযোগী

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের

এবার গাজাবাসীর পাশে দাঁড়াচ্ছেন হলিউড তারকারা!

আ.লীগ নেতাসহ ২ শতাধিক ব্যবসায়ীর এনসিপিতে যোগদান

ইন্টারনেটের দাম নিয়ে আসছে সুখবর

যুদ্ধ জিতেছি, চাই শান্তি- ভারতের প্রতি শেহবাজের আহ্বান

বাংলাদেশে ফিলিস্তিন নীতি নিয়ে আলাপ / বাংলাদেশকে ফিলিস্তিনের পক্ষে অবস্থান জোরালো করার পরামর্শ

১০

চোখের অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছেন মির্জা ফখরুল

১১

কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ

১২

বাংলাদেশ-ইউএই ক্রিকেট সিরিজের টাইটেল স্পন্সর ওয়ালটন

১৩

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

১৪

রিমান্ড শেষে এমপি মমতাজ কারাগারে 

১৫

ডাক অধিদপ্তরের দায়িত্বে নগদ, দৈনিক লেনদেন বৃদ্ধি ১০০ কোটি টাকা

১৬

‘ভিশন’ নিয়ে এলো নতুন মডেলের ফ্রিজার 

১৭

সাবেক এমপি জেবুন্নেসা গ্রেপ্তার

১৮

আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ১২তম সমাবর্তন অনুষ্ঠিত

১৯

কুমিল্লায় চালু হলো দেশের দ্বিতীয় ডিসি ফাস্ট চার্জিং স্টেশন ‘এখন চার্জ’

২০
X