কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ০৯:০৯ এএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯:৪৪ এএম
অনলাইন সংস্করণ

তরুণদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ : আজাদ

নারী সমাবেশে বক্তব্যকালে আবুল হোসেন আজাদ। ছবি : সংগৃহীত
নারী সমাবেশে বক্তব্যকালে আবুল হোসেন আজাদ। ছবি : সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ বলেছেন, গণতান্ত্রিকভাবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন অনুষ্ঠান ছাড়া জাতির সামনে বিকল্প নেই। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। ফেব্রুয়ারি মাসের মধ্যেই নির্বাচন হতে হবে। এ সময় তিনি বলেন, তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষিত বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে বড়েঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আজাদ এসব কথা বলেন।

আবুল হোসেন আজাদ বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে অধিকার ফিরে পাওয়ার জন্য। তার মধ্যে এক নম্বর অধিকার ছিল ভোটের অধিকার যেন ফিরে পায়। এখন সেই পরিবেশ নিশ্চিত হয়েছে। স্বৈরতন্ত্রের পতন হয়েছে গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য। যদি সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা না যায়, তাহলে অধিকারও প্রতিষ্ঠা হবে না। আর এ জন্য একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়া দরকার।

তিনি বলেন, ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। দেশের ভেতরে এবং দেশের বাইরে পতিত ফ্যাসিবাদ ও তার দোসররা যেভাবে কথা বলছে, যেভাবে চলাফেরা করছে- সেটা আমাদের মতো গণতন্ত্রকামীদের জন্য সতর্কসংকেত। ১৫ বছরের সেই ইতিহাস গুম, খুন ও লুণ্ঠনের ইতিহাস। ভোটের অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছিল।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, জাতির ক্রান্তিকালে বরাবরই তরুণ সমাজ, যুবসমাজ প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। জুলাই-আগস্ট গণআন্দোলনেও তরুণ প্রজন্মের নেতৃত্বেই জাতি ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষিত বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপির নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানাই।

আজাদ বলেন, আগামীতে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে আমাদের প্রধান কাজ হবে ৩১ দফা বাস্তবায়ন। এ জন্য যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলকে বিশেষ ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ শাসনামলে বিএনপির নেতাকর্মীদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। বিএনপির টিকে থাকার সংগ্রাম মোটেও সহজ ছিল না। কিন্তু বৈরী সময়ে বিএনপি শুধু টিকেই থাকেনি, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আন্দোলন-সংগ্রামের গণতান্ত্রিক যত পথ ছিল, সব পথে সক্রিয় ছিল বিএনপি। চব্বিশের গণঅভ্যুত্থানের পাটাতন বিএনপিই তৈরি করেছিল।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ বলেন, বিএনপি গণমানুষের দল। জনগণের আস্থা, বিশ্বাস ও ভালোবাসা অর্জনে বিএনপি নেতাকর্মীদের জনগণের দোরগোড়ায় যেতে হবে। মানুষ পছন্দ করে না, এমন কোনো কাজ করা যাবে না। ইতিবাচক কাজের মাধ্যমে মানুষের মন জয় করতে হবে, যেটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যেই বলেছেন।

উপজেলা বিএনপির এই শীর্ষ দুই নেতা আগামী জাতীয় নির্বাচনে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে ধানের শীষে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় নারী সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী ঢালী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, যশোর জেলা মহিলা দলের সহ-সভাপতি নুরুন্নাহার নুরি, যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিক মৃত্যু

প্রাথমিকে বড় নিয়োগ দিতে যাচ্ছে সরকার 

জবিতে জন্মাষ্টমী উদযাপন

শেখ মুজিবকে নিয়ে স্ট্যাটাস, ঢাবিতে তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ

জরুরি সভা ডেকেছে ছাত্রদল

ছাত্রদলের ৭ নেতাকে কারণ দর্শানোর নোটিশ, একজনকে অব্যাহতি

স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কী হয়? যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

বিভিন্ন প্রকল্পে এক বছরে সাশ্রয় ৪৫ হাজার কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা

প্রাথমিক শিক্ষা অফিসারদের নবম গ্রেডে উন্নীত করার দাবি 

রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১, আহত ১৩০

১০

বাল্কহেডে ডাকাতি, হাতে ককটেল বিস্ফোরণে ডাকাত নিহত

১১

বিশ্লেষণ / কেন আফগানিস্তানেই নজর চীন, ভারত ও পাকিস্তানের?

১২

বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস : নাহিদ

১৩

ধর্ষণে ১৩ বছরের কিশোরী নিহত, কিশোর গ্রেপ্তার

১৪

স্বাধীনতাকে রক্ষা করা সবার পবিত্র দায়িত্ব : বিমানবাহিনী প্রধান 

১৫

নির্বাচন ভণ্ডুল করতে পরাজিত আ.লীগ ষড়যন্ত্র করছে : গয়েশ্বর

১৬

২১০ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

১৭

মার্কিন সাম্রাজ্যবাদ যত দুর্বল হবে, বিশ্ব তত নিরাপদ হবে : আনু মুহাম্মদ

১৮

অসুস্থ হাতির চিকিৎসায় গিয়ে আহত দুই চিকিৎসক

১৯

সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩

২০
X