ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আলতাফুর রহমান (৫৫) নামে এক কৃষক মারা গেছেন। বুধবার (২১ মে) দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আলতাফুর রহমান গাংগুয়া গ্রামের ভুবন আলীর ছেলে। লেহেম্বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন দুপুরে কৃষক আলতাফুর বাড়ির পাশে মাঠে ধান কাটার কাজ করছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন ও বিদ্যুৎ চমকানো শুরু হলে তিনি ধানের বোঝা মাথায় নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বজ্রপাতের শিকার হয়ে মাথার কিছু অংশ ও শরীর ঝলসে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মন্তব্য করুন