শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৯:২৯ এএম
অনলাইন সংস্করণ

স্কুলের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্কিত শিক্ষার্থীরা

শরীয়তপুরের নড়িয়া বিহারীলাল উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা
শরীয়তপুরের নড়িয়া বিহারীলাল উচ্চ বিদ্যালয়। ছবি : কালবেলা

শরীয়তপুরের একটি স্কুলের সামনে ককটেল বিস্ফোরণ করেছে দুর্বৃত্তরা। এতে স্কুল ও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ কারণে শিক্ষার্থীরা স্কুলে আসতে ভয় পাচ্ছে বলে জানিয়েছেন অভিভাবকরা।

শনিবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে শরীয়তপুরের নড়িয়া বিহারীলাল উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ওইদিন স্কুল বন্ধ থাকলেও তুলনামূলক দুর্বল শিক্ষার্থীসহ অন্যরাও অতিরিক্ত ক্লাসের জন্য বিদ্যালয়ে উপস্থিত ছিলেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করেছেন।

স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কিছু শিক্ষার্থী অতিরিক্ত ক্লাস করার জন্য গত শনিবার স্কুলে উপস্থিত ছিল। এ সময় দুর্বৃত্তরা স্কুলের সামনে বোমা বিস্ফোরণ করেছে। এতে ওই শিক্ষার্থী ও শিক্ষকরা ভীত হয়ে পড়েছে। এ ঘটনা স্কুলের অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে শিক্ষার্থীরা ভীত হয়ে পড়েছে। এতে শিক্ষার্থীরা স্কুলে আসতে ভয় পাচ্ছে।

ককটেল বিস্ফোরণের প্রতক্ষ্যদর্শী আশা মনি বলেন, অতিরিক্ত ক্লাস শেষ করে আমি ও আমার দুই বান্ধবী স্কুলের গেটে গেলে হঠাৎ করে দেখি একজন লোক গালাগাল করছেন। আমরা ভেবেছিলাম অটোরিকশার সঙ্গে কোনো সমস্যা হয়েছে। কিন্তু পরক্ষণেই কয়েকটি বোমা বিস্ফোরণ হওয়ার শব্দ পেয়ে আমরা ভয়ে পালিয়ে নদীর পাড়ের ব্রিজের কাছে চলে যাই। এরপর স্কুলের আশপাশের সব জায়গায় অনেক লোকজন জড়ো হলে একটু সাহস করে আবার স্কুলে এসে দ্রুত স্কুলের পাশে থাকা আমার নানুবাড়িতে চলে যাই। আমার ওই দুই বান্ধবী বোমার শব্দে ভয় পেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তারা আজ দুদিন হলো স্কুলে আসেনি।

হাসান নামে অন্য একজন শিক্ষার্থীরা জানান, আমরা নিরাপদে স্কুলে আসতে চাই। যারা স্কুলের সামনে বোমা মেরে পরিবেশ নষ্ট করেছে, তাদের চিহ্নিত করে শাস্তির দাবি জানাই।

আবদুস সালাম হাওলাদার নামে একজন অভিভাবক বলেন, আমার ছেলে আগামী বছর পরীক্ষা দেবে। গত শনিবার নাকি স্কুলের সামনে বোমা বিস্ফোরণ হয়েছে। ওই ঘটনায় আমার ছেলে নির্জন ভীত হয়ে পড়েছে। ও কিছুতেই স্কুলে আসতে সাহস করতেছিল না। পরে বাধ্য হয়ে আমি নিজে ছেলেকে নিয়ে স্কুলে এসে গেটের ভেতর পাঠিয়ে দিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, যেন ছেলে ভয় না পায়। যারা বোমা বিস্ফোরণ করে পড়াশোনার পরিস্থিতি অস্বাভাবিক করে তুলেছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই।

নড়িয়া বিহারীলাল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিন্টু চন্দ্র রায় বলেন, অফিশিয়াল কাজের জন্য ওইদিন আমি স্কুলের অফিসে অবস্থান করছিলাম। দুপুরের দিকে হঠাৎ করে স্কুলের বাইরের অংশে বিকট শব্দে বোমা বিস্ফোরণের আওয়াজ পাই। এ সময় বিদ্যালয়ে কিছু শিক্ষার্থী উপস্থিত ছিল। বোমার শব্দে বাচ্চারা ভীত হয়ে পড়েছিল। স্কুলের সিসি ক্যামেরা নষ্ট থাকায় কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমি জানি না। আশা করছি, পুলিশ তদন্ত করে দোষীদের চিহ্নিত করবে।

এ বিষয়ে নড়িয়া থানা পুলিশের ওসি হাফিজুর রহমান বলেন, গত শনিবার স্কুলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নড়িয়া থানা পুলিশের উপপরিদর্শক আবুল কালাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা দ্রুত চলে যাওয়ার কারণে মামলায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়েছে। পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শিগগিরই আইনের আওতায় নিয়ে আসবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত-পাকিস্তান ম্যাচে রানআউট বিতর্কে যা বলল ক্রিকেট আইনপ্রণেতা সংস্থা

সুষ্ঠু নির্বাচনকে জীবনের শেষ সুযোগ হিসেবে নিয়েছি : সিইসি

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১১ জেলায় ঝড়বৃষ্টির আভাস

বাংলাদেশে কর্মসংস্থান কমায় বিশ্বব্যাংকের উদ্বেগ

সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা মামলার ২ আসামি গ্রেপ্তার

সড়কে আছড়ে পড়ল হেলিকপ্টার, সবার অবস্থা আশঙ্কাজনক

লটারিতে হারা প্রার্থী জিতলেন আদালতে

লন্ডনে মোবাইল ফোন চুরির ঘটনায় আটক ৪৬

আইন সচিব হলেন বিচারক লিয়াকত আলী মোল্লা

বাবার দায়ের কোপে প্রাণ গেল ৫ বছরের শিশুর 

১০

শহীদ আবরারের নামে ফেনী নদীর নামকরণের দাবি

১১

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে বড় দুঃসংবাদ পেল আফগানিস্তান

১২

আবুল খায়ের গ্রুপে ম্যানেজার পদে চাকরির সুযোগ

১৩

২০২৬ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৮ শতাংশ : বিশ্বব্যাংক

১৪

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময় জানাল শিক্ষা বোর্ড

১৫

শীর্ষে পাকিস্তান ও দুইয়ে বাংলাদেশ, কোথায় অবস্থান ভারতের

১৬

এক-এগারোর সরকার তো একটি উদ্দেশ্যপ্রণোদিত সরকার ছিল : তারেক রহমান

১৭

ইরান-সমর্থিতদের হামলায় ডাচ জাহাজের ক্রু নিহত

১৮

এবার আহানের বিপরীতে শর্বরী

১৯

ক্যানসারে আক্রান্ত সাবেক ব্রাজিল তারকা

২০
X