চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি তেলের ডিপোতে ট্যাংক পরিষ্কার করতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়া তিন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের জলিলগেট এলাকায় জামাল কোম্পানির কালো তেলের ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকেরা হলেন- মীর আহমদ (২৮), মোহাম্মদ আরিফ (২৯), মোস্তফা কামাল (৩৫) ও পেয়ারু হাসান (৩৮)। মারা যাওয়া শ্রমিকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জামাল কোম্পানির স্ক্র্যাপ জাহাজের কালো তেলের ডিপোতে পুরাতন একটি ট্যাংকে একজন শ্রমিক প্রবেশ করেন। এ সময় ওই শ্রমিক ভেতরে অক্সিজেন স্বল্পতার কারণে আটকা পড়লে আরও একজন শ্রমিক তাকে উদ্ধার করতে নামেন। এভাবে একে একে চারজন শ্রমিক ভেতর অক্সিজেন স্বল্পতার কারণে আটকা পড়েন। এর মধ্যে স্থানীয়রা কুমিরা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে একটি টিম এসে চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কালো তেলের ডিপোর মালিক জামাল উদ্দিন বলেন, আমি বাহিরে আছি। শুনেছি কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি তারপর জানতে পারব বিস্তারিত।
কুমিরা ফায়ার সার্ভিসের আল মামুন বলেন, ডিপোর ভেতরে একটি ট্যাংকের ভেতরে কাজ করতে গিয়ে অক্সিজেন স্বল্পতার কারণে ভেতরে আটকা পড়েন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় চার শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা বলেন, আহত চারজনের মধ্যে একজন মারা গেছে। কিন্তু পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন