শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে পর্যটকের মরদেহ উদ্ধারে ৩ জনকে আসামি করে মামলা

লেমন গার্ডেন রিসোর্ট। ছবি : কালবেলা
লেমন গার্ডেন রিসোর্ট। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডলুছগড়ায় অবস্থিত লেমন গার্ডেন রিসোর্ট থেকে পর্যটকের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল থানায় নিহত শফিকুল ইসলামের স্ত্রী মুন্নি বেগম এ মামলা করেন।

শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় একসঙ্গে বেড়াতে আসা আরও তিন পর্যটককে আসামি করা হয়েছে। লেমন গার্ডেনের বিলাস রুমের ৫ নম্বর কক্ষে শফিকুলের সঙ্গে যে তিনজন ছিলেন, মামলায় তাদের নাম উল্লেখ করা হয়েছে। এ নৃশংস ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। নৃশংস হত্যার পেছনে ব্যবসায়িক লেনদেন বা ভুল-বোঝাবুঝির কারণ থাকতে পারে বলে ধারণা পুলিশের।

রিসোর্টের একই কক্ষে থাকা তিনজনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন।

নিহত পর্যটক শফিকুলের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলার হাটুভাঙ্গা গ্রামে। পরিবার নিয়ে তিনি ঢাকার ভাটারায় ৪০ নম্বর ওয়াডের ফাঁসেরটেক এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

শফিকুলের স্ত্রী মুন্নী বেগম গণমাধ্যমকর্মীকে জানান, তার স্বামী ভাটারা এলাকায় কাগজের কার্টনের ব্যবসা করতেন। ২৪ আগস্ট রাতে শফিকুল শ্রীমঙ্গলের পর্যটন স্পটগুলোতে বেড়াতে তিন বন্ধুর সঙ্গে ঢাকা থেকে রওনা দেন। পরদিন সকালে শ্রীমঙ্গলে পৌঁছে স্ত্রীকে কল দিয়ে জানান।

মুন্নী বেগম বলেন, ‘রোববার শ্রীমঙ্গল থানা থেকে একজন কর্মকর্তা ফোন করে হত্যাকাণ্ডের ঘটনা জানান। রাতেই আমি, আমার তার ছোট ভাই, দেবর, দেবরের শ্যালকসহ শ্রীমঙ্গলে আসি।’

রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, ২৫ আগস্ট সকাল পৌঁনে ৮টায় রিসোর্টে আসেন নুরুল আমিন রাব্বি নামে এক ব্যক্তি। রিসোর্টে পরিচয় জানিয়েছেন তিনি চাঁদপুরের শাহারাস্তি উপজেলার খাসেরবাড়ি এলাকার আবুল খায়েরের ছেলে। তার সঙ্গে ছিলেন মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তিসহ অজ্ঞাত তিনজন। তারা রিসোটের বৃষ্টি বিলাস ভবনের ৫ নম্বর কক্ষ ভাড়া করেন। রোববার সকালে তাদের কক্ষ ছাড়ার কথা ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তারা কক্ষ না ছাড়ায় রিসোর্টের স্টাফ সহিদুল ইসলাম গিয়ে কক্ষটি তালাবদ্ধ দেখতে পান।

রিসোর্টের স্টাফ সহিদুল ইসলাম জানান, কক্ষের সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করার পর কেউ সাড়া না দিলে বিষয়টি রিসোর্ট কর্তৃপক্ষকে জানান তিনি। পরে পুলিশকে জানালে তারা রিসোর্টে এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন বিছানার ওপর রক্তাক্ত মরদেহ দেখা যায়।

প্রসঙ্গত, রোববার বিকেলে শ্রীমঙ্গলের ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের ডলুবাড়ি এলাকায় অবস্থিত লেমন গার্ডেন নামের রিসোর্ট থেকে শফিকুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

এবার বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতল পুরো নগরী

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১০

একুশে বইমেলা ২০২৬ / প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

১১

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

১২

জামায়াত নেতার ছেলেকে রিভলবার ঠেকিয়ে বাড়িতে লুট

১৩

ইতিহাস গড়লেন রিয়াল ব্রাত্য এনদ্রিক

১৪

আবারও হুঙ্কার থালাপতির, বললেন তাকে থামানো যাবে না

১৫

প্রেমিকের স্ত্রীকে এইচআইভি ইনজেকশন পুশ করলেন তরুণী

১৬

ট্রফি উদযাপনের দিনে রাজশাহী-বগুড়াবাসীকে যে বার্তা দিলেন মুশফিক

১৭

নির্বাচনকে গণতন্ত্র পুনর্গঠনের আন্দোলন হিসেবে দেখছি : জুনায়েদ সাকি

১৮

এনপিএ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৯

ভারতকে ‘ভালো প্রতিবেশী’ বললেন চীনের প্রেসিডেন্ট

২০
X