শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে পর্যটকের মরদেহ উদ্ধারে ৩ জনকে আসামি করে মামলা

লেমন গার্ডেন রিসোর্ট। ছবি : কালবেলা
লেমন গার্ডেন রিসোর্ট। ছবি : কালবেলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ডলুছগড়ায় অবস্থিত লেমন গার্ডেন রিসোর্ট থেকে পর্যটকের মরদেহ উদ্ধারের ঘটনায় তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল থানায় নিহত শফিকুল ইসলামের স্ত্রী মুন্নি বেগম এ মামলা করেন।

শ্রীমঙ্গল থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় একসঙ্গে বেড়াতে আসা আরও তিন পর্যটককে আসামি করা হয়েছে। লেমন গার্ডেনের বিলাস রুমের ৫ নম্বর কক্ষে শফিকুলের সঙ্গে যে তিনজন ছিলেন, মামলায় তাদের নাম উল্লেখ করা হয়েছে। এ নৃশংস ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন। নৃশংস হত্যার পেছনে ব্যবসায়িক লেনদেন বা ভুল-বোঝাবুঝির কারণ থাকতে পারে বলে ধারণা পুলিশের।

রিসোর্টের একই কক্ষে থাকা তিনজনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি জাহাঙ্গীর হোসেন।

নিহত পর্যটক শফিকুলের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলার হাটুভাঙ্গা গ্রামে। পরিবার নিয়ে তিনি ঢাকার ভাটারায় ৪০ নম্বর ওয়াডের ফাঁসেরটেক এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

শফিকুলের স্ত্রী মুন্নী বেগম গণমাধ্যমকর্মীকে জানান, তার স্বামী ভাটারা এলাকায় কাগজের কার্টনের ব্যবসা করতেন। ২৪ আগস্ট রাতে শফিকুল শ্রীমঙ্গলের পর্যটন স্পটগুলোতে বেড়াতে তিন বন্ধুর সঙ্গে ঢাকা থেকে রওনা দেন। পরদিন সকালে শ্রীমঙ্গলে পৌঁছে স্ত্রীকে কল দিয়ে জানান।

মুন্নী বেগম বলেন, ‘রোববার শ্রীমঙ্গল থানা থেকে একজন কর্মকর্তা ফোন করে হত্যাকাণ্ডের ঘটনা জানান। রাতেই আমি, আমার তার ছোট ভাই, দেবর, দেবরের শ্যালকসহ শ্রীমঙ্গলে আসি।’

রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, ২৫ আগস্ট সকাল পৌঁনে ৮টায় রিসোর্টে আসেন নুরুল আমিন রাব্বি নামে এক ব্যক্তি। রিসোর্টে পরিচয় জানিয়েছেন তিনি চাঁদপুরের শাহারাস্তি উপজেলার খাসেরবাড়ি এলাকার আবুল খায়েরের ছেলে। তার সঙ্গে ছিলেন মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তিসহ অজ্ঞাত তিনজন। তারা রিসোটের বৃষ্টি বিলাস ভবনের ৫ নম্বর কক্ষ ভাড়া করেন। রোববার সকালে তাদের কক্ষ ছাড়ার কথা ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে তারা কক্ষ না ছাড়ায় রিসোর্টের স্টাফ সহিদুল ইসলাম গিয়ে কক্ষটি তালাবদ্ধ দেখতে পান।

রিসোর্টের স্টাফ সহিদুল ইসলাম জানান, কক্ষের সামনে দাঁড়িয়ে ডাকাডাকি করার পর কেউ সাড়া না দিলে বিষয়টি রিসোর্ট কর্তৃপক্ষকে জানান তিনি। পরে পুলিশকে জানালে তারা রিসোর্টে এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন বিছানার ওপর রক্তাক্ত মরদেহ দেখা যায়।

প্রসঙ্গত, রোববার বিকেলে শ্রীমঙ্গলের ৩ নম্বর শ্রীমঙ্গল ইউনিয়নের ডলুবাড়ি এলাকায় অবস্থিত লেমন গার্ডেন নামের রিসোর্ট থেকে শফিকুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে গ্রামে বসবাস করলেই মিলবে ২৭ লাখ টাকা!

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তুমুল সংঘর্ষ

‘শাপলা চত্বর হত্যাকাণ্ডের শহীদ পরিবারকে সহযোগিতা করবে সরকার’

অসুস্থ বিএনপি নেতা ডা. রফিকের খোঁজ নিতে বাসায় জোনায়েদ সাকি

আফগানদের কাছে নাস্তানাবুদ হয়ে বাংলাদেশের সিরিজ হার

যুক্তরাষ্ট্রে ফুটবল ম্যাচ শেষে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

চট্টগ্রামে কনসার্টে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

চিহ্নিত ব্যক্তির দায় প্রতিষ্ঠানের ওপর দেওয়া উচিত নয় : বিএনপি

জবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে ইমন-সোহান

এনসিপির ‘পলিসি ও রিসার্চ উইং’ গঠন, দায়িত্ব পেলেন যারা

১০

নড়াইলে সাংবাদিকদের মিলনমেলা

১১

‘তিন মাসের মধ্যে ৬ লেনের কাজ দৃশ্যমান হবে’

১২

শাবিপ্রবির ২৫ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ বাতিলের সিদ্ধান্ত

১৩

ওমরজাইয়ের বোলিং তোপে বিপদে বাংলাদেশ

১৪

প্রবীণদের পাশে আমাদের দাঁড়াতে হবে : টুকু

১৫

শুধু বক্তব্যে নয়, বাস্তব কর্মযজ্ঞের মাধ্যমে বিএনপি মানুষের পাশে রয়েছে : আনোয়ারুজ্জামান

১৬

গুম-খুনে জড়িতদের সঙ্গে আপস নেই : আখতার হোসেন

১৭

বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান দুলুর

১৮

বন্যপ্রাণী সংরক্ষণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার

১৯

গুম-দুর্নীতি বন্ধে ধানের শীষে ভোট দিন : আশিক

২০
X