শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২
আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ মে ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, ৫০ বছর ধরে পাশাপাশি মসজিদ-শ্মশান

সাতক্ষীরা জেলার সরাপপুর গ্রামে এই মসজিদের অবস্থান হলেও বর্তমানে রহমতপুর জামে মসজিদ হিসেবে পরিচিত। ছবি : কালবেলা
সাতক্ষীরা জেলার সরাপপুর গ্রামে এই মসজিদের অবস্থান হলেও বর্তমানে রহমতপুর জামে মসজিদ হিসেবে পরিচিত। ছবি : কালবেলা

দেয়ালের একপাশে মসজিদে চলছে নামাজ আর অন্য পাশে শবদাহের কাজ। এ যেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের “মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান। মুসলিম তার নয়নমনি, হিন্দু তাহার প্রাণ” কবিতার প্রতিচ্ছবি।

প্রায় ৫০ বছর ধরে হিন্দু-মুসলিমের এমনি এক অপরূপ মেল বন্ধনের অনন্য উদাহরণ সৃষ্টি হয়েছে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা সরাপপুর গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ থেকে প্রায় ১৫০ বছর আগে তৎকালীন সরাপপুর গ্রামবাসী মিলে মরিচ্চাপ নদীর তীরে নিজেদের শবদাহের জন্য গড়ে তোলেন শ্মশান ঘাট। সেই থেকে স্থানীয়দের কাছে এটি সরাপপুর শ্মশান হিসেবে পরিচিত। অপরদিকে প্রায় বছর ৫০ আগে মুসলিম সম্প্রদায়ের লোকজন নদীর কূলে ওয়াপদার বাঁধের পাশে বসবাস শুরু করায় নামাজ আদায়ের জন্য শ্মশানে অদূরে গড়ে তোলেন পাঞ্জেগানা মসজিদ। কালের পরিক্রমায় মুসলিম সম্প্রদায়ের লোকজন বৃদ্ধি পাওয়াতে ১৯৯৩ সালে পাঞ্জেগানা মসজিদ রূপান্তরিত হয় জামে মসজিদে। সরাপপুর গ্রামে এই মসজিদে অবস্থান হলেও বর্তমানে এটি রহমতপুর জামে মসজিদ হিসেবে পরিচিত।

অন্যদিকে খরস্রোতা মরিচ্চাপ নদীতে ভাঙন দেখা দিলে স্থানীয় বড়বাবু খ্যাত রাজ্যশ্বর কুমার দাশের সহযোগিতায় নদী কূল থেকে কিছুটা পিছনে সরে এসে মসজিদে দেয়ালের ঠিক পূর্ব পাশে নতুন করে সুন্দর পরিবেশে গড়ে তোলা হয় শ্মশানের অবকাঠামো। আর সেই থেকে দেয়ালের এক পাশে চলছে পাঁচ ওয়াক্ত নামাজ আর একই সময়ে কেউ মারা গেলে শ্মশানে চলে শবদাহের কাজ। শবদাহের সময় বাদ্যযন্ত্র বাজানো প্রথা থাকলেও মুয়াজ্জিনের কণ্ঠে আজানের ধ্বনি ভেসে আসা থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত নিজেরাই বন্ধ রাখেন বাদ্যযন্ত্র। আবার দেহ পোড়ানোর গন্ধ যেন মুসলমানদের পরিচিত হয়ে উঠেছে। এসব নিয়ে কোনো পক্ষের নেই কোনো আপত্তি বা অভিযোগ। আর এভাবে হিন্দু-মুসলিম সম্পর্ক এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সরাপপুরে গ্রামের মানুষ।

এ বিষয়ে সরাপপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সন্তোষ কুমার দাশ বলেন, আমরা এখানে হিন্দু-মুসলমান মিলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছি। একই দেয়ালের এপাশে মসজিদ ও ওপাশে শ্মশান; কিন্তু আজ পর্যন্ত কোনো দিন আমাদের মাঝে কোনো সমস্যা হয়নি। নামাজের সময় যদি কোনো দাহ কাজ চলে তখন বাদ্যযন্ত্র বন্ধ রাখা হয় যাতে নামাজে কোনো সমস্যা না হয়।

স্থানীয় শংকর দাশ বলেন, এই শ্মশান ও মসজিদ আমাদের ঐতিহ্য। আমরা সেভাবেই মিলেমিশে বসবাস করছি।

মসজিদে মুসুল্লি আবুল হোসেন বলেন, আমরা মিলেমিশে আছি। আমরা একে অপরকে সাহায্য-সহযোগিতা করি। হিন্দু ভাইদের কেউ মারা গেলে তারা দাহ করতে আসে। ঢোলসহ বাদ্যযন্ত্র বাজায়। আমরা কোনো দিন তাদের বলি না তারপরও তারা নিজেরাই নামাজের সময় বাজনা বন্ধ রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রাবাড়ী পার্কে ককটেল বিস্ফোরণ

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক শনিবার

আড়াইহাজারে শহীদ নাহিদের পরিবারের পাশে নজরুল ইসলাম আজাদ

নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে আদিবাসী গোষ্ঠীর মামলা

পিনাকী, ইলিয়াস ও কনকের ঐক্যবদ্ধ আহ্বান

সকাল ৯টার মধ্যে ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

খুঁটিতে বেঁধে নির্যাতন, আ.লীগ নেতার মৃত্যু

কাপ্তাই হ্রদে পানির অভাব, বিদ্যুৎ উৎপাদনে বিপর্যয়

ছাগলের দৌড় দেখতে হাজারো মানুষের ভিড় 

দুদকের সাবেক ৩ চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে মামলা

১০

সৌদিতে ফ্ল্যাটে মিলল দুই ভাইয়ের মরদেহ, পরিবারে শোকের ছায়া

১১

পাল্টাপাল্টি আকাশপথ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত-পাকিস্তান

১২

জাতীয় নির্বাচন দাবি করে বৈষম্যবিরোধী ছাত্রনেতার পদত্যাগ

১৩

সাবেক ওসি প্রদীপের ফাঁসি কার্যকর দাবিতে প্রচার, যা জানা গেছে

১৪

দেশ নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের প্রেসক্রিপশনে পরিকল্পনা চলছে : জুলাই ঐক্য

১৫

ডাকসু নির্বাচনের রোডম্যাপের দাবিতে অনশন, হাসপাতালে দুই

১৬

সান্ডা থেকে গাধা : মানুষের তামাশায় প্রাণীরাও আজ নিরাপদ নয়!

১৭

সরকারকে নিরপেক্ষ বৈশিষ্ট্য নিশ্চিত করতে হবে : সাইফুল হক

১৮

রিকশাচালকের ছেলের স্বপ্নপূরণে পাশে দাঁড়ালেন তারেক রহমান

১৯

চবিতে পর্দা উঠল জাতীয় ছায়া আইনসভার

২০
X