সাতক্ষীরার শ্যামনগরে চুক্তি ভঙ্গ করে লিজ দেওয়া জমি দখল নিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে শ্যামনগর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন লিজ দিয়ে আবার জমি দখল করতে যাওয়া জমির মালিকরা।
জানা গেছে, সাতক্ষীরা শ্যামনগর উপজেলার হরিনগর এলাকায় ২০২০ সালের ৩১ জুলাই থেকে ২০৩৫ সালের ৩০ জুলাই পর্যন্ত ১৫ বছর মেয়াদে প্রায় এক হাজার বিঘার মৎস্য ঘের লিজ নেয় ‘প্যান্ডামিক ফিশারিজ লিমিটেড’। লিজের শর্ত অনুযায়ী জমির মালিকদের প্রথম পাঁচ বছর প্রতি বিঘা জমি বাবদ ১০ হাজার টাকা, পরের পাঁচ বছর ১২ হাজর ৫০০ টাকা, শেষ পাঁচ বছর ১৫ হাজার টাকা হারি প্রদান করবে প্যান্ডামিক ফিশারিজ লিমিটেড। এ ছাড়া প্রতি বছর ৩০ জুলাইয়ের মধ্যে লিজের টাকা পরিশোধ করতে হবে। বিলম্ব হলে ১০ হাজার টাকা হারে অতিরিক্ত টাকা পরিশোধ করবে।
প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডের মালিক সাইদুর রহমান জানান, লিজের টাকা দেওয়া হয়নি এ অভিযোগ মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত। লিজ অনুসারে ২০২৫ সালের ৩০ জুলাই পর্যন্ত হারির টাকা এক বছর আগেই পরিশোধ করা হয়েছে। ২ মাস ধরে ৩১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুলাই ২০২৬ সালের হারির টাকা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ৩ কোটি টাকা চাঁদা দিতে রাজি না হওয়ায় মিথ্যা অভিযোগ দিচ্ছে। ইতোমধ্যে ছত্তার মোড়ল তার সাঙ্গপাঙ্গদের এ কর্মকাণ্ডের বিরুদ্ধে ওসি ও ইউএনও শ্যামনগর এবং জেলা প্রশাসক ও এসপি বরাবর অভিযোগ করা হয়েছে। এটি শুধু প্যান্ডামিক ফিশারিজের বিরুদ্ধ ষড়যন্ত্র নয় এটা সরকারের বিরুদ্ধে চক্রান্ত, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে।
মানববন্ধনে জমির মালিকরা অভিযোগ করে বলেন, প্যান্ডামিক ফিশারিজ কর্তৃপক্ষ এক হাজার বিঘা জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে হারির টাকা পরিশোধ না করে এখন জমি জবরদখলের চেষ্টা করছে। জমির মালিকরা টাকা দাবি করলে তাদের ভয়ভীতি, হুমকি এবং হয়রানিমূলক মামলায় জড়ানো হচ্ছে।
বক্তারা আরও বলেন, সাবেক সচিব সাইদুর রহমানের নির্দেশে ঘের দখলে রেখেছে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, তার সহযোগী রাহুল মোড়ল, সাদ্দাম, মোস্তফা, মশিউর রহমান ও বখতিয়ার রহমান।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু বলেন, প্রজেক্টে বর্তমানে ১২ কোটি টাকার মাছ ছাড়া আছে। ব্যাংক লোন আছে ১৬ কোটি টাকা। আমি প্রজেক্টের মালিক সাইদের ম্যানেজার হিসেবে দেখাশোনা করছি। যারা এখনো লিজের টাকা নেয়নি তাদের বারবার টাকা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যারা লিজের টাকা পাবে তারা যে কোনো সময় টাকা চাইলে দেওয়া হবে। তবে এখানে চক্রান্ত না করার অনুরোধ জানান তিনি।
মন্তব্য করুন