সাতক্ষীরা সদরে বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
এ সময় মানববন্ধনে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শিক্ষক শফিকুর রহমানের দ্রুত অপসারণ ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। এ সময় অভিভাবক সচেতন নাগরিকসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিরা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে নানাবিধ অভিযোগের বর্ণনা দেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ ছাত্ররা মানববন্ধনে বলেন, শিক্ষক শফিকুর রহমান দীর্ঘদিন ধরে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছে। তিনি বিভিন্ন সময় ছাত্রীদের নিয়ে পার্কে ঘুরে বেড়ানো, ক্লাসে যৌন ইঙ্গিতপূর্ণ আচরণ এবং পবিত্র রমজান মাসে এক ছাত্রীর জন্মদিনে শ্রেণিকক্ষে উৎসব আয়োজনের মতো ন্যক্কারজনক কাজ করেছেন।
তারা আরও বলেন, এমন শিক্ষক একজন শিক্ষার্থীর আদর্শ হতে পারেন না। তাকে দ্রুত অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এ ছাড়া তার বিরুদ্ধে পরীক্ষার প্রশ্ন ফাঁস, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ এবং ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অপকর্ম চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হলে শিক্ষার্থীরা ক্লাস বর্জনসহ অন্য প্রতিষ্ঠানে ট্রান্সফার হওয়ার বিষয়ে জানান।
বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আজহারুজ্জামান মুকুল বলেন, বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের সঙ্গে কথাবার্তা বলা হবে। শিক্ষক শফিকুর রহমানের বিরুদ্ধে অভিযোগগুলোর সত্যতা পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন