চট্টগ্রামের সাতকানিয়ায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহযোগিতায় দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, নকল স্বর্ণের বার, মোবাইল ফোন ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করে সেনাবাহিনীর একটি টিম।
সোমবার (২৬ মার্চ) সকালে পজেলার কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান থেকে তাদের আটক করা হয়। বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সেনাবাহিনী।
আটককৃতরা হলো- পটিয়া উপজেলার গোবিন্দারখীল এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. রিপন (৩৫) ও একই উপজেলার হাইদগাঁও এলাকার মো. মনির আহমদের ছেলে মাহাবুব আলম (৪০)।
সাতকানিয়া সেনা ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, দোহাজারী পৌরসভা এলাকা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে সিএনজি চালিত অটোরিকশা যোগে আয়েশা বেগম নামে এক মহিলা সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় যাচ্ছিল। অটোরিকশাটি কালিয়াইশ ইউনিয়নের মৌলভীর দোকান এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা যাত্রীবেশে আয়েশা বেগমের পাশে ওই অটোরিকশায় ওঠে। পরে নেশাজাতীয় দ্রব্য দিয়ে অজ্ঞান করে আয়েশার কানের দুল এবং নগদ টাকা নিয়ে অটোরিকশায় পালানোর চেষ্টা করে। বিষয়টি স্থানীয়রা দেখে তাদের ধরে জিজ্ঞাসাবাদ ও মারধর করে।
এ সময় সেনাটহল টিমের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় রিপন ও মাহাবুবকে আটক করে। তাদের কাছ থেকে নকল স্বর্ণের বার, কানের দুল, দুটি মোবাইল ফোন, নগদ ৫ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করে সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাদের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে দুই ছিনতাইকারীকে থানায় সোপর্দ করা হয়েছে। আটক দুই ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন