হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্যোগ আটকাতে পারেনি বিয়ে, নৌকায় চড়ে হাজির বরযাত্রী

নৌকা নিয়ে হাজির বরযাত্রী। ছবি : কালবেলা
নৌকা নিয়ে হাজির বরযাত্রী। ছবি : কালবেলা

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অতিরিক্ত জোয়ারে প্লাবিত দ্বীপের নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও দোকানপাট। ভেসে গেছে ঘরের আসবাবপত্র, দোকানের মালামাল ও গবাদিপশু। দুর্যোগ মোকাবিলায় সবাই যে যার মতো ব্যস্ত সময় পার করছেন। এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নৌকা নিয়ে কনের বাড়িতে হাজির বরযাত্রী।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের মোল্লা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা গ্রামের রিদনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের দিন সকালেই উঠে আসে জোয়ারের পানি। ঘরের চারপাশসহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এমন পরিস্থিতিতে সংশয় দেখা দিলেও পিছিয়ে যাননি বরপক্ষ। সময়মতো আয়োজন মেনে বরযাত্রী চলে আসেন। বাধ্য হয়ে নিয়েছেন নৌকার সাহায্য।

স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, বিয়ে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ভালোবাসা থামে না কোনো দুর্যোগে। তাই শত প্রতিকূলতা পেরিয়েও বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। তবে উপস্থিতি ছিল খুব কম। আগামীকাল এই দম্পতির বৌভাত হওয়ার কথা রয়েছে। তাদের জন্য দোয়া করবেন।

কনের বাবা রিদন জানান, আগে থেকে বিয়ের দিন তারিখ ঠিক করা ছিল। বিভিন্ন জায়গা থেকে আত্মীয়-স্বজনরারাও এসেছে। সকল আয়োজন ও সম্পন্ন করা হয়েছে। কিন্তু জোয়ারের কারণে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বরযাত্রী নৌকা ভাড়া করে নিয়ে এসেছে।

সাবেক ইউপি সদস্য মো. শাহেদ উদ্দিন শাহেদ বলেন, বিগত কয়েকদিন ধরেই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিঝুমদ্বীপের নিচু এলাকাগুলো বারবার পানিতে প্লাবিত হচ্ছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়ার পরামর্শ দেওয়া হলেও বিয়ের মতো অনুষ্ঠানে মানুষকে থামানো কঠিন।

নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লাভলী আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জোয়ারের পানি এখনো পুরোপুরি নামেনি। আবারও এমন পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তবে সব কিছুর মাঝেও এই ব্যতিক্রমী বিয়ে অনুষ্ঠানের কথা এখন সবার মুখে মুখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন মাসে রেকর্ড রাজস্ব আদায়

জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

নেত্রকোনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন  / কালবেলা মানুষের আস্থা অর্জন করেছে : পুলিশ সুপার

প্রস্রাবের রং কারণ ছাড়াই ঘোলাটে, এটা কীসের ইঙ্গিত

তদন্তের মুখে তিন দক্ষিণী অভিনেত্রী

বরগুনায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃষ্ণচূড়া ও রাধাচূড়া গাছ রোপণ

এইচএসসি পরীক্ষায় আমিরাতে বাংলাদেশি দুই প্রতিষ্ঠানের সাফল্য 

পৃথিবীর সবচেয়ে দামি পালক কোন পাখির?

চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপন / সমাজ বিনির্মাণে সাংবাদিকদের লেখনীর বিকল্প নেই : সলিম উল্লাহ

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা

১০

ফ্যাসিস্টদের আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে না : সালাহউদ্দিন

১১

লালমনিরহাটে আনন্দঘন পরিবেশে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

কালবেলার সংবাদ পাঠকদের কাছে সহজবোধ্য ও গ্রহণযোগ্য : জেলা ম্যাজিস্ট্রেট

১৩

সংসদ ভবনে ঢুকে পড়া জুলাই যোদ্ধাদের সঙ্গে সমঝোতার চেষ্টায় পুলিশ 

১৪

বিশ্বকাপের শেষ ট্রেন ধরল আমিরাত, চূড়ান্ত ২০ দলের তালিকা প্রকাশ

১৫

সার কীটনাশক সিন্ডিকেটের বিষদাঁত ভেঙে দেওয়া হবে : ফারুক হাসান

১৬

যেসব জায়গায় ফোন রাখলেই ক্যানসার ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে

১৭

সুনামগঞ্জে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

ফিলিপাইনে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প

১৯

নাটোরে কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

২০
X