হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ মে ২০২৫, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্যোগ আটকাতে পারেনি বিয়ে, নৌকায় চড়ে হাজির বরযাত্রী

নৌকা নিয়ে হাজির বরযাত্রী। ছবি : কালবেলা
নৌকা নিয়ে হাজির বরযাত্রী। ছবি : কালবেলা

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অতিরিক্ত জোয়ারে প্লাবিত দ্বীপের নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও দোকানপাট। ভেসে গেছে ঘরের আসবাবপত্র, দোকানের মালামাল ও গবাদিপশু। দুর্যোগ মোকাবিলায় সবাই যে যার মতো ব্যস্ত সময় পার করছেন। এমন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নৌকা নিয়ে কনের বাড়িতে হাজির বরযাত্রী।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে এমন ব্যতিক্রমী ঘটনা ঘটেছে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের মোল্লা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোল্লা গ্রামের রিদনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের দিন সকালেই উঠে আসে জোয়ারের পানি। ঘরের চারপাশসহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। এমন পরিস্থিতিতে সংশয় দেখা দিলেও পিছিয়ে যাননি বরপক্ষ। সময়মতো আয়োজন মেনে বরযাত্রী চলে আসেন। বাধ্য হয়ে নিয়েছেন নৌকার সাহায্য।

স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম বলেন, বিয়ে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ভালোবাসা থামে না কোনো দুর্যোগে। তাই শত প্রতিকূলতা পেরিয়েও বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। তবে উপস্থিতি ছিল খুব কম। আগামীকাল এই দম্পতির বৌভাত হওয়ার কথা রয়েছে। তাদের জন্য দোয়া করবেন।

কনের বাবা রিদন জানান, আগে থেকে বিয়ের দিন তারিখ ঠিক করা ছিল। বিভিন্ন জায়গা থেকে আত্মীয়-স্বজনরারাও এসেছে। সকল আয়োজন ও সম্পন্ন করা হয়েছে। কিন্তু জোয়ারের কারণে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় বরযাত্রী নৌকা ভাড়া করে নিয়ে এসেছে।

সাবেক ইউপি সদস্য মো. শাহেদ উদ্দিন শাহেদ বলেন, বিগত কয়েকদিন ধরেই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিঝুমদ্বীপের নিচু এলাকাগুলো বারবার পানিতে প্লাবিত হচ্ছে। এ অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া বের না হওয়ার পরামর্শ দেওয়া হলেও বিয়ের মতো অনুষ্ঠানে মানুষকে থামানো কঠিন।

নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) লাভলী আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জোয়ারের পানি এখনো পুরোপুরি নামেনি। আবারও এমন পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তবে সব কিছুর মাঝেও এই ব্যতিক্রমী বিয়ে অনুষ্ঠানের কথা এখন সবার মুখে মুখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনবিআরের সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস বরখাস্ত

সকাল ৯টার মধ্যে বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব জেলায় 

‘কার্টা ব্লু’ ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল ইতালি

যুক্তরাজ্য বিএনপি নেতা ড. মুজিবের ছেলের বিয়েতে সস্ত্রীক তারেক রহমান 

আফগানিস্তানে ভূমিকম্পে ব্যাপক হতাহত, হেফাজতের শোক ও সহায়তার আহ্বান

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কর্মসূচি দিল ছাত্রদল

বনানীর সেলসিয়াস সিসা লাউঞ্জে পুলিশের অভিযান

অবশেষে মাদক সম্রাজ্ঞী আ.লীগ নেত্রী স্বপ্না আক্তার আটক

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

১০

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

১১

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

১২

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

১৩

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

১৪

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

১৫

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

১৬

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

১৭

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১৮

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১৯

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

২০
X